ওয়ার্ল্ড ইনসাইড

সামরিক ব্যয়ে শীর্ষ ১০ দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

সামরিক বাহিনী যেকোনো দেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর মধ্যে দিন দিন প্রতিযোগিতা বেড়েই চলেছে। ক্ষমতাধর দেশগুলো একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে তাদের সামরিক শক্তি। নিজেদের প্রতিরক্ষার জন্যে তারা প্রতিনিয়ত সামরিক শক্তি সমৃদ্ধ করছে, ব্যয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ ১০টি দেশের কথা জানবো আজ-

যুক্তরাষ্ট্র

সামরিক শক্তি এবং খরচের দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে। যুক্তরাষ্ট্রের মোট সাড়ে ৩২ কোটির বেশি জনসংখ্যার মধ্যে মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ২০ লাখ ৮৩ হাজার। এদের মধ্যে সক্রিয়  রয়েছে প্রায় ১২ লাখ ৮২ হাজার এবং রিজার্ভ ৮০ হাজারের ওপরে। এদের মোট এয়ারক্রাফট ১৩ হাজার তিনশো ৬২ টি। এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট উনিশশো ৬২, অ্যাটাক এয়ারক্রাফট দুই হাজার আটশো ৩০, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৫ হাজার ২৪৮, ট্রেইনার এয়ারক্রাফট দুই হাজার আটশো ছাপান্ন। হেলিকপ্টার আছে পাঁচ হাজার সাতশো ৫৮, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৯৭৩ টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ৫ হাজার ৮৮৪, আর্মড ফাইটিং বাহন রয়েছে ৩৮ হাজার ৮২২, সেলফ প্রপেলড আর্টিলারি ৯৫০, রকেট প্রজেক্টর ১ হাজার ১৯৭ টি।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ৪১৫। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ২০, ফ্রিজেট ১০, ডেসট্রয়ারস ৬৫, সাবমেরিন ৬৬, পেট্রোল ক্র্যাফট ১৩, মাইন ওয়ারফেয়ার ভেসেল ১১।

চীন

চীনের বিশাল জনগোষ্ঠীর সামরিক বাহিনী বিশ্বে ব্যয়ের দিক থেকে দ্বিতীয় এবং শক্তির দিক থেকে তৃতীয়। এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ২৬ লাখ ৯৩ হাজার। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ২১ লাখ ৮৩ হাজার এবং রিজার্ভ ৫ লাখ ১০ হাজার। এদের মোট এয়ারক্রাফট ৩ হাজার ৩৫। এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ১ হাজার ২৫ টি, অ্যাটাক এয়ারক্রাফট ১ হাজার ৫২৭,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৭২২, ট্রেইনার এয়ারক্রাফট ৩৫৩। হেলিকপ্টার আছে পাঁচ হাজার ৯৮৫, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ২৮১।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ৭ হাজার ৭১৬, আর্মড ফাইটিং বাহন রয়েছে ৯ হাজার, সেলফ প্রপেলড আর্টিলারি ২ হাজার, রকেট প্রজেক্টর ২ হাজার ৫০ টি।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ৭১৪টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার একটি, ফ্রিজেট ৫০, ডেসট্রয়ারস ২৯, সাবমেরিন ৭৩, পেট্রোল ক্র্যাফট ২২০, মাইন ওয়ারফেয়ার ভেসেল ২৯।

সৌদি আরব

সৌদি আরবের সামরিক বাহিনী বিশ্বে ব্যয়ের দিক থেকে তৃতীয় এবং শক্তির দিক থেকে ২৬। জনসংখ্যা প্রায় সাড়ে আটাশ কোটি, এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ২ লাখ ৫৬ হাজার। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ২ লাখ ৩১ হাজার এবং রিজার্ভ ২৫ হাজার। এদের মোট এয়ারক্রাফট ৮৪৪। এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ২০৩টি, অ্যাটাক এয়ারক্রাফট ২৮৪,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ২১১, ট্রেইনার এয়ারক্রাফট ২৪৪। হেলিকপ্টার আছে ২৫৪ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ২২টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ১ হাজার ১৪২টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে প্রায় সাড়ে ৫ হাজার, সেলফ প্রপেলড আর্টিলারি ৫২৪, রকেট প্রজেক্টর ৩২২।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ৫৫টি।  ফ্রিজেট ৭, করভেটস ৪, পেট্রোল ক্র্যাফট ১১, মাইন ওয়ারফেয়ার ভেসেল ৩।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যর সামরিক বাহিনী বিশ্বে ব্যয়ের দিক থেকে চতুর্থ এবং শক্তির দিক থেকে ষষ্ঠ। সাড়ে ৬৪ কোটির উপরে জনসংখ্যার এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ২ লাখ ৮০ হাজার। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ১ লাখ ৯৭ হাজার ৭৩০ এবং রিজার্ভ ৮১ হাজার ৫০০। এদের মোট এয়ারক্রাফট ৮৪৪। এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ১০৩টি, অ্যাটাক এয়ারক্রাফট ১৪৩,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ২৯৭, ট্রেইনার এয়ারক্রাফট ৩৪২। হেলিকপ্টার আছে ৩৩৩ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৪৯টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ২২৭টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে প্রায় সাড়ে ৫ হাজার, সেলফ প্রপেলড আর্টিলারি ৮৯, রকেট প্রজেক্টর ৩৫।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ৭৬টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটি, ফ্রিজেট ১৩, ডেসট্রয়ারস ৬, সাবমেরিন ১০, পেট্রোল ক্র্যাফট ২১, মাইন ওয়ারফেয়ার ভেসেল ১৩।

ভারত

বিশাল জনসংখ্যার এই দেশের সামরিক বাহিনী বিশ্বে ব্যয়ের দিক থেকে পঞ্চম এবং শক্তির দিক থেকে চতুর্থ। এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ৪ কোটি ২ লাখ ৭ হাজার ২৫০। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ১ কোটি ৩৬ লাখ ২ হাজার ৫০০ এবং রিজার্ভ ২ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৭৫০। এদের মোট এয়ারক্রাফট দুই হাজার ১৮৫, এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ৫৯০টি, অ্যাটাক এয়ারক্রাফট ৮০৪,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৭০৮, ট্রেইনার এয়ারক্রাফট ২৫১। হেলিকপ্টার আছে ৭২০ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ১৫টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ৪ হাজার ৪২৬টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে প্রায় সাড়ে ৩ হাজার ১৪৭, সেলফ প্রপেলড আর্টিলারি ১৯০, রকেট প্রজেক্টর ২৬৬।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ২৯৫টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ১টি, ফ্রিজেট ১৪, ডেসট্রয়ারস ১১, করভেটস ২২, সাবমেরিন ১৬, পেট্রোল ক্র্যাফট ১৩৯, মাইন ওয়ারফেয়ার ভেসেল ৪।

রাশিয়া

জনসংখ্যায় রাশিয়া যথেষ্ট সমৃদ্ধ, ১৪২ কোটিরও বেশি। এই দেশের সামরিক বাহিনী বিশ্বে ব্যয়ের দিক থেকে ষষ্ঠ এবং শক্তির দিক থেকে দ্বিতীয়।  এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ৩ কোটি ৫৮ লাখ ৬ হাজার ১২৮। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ১ কোটি ১৩ হাজার ৬২৮ এবং রিজার্ভ ২ কোটি ৫৭ লাখ ২ হাজার ৫০০। এদের মোট এয়ারক্রাফট ৩ হাজার ৯১৪, এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ৮১৮ টি, অ্যাটাক এয়ারক্রাফট ১ হাজার ৪১৬,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ১ হাজার ৫২৪, ট্রেইনার এয়ারক্রাফট ৪১৪। হেলিকপ্টার আছে ১ হাজার ৪৫১ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৫১১ টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ২০ হাজার ৩০০টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে প্রায় সাড়ে ২৭ হাজার ৪০০, সেলফ প্রপেলড আর্টিলারি ৫ হাজার ৯৭০, রকেট প্রজেক্টর ৩ হাজার ৮১৬।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ৩৫২টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ১টি, ফ্রিজেট ৯, ডেসট্রয়ারস ১৩, করভেটস ৭৮, সাবমেরিন ৬২, পেট্রোল ক্র্যাফট ৬২, মাইন ওয়ারফেয়ার ভেসেল ৪৭।

জার্মানি

প্রায় সাড়ে আশি কোটি এর জনসংখ্যা। এই দেশের সামরিক বাহিনী বিশ্বে ব্যয়ের দিক থেকে সপ্তম এবং শক্তির দিক থেকে দশম। এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ২ লাখ ৮ হাজার ৬৪১। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪১ এবং রিজার্ভ ৩০ হাজার। এদের মোট এয়ারক্রাফট দুই হাজার ৭১৪, এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ৯৪, অ্যাটাক এয়ারক্রাফট ১৮১,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৩৮১, ট্রেইনার এয়ারক্রাফট ৫২। হেলিকপ্টার আছে ৩৮৪ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৫৮ টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ৪৩২টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে প্রায় সাড়ে ৪ হাজার ৬২০, সেলফ প্রপেলড আর্টিলারি ১২৩, রকেট প্রজেক্টর ৩৮।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ৮১ টি।  এর মধ্যে ফ্রিজেট ১০, করভেটস ৫, সাবমেরিন ৬, মাইন ওয়ারফেয়ার ভেসেল ১২।

জাপান

জাপানের জনসংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি। সামরিক শক্তি এবং খরচে এই দেশ অষ্টম স্থানে। এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৪৫৭। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ২ লাখ ৪৭ হাজার ১৫৭ এবং রিজার্ভ ৬৩ হাজার ৩০০। এদের মোট এয়ারক্রাফট ১ হাজার ৫০৮, এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ২৯০ টি, অ্যাটাক এয়ারক্রাফট ২৯০,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৪৮৬, ট্রেইনার এয়ারক্রাফট ৪০৪। হেলিকপ্টার আছে ৬২২ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৮৪ টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ৬৭৯ টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে ৩ হাজার ১৭৮, সেলফ প্রপেলড আর্টিলারি ২০২, রকেট প্রজেক্টর ৯৯।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ১৩১ টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ৪টি, ডেসট্রয়ারস ৩৬, করভেটস ৬, সাবমেরিন ১৭, পেট্রোল ক্র্যাফট ৬, মাইন ওয়ারফেয়ার ভেসেল ২৫।

ফ্রান্স

ফ্রান্সের জনসংখ্যা ৬৭ কোটির উপরে। সামরিক খরচে এর অবস্থান নবম হলেও সামরিক শক্তির দিকে দিয়ে এই দেশ পঞ্চম স্থানে। এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৬৩৫। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ২ লাখ ৫ হাজার এবং রিজার্ভ ১ লাখ ৮৩ হাজার ৬৩৫। এদের মোট এয়ারক্রাফট ১ হাজার ২৬২, এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ২৯৯ টি, অ্যাটাক এয়ারক্রাফট ২৯৯,  ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৪৩৩, ট্রেইনার এয়ারক্রাফট ২৪৫। হেলিকপ্টার আছে ৫৭০ টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ৫৪ টি।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ৪০৬ টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে ৬ হাজার ৩৩০, সেলফ প্রপেলড আর্টিলারি ১০৯, রকেট প্রজেক্টর ১৩।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ১১৮ টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ৪টি, ডেসট্রয়ারস ১১,  সাবমেরিন ১০, পেট্রোল ক্র্যাফট ১৮, মাইন ওয়ারফেয়ার ভেসেল ১৮।

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যা ৫১ কোটির বেশি। সামরিক ব্যয়ের দিক দিয়ে এই দেশ দশম হলেও সামরিক শক্তিতে এই দেশ সপ্তম স্থানে। এর মোট সামরিক কাজে নিয়োজিতের সংখ্যা প্রায় ৫ কোটি ৮ লাখ ৮২ হাজার ২৫০। এদের মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ৬ লাখ ২৫ হাজার এবং রিজার্ভ রীতিমত ৫ কোটির উপরে। এদের মোট এয়ারক্রাফট ১ হাজার ৫৬০ টি। এদের মধ্যে ফাইটার এয়ারক্রাফট ৪০৬, অ্যাটাক এয়ারক্রাফট ৪৬৬, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ৩৮২ হাজার, ট্রেইনার এয়ারক্রাফট ২৭৬। হেলিকপ্টার আছে পাঁচ হাজার ৭৪৮, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার ১১২।

আর্মিতে কমব্যাট ট্যাংকস রয়েছে ২ হাজার ৬৫৪ টি, আর্মড ফাইটিং বাহন রয়েছে ৩ হাজার ৪৮০, সেলফ প্রপেলড আর্টিলারি ১ হাজার ৮৯০, রকেট প্রজেক্টর ২১৪।

মোট নেভাল অ্যাসেট রয়েছে ১৬৬ টি।  এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ১টি, ফ্রিজেট ১২ টি, ডেসট্রয়ারস ১২,  সাবমেরিন ১৬, পেট্রোল ক্র্যাফট ৬৯, মাইন ওয়ারফেয়ার ভেসেল ১১।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭