কালার ইনসাইড

লাকী আখন্দের সঙ্গে গান গাওয়া জীবনের সেরা অভিজ্ঞতাঃ অঞ্জন দত্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

প্রাচ্য এবং পাশ্চাত্য সুরের এক আশ্চর্য মিশেল খুঁজে পাওয়া যায় কিংবদন্তি শিল্পী লাকী আখন্দের গানে। তাঁর গানের মায়াবী সুর শ্রোতাদের মন্ত্রমুগ্ধের মতো আঁকড়ে ধরে রাখে। তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। তাইতো কালক্রমে সংগীতের ধারা বদলালেও তাঁর গান আজও সমসাময়িক। ২০১৭ সালের আজকের দিনে (২১ এপ্রিল) না ফেরার দেশে চলে যান লাকী আখন্দ। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।

জীবদ্দশায় অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন লাকী আখন্দ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। তেমনি একজন কলকাতার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। তিনি লাকী আখন্দের এতটাই গুণমুগ্ধ যে, তাঁকে নিয়ে ‘লাকী আখন্দ’ শিরোনামে একটি গানও রচনা করেছেন। প্রায়ই তাঁর মুখ থেকে লাকী আখন্দকে নিয়ে প্রশংসা বাক্য ঝরে পড়ে। দু’জনের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ সফরে এসেও লাকী আখন্দকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অঞ্জন দত্ত। স্মৃতিচারণের কিছু অংশ বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য তুলে ধরা হল-

‘১৯৯৮ সালের এপ্রিল মাসের দিকে আমি প্রথম বাংলাদেশে আসি গান গাইতে। ঢাকার ‘ন্যাশনাল মিউজিয়াম অডিটরিয়াম’এ আমাদের শো। প্রথমবার ঢাকা, হল ভর্তি শ্রোতা, দারুণ লাগছে। হঠাৎ শো’র মাঝামাঝি আমাদের অনুষ্ঠানের উদ্যোক্তা নিমা রাহমান আমায় জানান, হলে একজন শিল্পী উপস্থিত, যিনি বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন শিল্পী। তাঁকে আমি চিনিনা, তাঁর গানও কখনো শুনিনি। কিন্তু একেবারেই নিছক আসর জমানোর উদ্দেশ্যে হঠাৎ তাকে মঞ্চে আসতে আহ্বান করলাম। তিনিও দিব্যি উঠে এলেন, এবং আমার সাথে গাইতে শুরু করলেন। 

যদিও তাঁকে যখন জিজ্ঞেস করেছিলাম, ‘আমার কোন গানটা গাইবো বলুনতো?’। তিনি বলেছিলেন, আমার গান তিনি আদৌ শুনেননি। দিব্যি গান গাওয়া হলো, আসর জমে গেল। বহু বছর যে শিল্পী গান গাওয়া বন্ধ করে চুপ মেরে বসেছিলেন হঠাৎ আবার গান গেয়ে উঠলেন। জীবনে খুব কমই আমি অন্য কোন শিল্পীর সঙ্গে গান গাইতে গিয়ে এতটা এনজয় করেছি।’

‘লাকী আখন্দ নেই সেটা ভাবতেও পারছি না। তাঁর সঙ্গে ছিল আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের মধ্যে সব সময় যোগাযোগ হতো। তিনি কলকাতায় গেলে আমাদের দেখা হতো। অসুস্থতার সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাঁর ব্যক্তিগত মোবাইল বন্ধ ছিল। এরপর তাঁর মেয়ের মোবাইল ফোনে যোগাযোগ করেছি। তাঁর শুন্যতা কখনো পূরণ হবে কি না জানিনা। তবে এটুকু বলতে পারি, লাকী আখন্দের সঙ্গে গান গাওয়া আমার জীবনের সেরা অভিজ্ঞতা।’


বাংলা ইনসাইডার/এইচপি  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭