ইনসাইড গ্রাউন্ড

সাকিব খেলছেন ভারতের বিপক্ষে


প্রকাশ: 17/10/2023


Thumbnail

সব সংশয়কে দূর করে সাকিব খেলছেন ভারতের বিপক্ষে। বিসিবির পক্ষ থেকে পরিস্কার করে না বললেও নেট প্রাকটিস দেখেই ধারণা পাওয়া গেছে ভারতের বিপক্ষে সাকিবকে সাইড লাইনে থাকতে হচ্ছে না। সকিব নেটে পুরো সময় জুড়েই তিনি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করেছেন।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম উঁরুর ওপরের দিকে টান খায় সাকিবের। পরে বাংলাদেশ অধিনায়ক পুরো ১০ ওভারই বোলিং করেন। তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচটি খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয় কিছুটা।

 

এমআরআই স্ক্যান করানোর পর তাঁকে রাখা হয় পর্যবেক্ষণেও। হাঁটা-চলায়ও কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু স্বাভাবিক নড়াচড়া আর খেলার মধ্যে পার্থক্য থাকায় ভারত ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে পুরোপুরি নিশ্চিতও হওয়া যাচ্ছিল না। কথা ছিল আজকের অনুশীলনে তাঁকে দেখে নেওয়ার পর আবার পাঠানো হবে এমআরআই স্ক্যান করানোর জন্য।

কিন্তু অনুশীলনে যেভাবে ব্যাট চালিয়েছেন, তাতে এদিনই আরেকবার স্ক্যানের প্রয়োজন দেখা দেয়নি। বরং নেটে সকিব খুব স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়েছেন। সব সংশয়কে বুড়ো আঙুল দেখিয়েছেন।

 

 সাকিব ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে খেলছেন এটি এখন একরকম নিশ্চিতই। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭