ইনসাইড গ্রাউন্ড

অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ


প্রকাশ: 03/11/2023


Thumbnail

ভারত বিশ্বকাপে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। চারদিকে নানান সমালোচনা। এছাড়া কোনও ভালো খবরে নেই তারা। বিশ্বকাপে হাতে আছে আর দুই ম্যাচ। এখন বাংলাদেশ দল দিল্লীতে অবস্থান করছে।

সেখানে ২ দিন বিশ্রামের পর, শুক্রবার (৩ নভেম্বর) প্রথম অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে বিসিবি সূত্রে জানা গেছে, শুক্রবার অনুশীলন করছে না বাংলাদেশ দল।

তবে ম্যাচের আগের দুইদিন অর্থাৎ, শনিবার (৪ নভেম্বর) ও রোববার (৫ নভেম্বর) যথাসময়ে এবং আগের ভেন্যুতেই অনুশীলন করবে তারা।

 

বিশ্বকাপের সেমি থেকে ছিটকে গেলেও, শেষ দুই ম্যাচের একটিতে জিততেই হবে বাংলাদেশকে। না'হলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ধুলিশ্যাৎ হয়ে যাবে সাকিবের।

 

ধারণা করা হচ্ছিল কলকাতায় হয়তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, আবহাওয়া, খাদ্যাভাস, ভাষা, উইকেট-কন্ডিশন সবকিছু বিবেচনায় ইডেন গার্ডেন্স পর্বটা ক্রিকেটারদের হোম সিকনেস অনেকটাই কমিয়ে দেবে বলেও আশা করেছিলেন সবাই।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭