ওয়ার্ল্ড ইনসাইড

কত লম্বা হয় মানুষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৬ পিএম, ২৪ মার্চ, ২০১৮


Thumbnail

অনেকেই উচ্চতা নিয়ে চিন্তিত। পাশের দীর্ঘকায় বন্ধুটির দিকে তাকিয়ে চিন্তা করেছেন ওর মতো না হোক আর একটু যদি লম্বা হতাম। লম্বা হলে কিছু সুবিধা পাওয়া যায় বৈকি। আবার অনেক অসুবিধাও আছে। যেমন হাটুতে ব্যাথা, ব্যাক পেইন সহ নানা শারীরিক সমস্যা। লম্বা মানুষের আয়ুও নাকি কম। পৃথিবীতে এমন মানুষও আছেন যারা মাত্রাতিরিক্ত লম্বা। আর শুধু উচ্চতা দিয়েই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন অনেকেই। তবে চলুন জেনে নেওয়া যাক এমনই ১০ জন ব্যাক্তি সম্পর্কে। 

১। রবার্ট পারসিং ওয়াডলো (Robert Pershing Wadlow)


রবার্ট পারসিং ওয়াডলো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তিনি ৮ ফুট ১১ দশমিক ১ ইঞ্চি দীর্ঘ ছিলেন। তাকে তাঁর শহরের নামে এল্টন জায়ান্ট (Alton Giant) নামে সবাই ডাকতো । তার হাত দুটো এতটাই লম্বা ছিল যে তিনি সহজেই ২ লিটারের একটি কোকের বোতল লুকিয়ে রাখতে পারতেন। মৃত্যুর সময় তার ওজন ছিলো ২২০ কেজি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার উচ্চতা বেড়েছে।

২। জন রোগান (John Rogan)


জন রোগান এখন পর্যন্ত আফ্রো-আমেরিকানদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট সাড়ে ৯ ইঞ্চি। ১৩ বছর বয়সে তিনি এয়াঙ্কিলোসিস রোগে আক্রান্ত হন। এতে তিনি চলা ফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। উচ্চতা এত বেশি হওয়ার পরও তার ওজন ছিল মাএ ৭৯ কেজি। তিনি ১৯০৫ সালে মৃত্যুবরন করেন।

৩। লিওনিড ইভানোভিচ স্ট্যাডিক (Leonid Ivanovych Stadnyk)


লিওনিড ইভানোভিচ স্ট্যাডিক গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস ২০০৮ অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ। তাঁর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১৪ বছর বয়সে মাথায় একটি অপারেশন হলে তার উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধি পেতে শুরু করে।

৪। ভাইনো মাইলিরিরিন (Vaino Myllyrinne)


ভাইনো মাইলিরিরিন টানা তিন বছর বিশ্বের সব থেকে দীর্ঘ মানুষ ছিলেন। মাত্র ২১ বছর বয়সে তার উচ্চতা ছিল ৭ ফুট ৩.৫ ইঞ্চি। আর ওজন ১৯৭ কেজি। আবার চল্লিশ বছর বয়েওসে তিনি আবার লম্বা হতে শুরু করেন। সব শেষ তার উচ্চতা গিয়ে ঠেকে ৮ ফুট ১ ইঞ্চি।

৫। গাব্রিয়েল এস্তোভো মঞ্জেন (Gabriel Estêvão Monjane)


গাব্রিয়েল এস্তোভো মঞ্জেন এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে লম্বা ব্যক্তি। জন্মের পরপরই তার উচ্চতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে থাকে। মাত্র ১৭ বছর বয়সে তার উচ্চতা গিয়ে দাড়ায় ৭ ফুট ১০ ইঞ্চিতে। তখন সে একটি স্থানীয় সার্কাস দলে যোগ দেয়। সেখানে তার উচ্চতা বলা হতো ৮ ফুট ৩ ইঞ্চি। ১৯৮৭ সালে আনুষ্ঠানিক ভাবে মাপা হয় ৮ ফুট পৌনে ১ ইঞ্চি।

৬। সুলেইমান আলী নাশনাশ (Suleiman Ali Nashnush)


সুলেইমান আলী নাশনাশ এজন লিবিয়ান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা। ১৯৬০ সালে তার অস্বাভাবিক উচ্চতার জন্য একটি অপারেশন করতে হয়। আজীবন তিনি লিবিয়ার জন্য খেলে গেছেন।

৭। সুলতান কসেন (Sultan Kosen)


সুলতান কসেন তুরস্কের বাস্কেটবল খেলোয়াড়। তিনি কোমরে সমস্যার কারনে সোজা হয়ে দাড়াতে পারতেন না। অস্ত্রপাচারের পর তার উচ্চতা দাড়ায় ৮ ফুট ১ ইঞ্চি।

৮। বাও সিহুন (Bao Xishun)


বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃতি পেয়েছিলেন। তাঁর উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি। তিনি ২০০৬ আলে তাঁর সুদীর্ঘ হাত দিয়ে দুটি ডলফিনের পেট থেকে প্লাস্টিক অপসারণকরেছিলেন।  ডলফিন দুটি ভুল করে প্লাস্টিকগুলো খেয়ে ফেলে। এতে ডলফিন দুটির পেটে গন্ডগোল দেখা দেয়।

৯। সুন মিং-মিং (Sun Ming-Ming) ৭ ফুট ৯ ইঞ্চি


সুন মিং-মিংকে বলা হয় বিশ্বের সবচেয়ে লম্বা বাস্কেটবল খেলোয়াড়।তিনি একজন  বাস্কেটবল খেলোয়াড়। ২০০৫ সালে তিনি জানতে পারেন, তার একটি ব্রেন টিউমার আছে। আর এটি তার পিটুইটারি গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত থাকার কারনে গ্রোথ হরমন বেশী উৎপন্ন হচ্ছে। তাঁর উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি।

১০। রি মাইুং হুন (Ri Myung Hun)


রি মাইুং হুন কোরিয়ান নেশনাল বাস্কেটবল টিমের প্রাক্তন খেলোয়াড়। ৭ ফুট সাড়ে ৮ ইঞ্চি উচ্চতার এই মানুষটি ১৯৬৭ থেকেই অনেকটা নিভৃতে জীনবযাপন করতেন। তাকে সর্বশেষ দেখা গেছে কিম জং লির শেষকৃত্যে দেখা গিয়েছিল। 

বাংলা ইনসাইডার/জেডএ



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের খোঁচায় বাইডেন, মাদক পরীক্ষার দাবি

প্রকাশ: ১০:৩৪ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী ২৭ জুন প্রথম দফায় বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ বিতর্কের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাদক নিচ্ছেন কি না, তা পরীক্ষার দাবি করেছেন ট্রাম্প। গত শুক্রবার মিনেসোটায় দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তাঁর বক্তব্যে এ দাবি করেন।

গত মার্চে বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ উল্লেখ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট মাদক পরীক্ষার দাবি তোলেন। তিনি বলেন, স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের সময় বাইডেন যেন ঘুড়ির মতো উড়ছিলেন। তিনি বলেন, ‘আমি এই ব্যক্তির সঙ্গে বিতর্কে অংশ নিতে চাই। কিন্তু তার আগে আমি তাঁর মাদক পরীক্ষা করার দাবি করব।’ ট্রাম্প অবশ্য নিজে এ পরীক্ষা করাবেন কি না, তা বলেননি।

স্টেট অব দ্য ইউনিয়নের দীর্ঘ ভাষণের সময় ৮১ বছর বয়সী বাইডেন জোরে ও দ্রুত কথা বলছিলেন। ওই বক্তব্যের পর রিপাবলিকানদের ডক্টরস ককাসের কো-চেয়ার গ্রেগ মারফি বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। ৭৭ বছর বয়সী ট্রাম্পের পক্ষ থেকে অবশ্য বাইডেনের মাদক পরীক্ষা চাওয়ার বিষয়টি নতুন নয়।

এর আগে, ২০২০ সালে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়, ডেমোক্র্যাটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না। তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের আগে তাই তাঁর মাদক পরীক্ষা করার দাবি করেছিলেন। অবশ্য ওই সময় ট্রাম্প বা বাইডেন কেউই মাদক পরীক্ষা করাননি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ২৭ জুন এবং ১০ সেপ্টেম্বরের দুই বিতর্ক অত্যন্ত উত্তেজনাকর মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। বিতর্কটি উপস্থাপনা করবেন জেক ট্যাপার ও ডানা ব্যাশ। ট্রাম্প অবশ্য জেক ট্যাপারের ব্যাপক সমালোচনা করেছেন।

মার্কিন নির্বাচন সামনে রেখে দ্বিতীয় বিতর্কটির আয়োজন করছে সংবাদমাধ্যম এবিসি। আগামী ১০ সেপ্টেম্বর এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে অংশ নেওয়ার জন্য ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়। দুই প্রার্থীই সে আমন্ত্রণ গ্রহণ করেছেন।


যুক্তরাষ্ট্র   প্রেসিডেন্ট নির্বাচন   ডোনাল্ড ট্রাম্প   জো বাইডেন  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বাড়িতে বসেই ভোট দিলেন মনমোহন সিং

প্রকাশ: ০৮:২৯ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ভারতে চলছে লোকসভার নির্বাচন। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে আগামী ১ জুন পর্যন্ত। এবারের নির্বাচনে দেশটির বৃদ্ধ নাগরিকরা বাড়ি থেকে ভোট দিচ্ছেন। তারই অংশ হিসেবে বাড়িতে বসে ভোট দিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে ভোট দিয়ে নিজের হাতের আঙ্গুলের কালি দেখাচ্ছেন তিনি। তবে ছবিটিতে মনমোহনকে দেখে শুরুতে চেনাই যাচ্ছিল না।

বৃদ্ধ বয়সের পুরো ছাপ পড়েছে তার শরীরে। ৯২ বছর বয়সী মনমোহন বয়সের ভারে যেন নুয়ে পড়ছেন। তবে তা সত্ত্বেও নিজের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি লিখেছেন, ৯২ বছর বয়সেও নিজের ভোট দিচ্ছেন মনমোহন। তাকে দেখে তরুণদের অনুপ্রাণিত হওয়া উচিত।

এদিকে বৃহস্পতিবার (১৬ মে) থেকে দিল্লির প্রধান নির্বাচনী কর্মকর্তা বাড়ি থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। এই প্রক্রিয়ায় ভোট দিচ্ছেন বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা। এটি আগামী ২৪ মে পর্যন্ত চলবে।


ভোট   মনমোহন সিং  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

আট মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এয়ারলাইনস

প্রকাশ: ০৬:৪১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

কর্মীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে বিশ্বের সেরা বিমান কোম্পানি সিঙ্গাপুর এয়ারলাইনস। সিএনএনের সংবাদে বলা হয়েছে, যে মানদণ্ড তারা স্থাপন করেছে, তার উচ্চতা অনেক বেশি।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত সিঙ্গাপুর এয়ারলাইনসের এক কর্মী। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী সিএনএনকে এ তথ্য দিয়েছেন যে, ভালো মুনাফা করার কারণে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ তার কর্মীদের আট মাসের বেতনের সমান বোনাস দেবে। কারণ হিসেবে তিনি বলেছেন, এ তথ্য জনসমক্ষে প্রকাশিত হওয়ার নয়।

এ বিষয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

গত বুধবার ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সেখানে তারা বলেছে, সেই অর্থবছরে বিমান সংস্থাটি ১৯৮ কোটি ডলার নিট মুনাফা করেছে।

আয়ের বিবরণীতে সিঙ্গাপুর এয়ারলাইনস বলেছে, উত্তর এশিয়ার দেশগুলো, যেমন চীন, হংকং, জাপান ও তাইওয়ানের মতো দেশ মহামারির পর তাদের সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে। সে কারণে এসব দেশে ভ্রমণ বেড়েছে। মানুষের ভ্রমণ বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইনসও বড় অঙ্কের মুনাফা করেছে।

সিঙ্গাপুর এয়ারলাইনস গত অর্থবছরের জন্য স্ক্রাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ডস প্রণীত ক্রমতালিকায় বিশ্বের সেরা বিমান সংস্থার পুরস্কার পেয়েছে। সংস্থাটির প্রণীত ক্রমতালিকায় গত ২৩ বছরের মধ্যে এ নিয়ে পঞ্চমবার তারা শীর্ষস্থান পেয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা গোহ চুন ফং বলেছেন, প্রতিষ্ঠানটির সব কর্মী নিরন্তর কাজ করায় এ সাফল্য অর্জিত হয়েছে। তাঁদের এই শ্রম–ঘামের কারণে মহামারির পর সিঙ্গাপুর এয়ারলাইনস বাজারে খুব ভালোভাবে ফিরে আসতে পেরেছে।

তবে শুধু সিঙ্গাপুর এয়ারলাইনস নয়, আরও বেশ কয়েকটি এয়ারলাইনস কর্মীদের উদার হস্তে বোনাস দিচ্ছে। জানা গেছে, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইনস তার কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমপরিমাণ বোনাস দিচ্ছে। সিএনএন তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা মন্তব্য করতে রাজি হয়নি।

আয় বিবরণীতে সিঙ্গাপুর এয়ারলাইনস অবশ্য বলেছে, আগামী অর্থবছরে ব্যবসার জগতে আরও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। তারা বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা, সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও সরবরাহব্যবস্থায় নানা ধরনের বাধা বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

মহামারির সময় মানুষের যাতায়াতে বিধিনিষেধের কারণে বিমান সংস্থাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। সেই বাস্তবতা এখন আর নেই। বিধিনিষেধ প্রায় সবই উঠে গেছে। ফলে বিমান পরিবহন সংস্থাগুলোও বড় অঙ্কের মুনাফার মুখ দেখছে।


সিঙ্গাপুর এয়ারলাইনস   সিএনএন সংবাদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

প্রকাশ: ০৬:২৪ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও রয়েছেন। নিহতরা জাবালিয়ার আল-ফালুজা নামক একটি এলাকায় পানি আনতে গিয়েছিলেন।

এক প্রত্যক্ষদর্শী হামলার ব্যাপারে বলেন, “আমরা ফালুজা থেকে বাস্তুচ্যুত হয়েছিলাম, যেটিকে নিরাপদ স্থান হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু হঠাৎ করে ইসরায়েলিরা সেখানে গোলা ছুড়েছে। আমরা জানি না কোথায় যাব।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত কয়েকদিন ধরে জাবালিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। স্থল হামলা ছাড়াও বিমান থেকে প্রতিনিয়ত সেখানে বোমা ফেলছে তারা।

গাজার মধ্যে যেসব শরণার্থী শিবির রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো জাবালিয়া। যুদ্ধের আগে এখানে হাজার হাজার মানুষ থাকতেন। এখনো শরণার্থী শিবিরটিতে অসংখ্য মানুষ রয়েছেন।


ইসরায়েল   ফিলিস্তিন  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে ভূমিধসে ৫০ জন নিহত

প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে হড়কা বান-ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ওই প্রদেশের পুলিশ।

শনিবারের বিবৃতিতে ঘোর প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল রহমান বাদ্রি বলেন, ‘শুক্রবারের হড়কা বান-ভূমিধসে প্রদেশে অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন আরও অনেকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।’

বিবৃতিতে আবদুল রহমান বাদ্রি আরও জানান, শুক্রবারের হড়কা বানে প্রায় ২ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস এবং আরও কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েক হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে, শত শত একর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে, শতাধিক সেতু ও কালভার্ট ধ্বংস হয়েছে এবং হাজার হাজার গাছ উপড়ে গেছে। 

বানের পানি, বাড়িঘর-গাছ-পাথরের ধ্বংসস্তূপ জমা হয়ে প্রদেশের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।


আফগানিস্তান   ভূমিধস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন