ইনসাইড পলিটিক্স

ফখরুলের বক্তব্যে বিএনপিতে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আচরণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। বিএনপির একাধিক নেতা বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সব বক্তব্য রাখছেন, তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে, সেই সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে।   

গতকাল  মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানান। ঐদিন নির্বাচন কমিশন বিএনপির মনোনয়ন বাতিল হওয়া ৩৮ জন প্রার্থীর মনোনয়ন ফিরিয়ে দেন। ইসিতে প্রথমদিন প্রার্থীতা ফিরে পাওয়ার আপিলে মোট ১৬০ জনের আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বিএনপির ৩৮ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন বিএনপির এই ৩৮ জনের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন, একইভাবে যদি নিরপেক্ষভাবে দেখলে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীতা ফিরে পাবেন। তবে বিএনপির একাধিক নেতা বলেছে, নির্বাচন কমিশন সারাদেশে যখন পক্ষপাতমূলক আচরণ করছে, নির্বাচন কমিশন যখন সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করছেনা, সরকারী দলের নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের বিষয়ে টুঁশব্দও করছেনা তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য নির্বাচন কমিশনকে আরও বেপরোয়া করে তুলেব। বিএনপির শীর্ষ স্থানীয় নেতা গয়েস্বর চন্দ্র রায় বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে এমন মন্তব্য করেছে তা আমি জানিনা, নির্বাচন কমিশন এখনও অনেক দূরে।’ একই মন্তব্য করেছেন বিএনপির আরেকজন নেতা রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতার কোন প্রমান দিতে পারেনি। বিএনপির কয়েকজন প্রার্থী যাদের মণোনয়ন বাতিল হওয়ার কারন ছিলনা, তাঁদের মনোনয়ন বাতিল করে রিটার্নিং অফিসার যে অন্যায় করেছিল, সেই অন্যায় নির্বাচন কমিশন শুধরেছে। এটা করা ছাড়া নির্বাচন কমিশনের কোন উপায় ছিলনা। কারন চক্ষু লজ্জারোতো একটা ব্যাপার থাকে। তিনি মনে করেন, নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সার্টিফিকেট দেওয়ার ফলে, নির্বাচন কমিশন আরও পক্ষপাত দুষ্ট হয়ে যাবে।’  

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭