ইনসাইড পলিটিক্স

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই ড. কামালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2018


Thumbnail

বর্তমান সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। তবে এটি শুধুই তাঁর দলের অবস্থান, জোটের অন্যদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়নি বলেও জানিয়েছে ড. কামাল।

নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনকারী বিএনপির এই ঐক্য প্রক্রিয়ায় যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমান সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সাংঘর্ষিক কী না সে প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘যারা সরকারে থাকবে, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তাদের দায়িত্ববোধ থাকতে হবে। যেগুলো আইনে আছে সেগুলো মেনে না চললে নির্বাচন বাতিল করার জন্য কোর্টে যেতে হবে।’

ড. কামাল হোসেন আরও বলেন, ‘বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যখন একটা স্বাক্ষর করবেন যে, আমরা কেউ এখানে হস্তক্ষেপ করবো না, আমরা এই প্রক্রিয়াকে একটা নিরপেক্ষ প্রক্রিয়া হিসেবে হতে দেবো, তখন আমরা ধরে নিতে পারি সরকারের পক্ষে বা আমাদের পক্ষে যারা ওথ (শপথ) নিয়ে কথাগুলো বলবেন, তাদেরতো ন্যূনতম একটা দায়িত্ববোধ থাকবে।’

কেউ নিরপেক্ষতা থেকে সরে গেলে নির্বাচন কমিশন সেটি চিহ্নিত করবে এবং অবৈধ বলেও ঘোষণা করবে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন ড. কামাল।

ড. কামাল বলেন, তাদের এই জোট কোন নির্বাচনী জোট নয়। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যেই শুধু তারা একজোট হয়েছেন।

সরকারকে বিপদে ফেলার জন্য বিএনপিকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে এমন অভিযোগ খন্ডন করে ড. কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে আশ্বস্ত করতে পারেন যে, এ রকম কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে এই জোট। সরকারও এই জোটে আসতে পারে।’

সম্প্রতি গণফোরাম, যুক্তফ্রন্টসহ কয়েকটি দলের উদ্যোগে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠিত হয়েছে। নতুন এই রাজনৈতিক জোটে যোগ দিয়েছে দেশের অন্যতম বৃহত্তর দল বিএনপিও। গত শনিবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে প্রথম নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭