ওয়ার্ল্ড ইনসাইড

কত লম্বা হয় মানুষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2018


Thumbnail

অনেকেই উচ্চতা নিয়ে চিন্তিত। পাশের দীর্ঘকায় বন্ধুটির দিকে তাকিয়ে চিন্তা করেছেন ওর মতো না হোক আর একটু যদি লম্বা হতাম। লম্বা হলে কিছু সুবিধা পাওয়া যায় বৈকি। আবার অনেক অসুবিধাও আছে। যেমন হাটুতে ব্যাথা, ব্যাক পেইন সহ নানা শারীরিক সমস্যা। লম্বা মানুষের আয়ুও নাকি কম। পৃথিবীতে এমন মানুষও আছেন যারা মাত্রাতিরিক্ত লম্বা। আর শুধু উচ্চতা দিয়েই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন অনেকেই। তবে চলুন জেনে নেওয়া যাক এমনই ১০ জন ব্যাক্তি সম্পর্কে। 

১। রবার্ট পারসিং ওয়াডলো (Robert Pershing Wadlow)


রবার্ট পারসিং ওয়াডলো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তিনি ৮ ফুট ১১ দশমিক ১ ইঞ্চি দীর্ঘ ছিলেন। তাকে তাঁর শহরের নামে এল্টন জায়ান্ট (Alton Giant) নামে সবাই ডাকতো । তার হাত দুটো এতটাই লম্বা ছিল যে তিনি সহজেই ২ লিটারের একটি কোকের বোতল লুকিয়ে রাখতে পারতেন। মৃত্যুর সময় তার ওজন ছিলো ২২০ কেজি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার উচ্চতা বেড়েছে।

২। জন রোগান (John Rogan)


জন রোগান এখন পর্যন্ত আফ্রো-আমেরিকানদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট সাড়ে ৯ ইঞ্চি। ১৩ বছর বয়সে তিনি এয়াঙ্কিলোসিস রোগে আক্রান্ত হন। এতে তিনি চলা ফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। উচ্চতা এত বেশি হওয়ার পরও তার ওজন ছিল মাএ ৭৯ কেজি। তিনি ১৯০৫ সালে মৃত্যুবরন করেন।

৩। লিওনিড ইভানোভিচ স্ট্যাডিক (Leonid Ivanovych Stadnyk)


লিওনিড ইভানোভিচ স্ট্যাডিক গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস ২০০৮ অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ। তাঁর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১৪ বছর বয়সে মাথায় একটি অপারেশন হলে তার উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধি পেতে শুরু করে।

৪। ভাইনো মাইলিরিরিন (Vaino Myllyrinne)


ভাইনো মাইলিরিরিন টানা তিন বছর বিশ্বের সব থেকে দীর্ঘ মানুষ ছিলেন। মাত্র ২১ বছর বয়সে তার উচ্চতা ছিল ৭ ফুট ৩.৫ ইঞ্চি। আর ওজন ১৯৭ কেজি। আবার চল্লিশ বছর বয়েওসে তিনি আবার লম্বা হতে শুরু করেন। সব শেষ তার উচ্চতা গিয়ে ঠেকে ৮ ফুট ১ ইঞ্চি।

৫। গাব্রিয়েল এস্তোভো মঞ্জেন (Gabriel Estêvão Monjane)


গাব্রিয়েল এস্তোভো মঞ্জেন এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে লম্বা ব্যক্তি। জন্মের পরপরই তার উচ্চতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে থাকে। মাত্র ১৭ বছর বয়সে তার উচ্চতা গিয়ে দাড়ায় ৭ ফুট ১০ ইঞ্চিতে। তখন সে একটি স্থানীয় সার্কাস দলে যোগ দেয়। সেখানে তার উচ্চতা বলা হতো ৮ ফুট ৩ ইঞ্চি। ১৯৮৭ সালে আনুষ্ঠানিক ভাবে মাপা হয় ৮ ফুট পৌনে ১ ইঞ্চি।

৬। সুলেইমান আলী নাশনাশ (Suleiman Ali Nashnush)


সুলেইমান আলী নাশনাশ এজন লিবিয়ান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা। ১৯৬০ সালে তার অস্বাভাবিক উচ্চতার জন্য একটি অপারেশন করতে হয়। আজীবন তিনি লিবিয়ার জন্য খেলে গেছেন।

৭। সুলতান কসেন (Sultan Kosen)


সুলতান কসেন তুরস্কের বাস্কেটবল খেলোয়াড়। তিনি কোমরে সমস্যার কারনে সোজা হয়ে দাড়াতে পারতেন না। অস্ত্রপাচারের পর তার উচ্চতা দাড়ায় ৮ ফুট ১ ইঞ্চি।

৮। বাও সিহুন (Bao Xishun)


বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃতি পেয়েছিলেন। তাঁর উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি। তিনি ২০০৬ আলে তাঁর সুদীর্ঘ হাত দিয়ে দুটি ডলফিনের পেট থেকে প্লাস্টিক অপসারণকরেছিলেন।  ডলফিন দুটি ভুল করে প্লাস্টিকগুলো খেয়ে ফেলে। এতে ডলফিন দুটির পেটে গন্ডগোল দেখা দেয়।

৯। সুন মিং-মিং (Sun Ming-Ming) ৭ ফুট ৯ ইঞ্চি


সুন মিং-মিংকে বলা হয় বিশ্বের সবচেয়ে লম্বা বাস্কেটবল খেলোয়াড়।তিনি একজন  বাস্কেটবল খেলোয়াড়। ২০০৫ সালে তিনি জানতে পারেন, তার একটি ব্রেন টিউমার আছে। আর এটি তার পিটুইটারি গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত থাকার কারনে গ্রোথ হরমন বেশী উৎপন্ন হচ্ছে। তাঁর উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি।

১০। রি মাইুং হুন (Ri Myung Hun)


রি মাইুং হুন কোরিয়ান নেশনাল বাস্কেটবল টিমের প্রাক্তন খেলোয়াড়। ৭ ফুট সাড়ে ৮ ইঞ্চি উচ্চতার এই মানুষটি ১৯৬৭ থেকেই অনেকটা নিভৃতে জীনবযাপন করতেন। তাকে সর্বশেষ দেখা গেছে কিম জং লির শেষকৃত্যে দেখা গিয়েছিল। 

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭