ইনসাইড গ্রাউন্ড

টেস্ট ক্রিকেটে টাইগারদের ১৮ বছর পূর্ণ হলো আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

আজ ১০ নভেম্বর বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় এক দিন। ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকের দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে টাইগারদের ১৮ বছর পূর্ণ হলো আজ। আইসিসির কাছ থেকে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে  ২০০০ সালের ২৬ জুন।

গত ১৮ বছরে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১০৯ টি টেস্ট ম্যাচ যেখানে মাত্র ১০ টি ম্যাচে জয়ের দেখা পায় টাইগাররা। ১৬ ম্যাচে ড্রর বিপরীতে হেরেছে ৮৩ টেস্ট ম্যাচ। ১৮ বছরে টেস্ট খেলুড়ে বাকি দলগুলোর চেয়ে জয়ের শতকরা হিসেবে সবচেয়ে নিচে বাংলাদেশ দল। ১৮ বছরে মাত্র ১৬.৫ শতাংশ ম্যাচ জিতেছে টাইগাররা।

টাইগারদের টেস্টে প্রথম জয় আসে ৫ বছর পর। এনামুল হক জুনিয়রের অসাধারণ বোলিং নৈপুণ্যে ২০০৫ সালে চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ। সবশেষ জয় আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালে মিরপুরে।

টেস্ট ক্রিকেটে টাইগারদের এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ স্কোর ৬৩৮ রান। ২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই স্কোর গড়ে বাংলাদেশ। এই ইনিংসে ১৯৬ ওভার ব্যাট করে টাইগাররা। টেস্ট ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় লজ্জার রেকর্ডটি হয় এ বছরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত জুলাইতে মাত্র ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৮ বছরের টেস্ট ইতিহাসে এটাই নিজেদের সর্বনিম্ন দলীয় স্কোর।

এখন পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রান ওপেনার তামিম ইকবালের।  ৫৬ ম্যাচে ৮ সেঞ্চুরি ও ২৫ হাফ সেঞ্চুরিতে ৪০৪৯ রান তাঁর। সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের ৫৩ ম্যাচে ১৯৬ উইকেট তাঁর।

টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি আসে বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে কিউইদের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেন তিনি। টেস্টে টাইগারদের রয়েছে আরও দুটি ডাবল হান্ড্রেড। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ২০৬ ও ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের ২০০ রানের ইনিংস।

বাংলা ইনসাইডার/এজেএস /জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭