ইনসাইড পলিটিক্স

মনোয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেননি যাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2018


Thumbnail

জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের আজ তৃতীয় ও শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে মোট ৫৩৫ জন আপিল করেছেন। বাকি ২৫১ জন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেননি।

এই ২৫১ জনের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, মোর্শেদ খান, বিএনপি নেতা মশিউর রহমানসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ হেভিওয়েট আপিল আবেদন করেননি। এছাড়া স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিলেও ১ শতাংশের ভোটারের স্বাক্ষর যোগাড় করতে না পারা অনেকেই আপিল করেননি। আরও আপিল করেননি মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে, দুই ধরনের লোক মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেননি।

১. যারা চিহ্নিত ঋনখেলাপী। যারা ব্যাংকের কাছ থেকে বড় অংকের ঋণ নিয়ে এখনও পরিশোধ করেননি।

২. আপিল বিভাগে যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে দুই বছরের অধিক দন্ডপ্রাপ্ত কেউ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদের মধ্যে শুধুমাত্র খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের আপিল আবেদনটি করা হয়েছে। এটাকে আইনগতভাবে মনে না করে ‘পলিটিকাল স্ট্যান্ড’ বলেই মনে করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/এসআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭