ইনসাইড পলিটিক্স

ভোট কেন্দ্র পাহারায় তারেকের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2018


Thumbnail

ভোট কেন্দ্র পাহারায় দলের তৃণমূলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে স্কাইপে এবং ফেসটাইমে তিনি নেতাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তারেক রহমান ভোটের দিন যাতে দলের তৃণমূলের নেতা-কর্মীরা সংঘবদ্ধ থাকেন এবং অতন্দ্র প্রহরীর মতো যাতে কেন্দ্রে-কেন্দ্রে কর্মীরা উপস্থিত থেকে ভোট কারচুপিতে বাধা প্রদান করেন এমন নির্দেশনা দেন। প্রার্থীদের সরাসরি বলেন, ‘জান দেবেন তবু ভোট কেন্দ্র ছাড়বেন না’। সাক্ষাৎ প্রত্যাশী নেতারা তারেক রহমানকে আশ্বস্ত করে বলেছেন, যে কোনো মূল্যেই হোক তারা স্ব-স্ব ভোট কেন্দ্র পাহারা দেবেন। দলের নেতা-কর্মীদের ভোট কেন্দ্রের আশপাশে জড়ো রাখবেন যাতে কোনো ভাবেই ক্ষমতাসীন দল যাতে ভোট কেন্দ্র দখল কিংবা ভোট ছিনতাই না করতে পারে। তারেক রহমানের এমন কঠোর নির্দেশনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রার্থীদের সঙ্গে আলাদা-আলাদা বৈঠক করে তারেক রহমানের এমন কঠোর নির্দেশনা বাস্তবায়নের জন্য তাগিদ দেন।

বিএনপির গুলশান অফিস সূত্রে জানা যায়, গতকাল রাতে তারেক রহমান দীর্ঘ সময় তিনি কথা বলেন ছাত্রদল সভাপতির সঙ্গে। এবিষয়ে তাঁকে বেশ কিছু নির্দেশনাও দেন তারেক রহমান। এছাড়া ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। দলের ত্যাগী এবং পরীক্ষিত কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগ দেবার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেন। জানা গেছে, দলীয় প্রার্থীদের কাছে স্ব-স্ব ভোট কেন্দ্রের তালিকা এবং পোলিং এজেন্ট নিয়োগের তালিকা চাওয়া হয়েছে। এগুলো অধিকতর যাচাই-বাছাই করে পোলিং এজেন্ট নিয়োগ দেবার সুপারিশ করবে কেন্দ্রীয় বিএনপি হাইকমান্ড। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে, বিএনপির কোন এজেন্ট পাওয়া যায়নি ভোট কেন্দ্রগুলোতে। এসব বাস্তবতা মাথায় রেখে এবার কঠোর অবস্থানে বিএনপি। এদিকে, এসব কৌশল নির্ধারণ করতে সহসাই বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। ঐক্যফ্রন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবার পরই ড. কামাল হোসেনের সাথে বৈঠক করবে বিএনপি হাইকমান্ড। যুক্তরাজ্য থেকে তারেক রহমানের ঘনিষ্ঠজনেরা জানান, ভাইয়া (তারেক রহমান) নিজ থেকেই বিভিন্ন জেলার নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।

বাংলা ইনসাইডার/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭