ওয়ার্ল্ড ইনসাইড

উত্তর কোরিয়া পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

আন্ত:কোরীয় বৈঠকে অংশ নিতে উত্তর কোরিয়া পৌছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। প্রেসিডেন্ট মুন সস্ত্রীক আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ পৌঁছান। খবর বার্তা সংস্থা সিএনএনের।

বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর স্ত্রী রি সোলজু। গত এক দশকে প্রথম বারের মতো উত্তর কোরিয়া ভ্রমন করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। 

তিন দিনের এই সফরে স্থবির পারমাণবিক আলোচনাকে এগিয়ে নিতে তৃতীয়বারের মতো বৈঠকে বসছেন দুই দেশের শীর্ষ নেতা। চলতি বছরেই পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে দুই নেতা দুই বার বৈঠক করেছেন। সেই আলোচনাকেই এগিয়ে নিতে তৃতীয় বৈঠকে বসছেন তাঁরা। এছাড়াও পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, সে বিষয়েও কথা বলবেন দুই নেতা।

পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া সবাইকে চমকে দিয়ে প্রথম বারের মতো আলোচনার টেবিলে আসে। গত এপ্রিলে কোরীয় সীমান্তে মুন ও কিমের ঐতিহাসিক বৈঠকের পর দুই নেতার মধ্যে এটি হতে যাচ্ছে তৃতীয় বৈঠক।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭