ইনসাইড বাংলাদেশ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ফিসারিতে আগুন


প্রকাশ: 03/04/2024


Thumbnail

কিশোরগঞ্জে মাছ চাষের ফিসারিতে আগুন দিয়ে মাছ ধরার নৌকা ও থাকার ঘর পুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় শরিফ নামে এক ব্যক্তির ফিসারিতে এ আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

জানা যায়, ফিসারি মালিক চর শোলাকিয়া এলাকার বাসিন্দা। শরিফের সাথে মহিনন্দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম এর সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য খোকন ফিসারি মালিক শরিফকে ফিসারিতে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়।

 

এরই জের ধরে সাবেক ইউপি সদস্য খোকন ফিসারির থাকার ঘরে ও মাছ ধরার নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ফিসারি মালিক শরিফ।

 

ফিসারি মালিক শরিফ অভিযোগ করে বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য খোকন আমার ফিসারিতে থাকার ঘরে ও মাছ ধরার নৌকায় আগুন লাগিয়ে দিয়েছে। এতে আমার ঘরসহ ঘরে থাকা মাছ ধরার জাল,মাছের খাবার,বিভিন্ন পাত্র, কার্পেট পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়া মাছ ধরার নৌকাটিও পুড়ে গেছে। এতে আমার ৪-৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।’

 

স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, শরিফের ফিসারির পাসের ফিসারিটি আমার। মঙ্গলবার (২ এপ্রিল) রাত প্রায় ২ টায় লোক মাধ্যমে খবর পাই কে বা কারা যেন ফিসারিতে আগুন দিয়েছে। পরে এসে দেখি ঘর ও ঘরে থাকা জিনিসপত্র ও মালামাল সহ মাছ ধরার নৌকাটি পুড়ে ছাই হয়ে গেছে।’

 

এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শরীফ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭