ইনসাইড বাংলাদেশ

আসছে যুক্তরাষ্ট্রের নতুন চাপ


প্রকাশ: 12/03/2024


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নতুন করে চাপ দিতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুনানির মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করে এমন পাঁচটি দেশের বিষয়ে শুনানি গত সোমবার ভার্চুয়ালি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। যাকে সংক্ষেপে বলা হয়, ইউএসআইটিসি। প্রায় চার ঘণ্টার এই শুনানিতে বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অবস্থা, শ্রমিক স্বার্থ এবং প্রস্তাবিত নতুন শ্রম আইন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অনুরোধে বাংলাদেশ সহ পাঁচ দেশ নিয়ে তদন্ত শুরু করেছে ইউএসআইটিসি। কিভাবে এই দেশগুলো মার্কিন পোশাক শিল্পের বাজারে এত বড় অংশ দখল করে রেখেছে তা তথ্য অনুসন্ধান করে দেখবে কমিশন। এই পাঁচ দেশের কেউ অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাজার দখল করেছে কিনা তা খুঁজে বের করার প্রধান উদ্দেশ্য। 

বাংলাদেশের রপ্তানির প্রধান খাত হলো গার্মেন্টস খাত। আর এই গার্মেন্টস খাতের সবচেয়ে বড় বাজারগুলোর একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন যখন বাংলাদেশের পোশাক রপ্তানি নিয়ে মার্কিন প্রশ্নের মুখে বাংলাদেশ পড়েছে, তখন এটি এক ধরনের চাপ। সামনের দিনগুলোতে যদি এ নিয়ে ইউএসআইটিসি কোনো ব্যবস্থা গ্রহণ করে সেটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয় হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন যে, এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম আইন, শ্রম নীতি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এবং এ ব্যাপারে তাদের কোন সুনির্দিষ্ট অবস্থান থাকলে সেটা তারা জানাবেন। এতে উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। 

তবে শুধু যে গার্মেন্টস খাত নিয়ে ইউএসআইটিসির তদন্তের মুখে বাংলাদেশ পড়েছে, বিষয়টি এমন না। পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে বাংলাদেশ চাপের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ড. ইউনূস ইস্যুটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে সোচ্চার হতে পারে বলে কোন কোন মহল মনে করছেন। ড. ইউনূস ইতোমধ্যে আদালতের কাছে বিদেশে যাওয়ার একটা আবেদন করেছেন এবং তার সম্ভাব্য গন্তব্যস্থল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে নানা রকম অপপ্রচার করা শুরু করতে পারেন। ইতোমধ্যে ড. ইউনূস দেশে এখন বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে প্রকাশ্য প্রচারণায় নেমেছেন। আন্তর্জাতিক মহলকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি এ ব্যাপারে আরও প্রচলিত করবেন বলে অনেকে মনে করছেন। ফলে ইউনূস ইস্যুতে সরকারের ওপর নতুন চাপ আসতে পারে বলে
অনেকেই মনে করছেন। 

তাছাড়া সরকার বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র ছেড়েছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই দরপত্র গ্রহণ করা হবে। এই দরপত্রে ৫৫টি প্রতিষ্ঠানকে সরকার অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ২৪ ব্লকে ভাগ করা এই দরপত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের আগ্রহ রয়েছে। একাধিক মার্কিন কোম্পানি এই দরপত্রে অংশগ্রহলে আগ্রহী। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর গণতন্ত্র এবং অন্যান্য বিষয়গুলো সামনে এনে এক ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন। সামনের দিনগুলোতে এ রকম ইস্যুগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ বাংলাদেশের ওপর নতুন করে আসতে পারে বলে অনেকে মনে করছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭