ইনসাইড বাংলাদেশ

যশোরে ৬ আসনে বিএনপির প্রার্থী ৪১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন প্রার্থী মোট ৪১ জন। সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা থাকার কারণে এবার মনোনয়ন ফরম কম কেনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এখানে শতাধিক যোগ্য মানুষ আছে। সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা থাকার কারণে এবার মনোনয়ন ফরম কম কেনা হয়েছে। 

৬টি আসনের মধ্যে যশোর-১ আসনে ৬ জন, যশোর-২ আসনে ৮ জন, যশোর-৩ আসনে ৩ জন, যশোর-৪ আসনে ৬ জন, যশোর-৫ আসনে ১০ জন ও যশোর-৬ আসনে ৮ জন বিএনপি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সাধারণ সম্পাদক হাসান জহির, স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আলহাজ মহসীন কবীর, শার্শা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, যুবদলের কেন্দ্রীয় নেতা নূরুজ্জামান লিটন ও পল্টন বিএনপি নেতা ওসমান গণি।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবেরা নাজমুল মুন্নী, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, দলের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, যশোর চেম্বারের সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান খান,  উপজেলা বিএনপির সেক্রেটারি মোর্ত্তজা এলাহী টিপু, চৌগাছা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম।

যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তার স্ত্রী তানিয়া রহমান সুমী, অভয়নগর বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, মেজর (অব.) কোহিনূর আলম নূর, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আবু তাহের সিদ্দিকী, যুবদলের কেন্দ্রীয় নেতা নূরে আলম সোহাগ।

যশোর-৫ (মণিরামপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল, যশোর নগর বিএনপির সেক্রেটারি মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মুছা, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, সাবেক সংসদ সদস্য প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর স্ত্রী জাহানারা বেগম,জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেজবাহ উর রহমান, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, জিয়া পরিষদের প্রকৌশলী শরিফুজ্জামান খান ও ফারুক হোসেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় নেতা ও উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু,  পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সেক্রেটারি আলাউদ্দিন আলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান ও অ্যাডভোকেট নূরুজ্জামান তপন।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭