ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধবিমান ক্রয়ে কেলেঙ্কারি: ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/09/2018


Thumbnail

ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠছে। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ জানান, রাফাল যুদ্ধবিমান চুক্তিতে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানীর কোম্পানিকে চুক্তির অংশীদার করতে মোদি সরকার বাধ্য করেছিল। স্থানীয় সময় গত শুক্রবার ফরাসি সাময়িকী মিডিয়াপার্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে চাপের মুখে পড়ে মোদি। তবে এখন পর্যন্ত ওলাদের মন্তব্য প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

২০১৫ সালে ওলাদ ফ্রান্সের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটি সফর করেন। সেসময় ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের ঘোষণা দেন তিনি। পরের বছর ওলাদের দিল্লি সফরের সময় বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়। এরপর আরও ৯০টি যুদ্ধবিমান ভারতে তৈরি করার চুক্তি হয় দুই দেশের মধ্যে। ওই কাজ পায় ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ডিফেন্স ইন্ডাষ্ট্রিজ। চুক্তিতে রিলায়েন্স ডিফেন্সের অন্তর্ভুক্তির বিষয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। কারণ প্রতিষ্ঠানটির কোনো ধরনের বিমান তৈরিরই অভিজ্ঞতা নেই।

যুদ্ধবিমান ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, ‘দেনায় ডুবে থাকা রিলায়েন্স কোম্পানিকে অনৈতিকভাবেই রাফালের চুক্তি পাইয়ে দিয়েছেন মোদি।’

মোদি প্রায় তিনগুণ বেশি দামে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় ভারতের ৪১ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিল কংগ্রেস। আর ভারতে ৯০টি বিমান তৈরির কাজ পেয়ে অনিলের আম্বানির কোম্পানি প্রায় ৩০ হাজার কোটি রুপি লাভের সুযোগ পাচ্ছে বলেও দাবি করেছিল তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭