ইনসাইড বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন ৮১ জন, বাতিল ৭৭ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে ৭৮৬ জন প্রার্থীর মনোনন বাতিল করেন রিটার্নিং অফিসাররা।  এর মধ্যে আপিলকৃত ৫৩৪ জনের মধ্যে প্রথম দিনে ১৬০ জনের আপিলের শুনানি শেষে ৮১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।  বাতিল হয়েছে ৭৭ জন প্রার্থীর প্রার্থিতা।

মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।  যাচাইয়ের পরে ৭৮৬ জনের প্রার্থিতা বাতিল হয়।  এর ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৭৯ জনে।  এরপর গত ০৩ ডিসেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত চলে প্রার্থিতা ফিরে পেতে আপিল।  ৭৮৬ জন প্রার্থীর মধ্যে ৫৩৪ আপিল করেন।  বৃহষ্পতিবার থেকে শুরু হলো আপিলের শুনানি। 

০৬ ডিসেম্বর থেকে ০৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হচ্ছে।   প্রথম দিনে ১-১৬০ পর্যন্ত আপিলের শুনানি হলো। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ১৬১-৩১০ পর্যন্ত। আর অবশিষ্ট আপিলের শুনানি হবে শনিবার।

প্রথমদিনে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদেরে মধ্যে উল্লেখযোগ্য হলেন: বগুড়া-৭ আসনে বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান, পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা।

অন্যদিকে যাদের আপিল খারিজ হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: বগুড়া-৪ আশরাফুল হোসেন আলম, ঢাকা-১৪ সাইফুদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ মহিবুল কাদির চৌধুরী।

এছাড়া স্থগিত রয়েছে ঝিনাইদহ-৩ আসনের মো. কামরুজ্জামান স্বাধীন ও চট্টগ্রাম-৫ আসনের মির মোহাম্মদ নাছিরের আপিল।

বাংলা ইনসাইডার/এমআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭