ইনসাইড গ্রাউন্ড

অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ

প্রকাশ: ০৬:৪০ পিএম, ০৩ নভেম্বর, ২০২৩


Thumbnail

ভারত বিশ্বকাপে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। চারদিকে নানান সমালোচনা। এছাড়া কোনও ভালো খবরে নেই তারা। বিশ্বকাপে হাতে আছে আর দুই ম্যাচ। এখন বাংলাদেশ দল দিল্লীতে অবস্থান করছে।

সেখানে ২ দিন বিশ্রামের পর, শুক্রবার (৩ নভেম্বর) প্রথম অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে বিসিবি সূত্রে জানা গেছে, শুক্রবার অনুশীলন করছে না বাংলাদেশ দল।

তবে ম্যাচের আগের দুইদিন অর্থাৎ, শনিবার (৪ নভেম্বর) ও রোববার (৫ নভেম্বর) যথাসময়ে এবং আগের ভেন্যুতেই অনুশীলন করবে তারা।

 

বিশ্বকাপের সেমি থেকে ছিটকে গেলেও, শেষ দুই ম্যাচের একটিতে জিততেই হবে বাংলাদেশকে। না'হলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ধুলিশ্যাৎ হয়ে যাবে সাকিবের।

 

ধারণা করা হচ্ছিল কলকাতায় হয়তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, আবহাওয়া, খাদ্যাভাস, ভাষা, উইকেট-কন্ডিশন সবকিছু বিবেচনায় ইডেন গার্ডেন্স পর্বটা ক্রিকেটারদের হোম সিকনেস অনেকটাই কমিয়ে দেবে বলেও আশা করেছিলেন সবাই।

 

 


বাংলাদেশ ক্রিকেট দল   অনুশীলন   দিল্লী   বাতিল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

উত্তেজনাপূর্ণ ম্যাচে সুপার ওভারে শেষমেষ জয় নামিবিয়ার

প্রকাশ: ১০:২৭ এএম, ০৩ জুন, ২০২৪


Thumbnail

টি-২০ মানেই চার-ছক্কার লড়াই। টান টান উত্তেজনা। সেই সাথে দর্শকদের উন্মাদনা। তবে বৈশ্বিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নবম আসরের তৃতীয় ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র।

এদিন খেলায় মাঠে নেমেছিল নামিবিয়া ও ওমান। যেখানে ওমান আগে ব্যাট করে সংগ্রহ করেছিল সব উইকেট হারিয়ে ১০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়াও ১০৯ রানেই গুটিয়ে যায়। ফলস্বরূপ খেলা গড়ায় সুপার ওভারে। এমন পরিস্থিতিতে রূদ্ধশ্বাস এই ম্যাচে অবশেষে জয় পেয়েছে নামিবিয়া।

আজকের ম্যাচের নড়েচড়ে বসার শুরুটা হয় ১৯তম ওভার শেষে। তখন জেতার জন্য মাত্র ৫ রান দরকার ছিল নামিবিয়ার, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু মেহরান খানের ওভারে সবকিছু উলট পালট হয়ে যায়। ওমান পেসার প্রথম তিন বলে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পুরো ১৮০ ডিগ্রি, জয়ের দ্বারপ্রান্তে থাকা নামিবিয়া পড়ে যায় বিপদে। চতুর্থ বলে সিঙ্গেল ও পঞ্চম বলে ডাবলস নেয় নামিবিয়া। ফলে শেষ বলে দরকার পড়ে ২ রান। শেষ বলে ব্যাট লাগাতে না পারলেও ওমানের উইকেটরক্ষকের ভুলের সুযোগ নিয়ে এক রান নিয়ে নেয় তারা। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে।

বারবাডোজের কেনিংস্টন ওভালে অল্প রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নামিবিয়া। রান উঠার আগেই প্রথম ওভারে বিলাল খানের করা দ্বিতীয় বলে বোল্ড হন ওপেনার মাইকেল ফন লিনজেন। এরপর ধীরেসুস্থে ব্যাট চালাতে থাকেন দলটির ব্যাটাররা। নিকোলাস ডেভিন ও ইয়ান ফ্রাইলিঙ্কের মধ্যে দ্বিতীয় উইকেটে হয় ৪২ রানের জুটি। এ সময় ৩১ বলে ২৪ রান করে বিদায় নেন ডেভিন। অধিনায়ক জেরহার্ড এরাসমাস আউট হন ১৩ রান করে। কিন্তু ফ্রাইলিঙ্ক হাল ধরে রাখেন শক্তভাবে, পাশাপাশি ম্যাচ পরিস্থিতি বিবেচনায় রেখে রানও তুলে নিচ্ছিলেন তিনি। অন্যপ্রান্তে জেজে স্মিত আউট হন ৮ রান করে।

দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ফ্রাইলিঙ্ক। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত এ অলরাউন্ডার শেষ ওভারের প্রথম বলে আউট হলে পরিস্থিতি বদলে যায়, সেটা আরও ঘোলাটে হয় মেহরান খানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে। দ্বিতীয় বলটি ডট দেন মেহরান। তৃতীয় বলে নেন জন গ্রিনের উইকেট। শেষ তিন বল খেলে আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি নামিবিয়া।

ডেভিড ভিসে ও জেরহার্ড এরাসমাসের কল্যাণে সুপার ওভারে ২১ রান করে নামিবিয়া। এর মধ্যে ভিসে একাই ১টি করে চার ও ছয় মারেন। এরাসমাস ২ বলে করেন ৮ রান। জবাবে ভিসের ওভারে ১ উইকেটে মাত্র ১০ রান করতে সক্ষম হয় ওমান। ভিসেই হন সুপারওভারের নায়ক, ম্যাচসেরাও বটে।

প্রথমে ব্যাট করতে নেমে কোনোমতে ১০৯ রান করতে সমর্থ হয় ওমান। টপঅর্ডারের তিন ব্যাটারই এদিন উইকেট ছুড়ে দিয়ে যান। দুই ওপেনারের মধ্যে কাশ্যাপ প্রজাপতি শূন্য ও নাসিম খুশি ৬ রান করে বিদায় নেন। মাঝে কাশ্যাপের মতো গোল্ডেন ডাক দেন ওয়ানডাউনে নামা আকিব ইলিয়াস। চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। কিন্তু খালিদ কাইল ও জিশান মাকসুদের ২৭ রানের জুটির পর আবার উইকেট তুলে নেয় নামিবিয়া। এ সময় ২২ রান করে জিশানকে সাজঘরে ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। আয়ান খান তখন খালিদকে সঙ্গ দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ২১ বলে ১৫ রান করে জেরহার্ড এরাসমাসের বলে ফ্রাইলিঙ্ককে ক্যাচ দেন তিনি।

মোহাম্মদ নাদিম ১০ বলে করেন মাত্র ৬ রান। এরপর দলীয় সর্বোচ্চ ৩৪ রান করা খালিদ ক্যাচ দেন বোলার ডেভিড ভিসেকে। ৩৯ বলের ইনিংসে ১টি করে চার ও ছয় হাঁকান ওমান ব্যাটার। মূলত গুটিয়ে যাওয়ার শঙ্কা দেয় তাদের। তবুও ১৯.৪ ওভারে কোনোমতে একশ’র বৈতরণী পার হতে সক্ষম হয় দলটি। শাকিল আহমেদ ১১ ও মেহরান খান করেন ৭ রান। নামিবিয়ার হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ট্রাম্পেলম্যান। ৩ উইকেট নিতে ভিসে খরচ করেন ২৮ রান। এরাসমাস ২টি ও বার্নার্দ স্কুলজ নেন ১ উইকেট।


ওমান   নামিবিয়া   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নামিবিয়া-ওমান ম্যাচ ড্র, খেলা গড়াল সুপার ওভারে

প্রকাশ: ০৯:৫৫ এএম, ০৩ জুন, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আজ দ্বিতীয় দিনের খেলায় গ্রুপ 'বি'-র প্রথম ম্যাচে সোমবার (৩ জুন) মুখোমুখি হয়েছে ওমান ও নামিবিয়া। দুই মহাদেশের দুই দলের লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে নামিবিয়ার বোলিং তোপের মুখে পড়ে কোনমতে ১০০ পার করতে সমর্থ হয়েছে ওমানের। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১০৯ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে একই অবস্থা হয়েছে নামিবিয়ারও। তারাও ১০৯ রানেই গুটিয়ে গেছে। ফলে দুই দলের নির্ধারিত ৪০ ওভারের ইনিংসে ম্যাচ ড্র হয়েছে। এখন ফলাফল নির্ধারণ হবে সুপার ওভারের মাধ্যমে।

এর আগে সোমবার (৩ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ওমানের টপঅর্ডারের তিন ব্যাটারই উইকেট ছুড়ে দিয়ে যান। দুই ওপেনারের মধ্যে কাশ্যাপ প্রজাপতি শূন্য ও নাসিম খুশি ৬ রান করে বিদায় নেন। মাঝে কাশ্যাপের মতো গোল্ডেন ডাক দেন ওয়ানডাউনে নামা আকিব ইলিয়াস। চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।

কিন্তু খালিদ কাইল ও জিশান মাকসুদের ২৭ রানের জুটির পর আবার উইকেট তুলে নেয় নামিবিয়া। এ সময় ২২ রান করে জিশানকে সাজঘরে ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। আয়ান খান তখন খালিদকে সঙ্গ দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ২১ বলে ১৫ রান করে জেরার্ড এরাসমাসের বলে ফ্রাইলিঙ্ককে ক্যাচ দেন তিনি।

মোহাম্মদ নাদিম ১০ বলে করেন মাত্র ৬ রান। এরপর দলীয় সর্বোচ্চ ৩৪ রান করা খালিদ ক্যাচ দেন বোলার ডেভিড ভিসেকে। ৩৯ বলের ইনিংসে ১টি করে চার ও ছয় হাঁকান ওমান ব্যাটার। মূলত গুটিয়ে যাওয়ার শঙ্কা দেয় তাদের। তবুও ১৯.৪ ওভারে কোনোমতে একশ’র বৈতরণী পার হতে সক্ষম হয় দলটি। শাকিল আহমেদ ১১ ও মেহরান খান করেন ৭ রান।

নামিবিয়ার হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ট্রাম্পেলম্যান। ৩ উইকেট নিতে ভিসে খরচ করেন ২৮ রান। এরাসমাস ২টি ও বার্নার্দ স্কুলজ নেন ১ উইকেট।


ওমান   নামিবিয়া   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নামিবিয়ার বোলিং তোপে ১০৯ রানে গুটিয়ে গেল ওমান

প্রকাশ: ০৮:২৪ এএম, ০৩ জুন, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আজ দ্বিতীয় দিনের খেলায় গ্রুপ 'বি'-র প্রথম ম্যাচে সোমবার (৩ জুন) মুখোমুখি হয়েছে ওমান ও নামিবিয়া। দুই মহাদেশের দুই দলের লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে নামিবিয়ার বোলিং তোপের মুখে পড়ে কোনমতে ১০০ পার করতে সমর্থ হয়েছে ওমানের। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১০৯ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস।

সোমবার (৩ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ওমানের টপঅর্ডারের তিন ব্যাটারই উইকেট ছুড়ে দিয়ে যান। দুই ওপেনারের মধ্যে কাশ্যাপ প্রজাপতি শূন্য ও নাসিম খুশি ৬ রান করে বিদায় নেন। মাঝে কাশ্যাপের মতো গোল্ডেন ডাক দেন ওয়ানডাউনে নামা আকিব ইলিয়াস। চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।

কিন্তু খালিদ কাইল ও জিশান মাকসুদের ২৭ রানের জুটির পর আবার উইকেট তুলে নেয় নামিবিয়া। এ সময় ২২ রান করে জিশানকে সাজঘরে ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। আয়ান খান তখন খালিদকে সঙ্গ দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ২১ বলে ১৫ রান করে জেরার্ড এরাসমাসের বলে ফ্রাইলিঙ্ককে ক্যাচ দেন তিনি।

মোহাম্মদ নাদিম ১০ বলে করেন মাত্র ৬ রান। এরপর দলীয় সর্বোচ্চ ৩৪ রান করা খালিদ ক্যাচ দেন বোলার ডেভিড ভিসেকে। ৩৯ বলের ইনিংসে ১টি করে চার ও ছয় হাঁকান ওমান ব্যাটার। মূলত গুটিয়ে যাওয়ার শঙ্কা দেয় তাদের। তবুও ১৯.৪ ওভারে কোনোমতে একশ’র বৈতরণী পার হতে সক্ষম হয় দলটি। শাকিল আহমেদ ১১ ও মেহরান খান করেন ৭ রান।

নামিবিয়ার হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ট্রাম্পেলম্যান। ৩ উইকেট নিতে ভিসে খরচ করেন ২৮ রান। এরাসমাস ২টি ও বার্নার্দ স্কুলজ নেন ১ উইকেট।


ওমান   নামিবিয়া   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ওমানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামিবিয়া

প্রকাশ: ০৬:৩৩ এএম, ০৩ জুন, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আজ দ্বিতীয় দিনের খেলায় গ্রুপ 'বি'-র প্রথম ম্যাচে সোমবার (৩ জুন) মুখোমুখি হয়েছে ওমান ও নামিবিয়া। দুই মহাদেশের দুই দলের লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হয় ভোর ৬টা ৩০ মিনিটে।

টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে নামিবিয়া। ২০২১ বিশ্বকাপে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। অনেক দলকে তারা চমকে দিয়েছে। আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল।

এদিকে ওমানও তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। গত এপ্রিলে নামিবিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেছিল ওমান। যদিও সেই সিরিজটি ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

নামিবিয়া একাদশ
মাইকেল ভ্যান লিঙ্গেন, নিকোলাস ডেভিন, জ্যান ফ্রাইলঙ্ক, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), মালান ক্রুগার, জেজে স্মিট, ডেভিড উইজ, জেন গ্রিন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি

ওমান একাদশ    
কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি, আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, খালিদ কাইল, আয়ান খান, মোহাম্মদ নাদিম, মেহরান খান, শাকিল আহমেদ, কলিমুল্লাহ, বিলাল খান

ওমান   নামিবিয়া   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা করল ক্যারিবীয়ানরা

প্রকাশ: ১২:০৮ এএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। যেখানে টস হেরে আগে ব্যাট করে ক্যারিবীয়দের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছিল পাপুয়া নিউগিনি।

জবাবে লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে ক্যারিবীয়ানরা।


পাপুয়া নিউগিনি   ওয়েস্ট ইন্ডিজ   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন