ইনসাইড পলিটিক্স

আ. লীগকে বোকা বানাচ্ছে বিএনপি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/12/2018


Thumbnail

আওয়ামী লীগকে বোকা বানানোর কৌশল নিয়েই এগুচ্ছে বিএনপি। আওয়ামী লীগকে বিভ্রান্ত করে নির্বাচনের মাঠে সুবিধা নেওয়ার পরিকল্পনা করেই এগুচ্ছে দলটি। এর মাধ্যমে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিপক্ষকে দুর্বল ভাববে, পূর্ণশক্তি প্রয়োগ করবে না, বিভক্ত থাকবে বলেই মনে করছে বিএনপি। এজন্য বিএনপি মুখে এক আর কাজ অন্য করার নীতি নিয়েই চলছে। যেমন-

১. বিএনপি শুরু থেকে বলে আসছিলো যে, নির্বাচনকালীন সরকার বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং বেগম জিয়ার মুক্তি ছাড়া তারা নির্বাচনে যাবে না। বিএনপির এই ‘বাহ্যিক অনড়’ অবস্থানের কারণে আওয়ামী লীগের একটি অংশ মনে করেছিল যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে না। আওয়ামী লীগের অনেকেই ভাবতে শুরু করেছিল যে দলের মনোনয়ন পেলেই জয় অনিবার্য। এ কারণেই আওয়ামী লীগের উপ-দলীয় কোন্দল তীব্র হয়েছিল। অনেক প্রার্থী এলাকায় মনোযোগ দেননি। পরে, নাটকীয়ভাবে কোনো শর্ত ছাড়াই বিএনপি নির্বাচনে যায়।

২. জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি ধারণা দিয়েছিল যে তারা জামাত থেকে নিজেদের আলাদা করছে। এতে আওয়ামী লীগের অনেকেরই ধারণা হয়েছিল বিএনপি জামাত আলাদা হলে জামাত স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। এতে লাভ হবে আওয়ামী লীগের। কিন্তু বাস্তবে দেখা গেল জামাতকে ২৫ আসন দিয়ে বিএনপি তাকে দুই জোটের দ্বিতীয় বৃহত্তম দলের স্বীকৃতি দিল।

৩. বিএনপি সবাইকে ধারণা দিয়েছিল, ড. কামাল হোসেনের নেতৃত্বে তারা নির্বাচন করবে। তাকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক করা হয়েছিল। এমন ধারণা দেওয়া হয়েছিল যে, ঐক্যফ্রন্ট জিতলে ড. কামাল হোসেনই হবেন প্রধানমন্ত্রী। এতে আওয়ামী লীগের অনেকের ধারণা হয়েছিল, ড. কামাল হোসেন নেতৃত্বে থাকলে কট্টর আওয়ামী বিরোধীরা বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নেবে। এতে বিএনপির দেওলিয়া দেখছিল আওয়ামী লীগের অনেক নেতারা। কিন্তু নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে, ড. কামাল কিছু নন সব ক্ষমতা বিএনপি মহাসচিবের। এখানেও আওয়ামী লীগকে বোকাই বানালো বিএনপি।

৪. ৬৯৬ জনের মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ নয় সব মানুষের কাছে বিস্ময় ছড়িয়েছিল বিএনপি। আওয়ামী লীগ বলছিল, বিএনপির করুণ অবস্থার কথা। কিন্তু মনোনয়ন বাছাইয়ের সময় দেখা গেল, এই সিদ্ধান্ত কীভাবে আওয়ামী লীগকে বোকা বানিয়েছে। ৭ আসনে প্রার্থী নেই বলা হচ্ছে, কিন্তু বিএনপি বলছে, সবখানেই বিকল্প ব্যবস্থা রেখেছে দলটি। 

৫. এখন বিএনপি পরিকল্পিতভাবেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদগার করছে, পক্ষপাতিত্বের অভিযোগ আনছে। লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ায় নির্বাচন বর্জনেরও হুমকি দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটাও আওয়ামী লীগকে বোকা বানানোর এক কৌশল। এতে আওয়ামী লীগ মনে করবে বিএনপি হয়তো শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না। এজন্য এখন মাঠে আওয়ামী লীগের প্রার্থীদের সিরিয়াসনেসের অভাব। প্রচারণার বদলে কি করে সে অপেক্ষায় আওয়ামী লীগের অনেকে। আওয়ামী লীগকে বোকা বানিয়ে নির্বাচনে তাদের বাড়তি সুবিধাটুকু নষ্ট করাই বিএনপির লক্ষ্য। এই কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে?

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭