ইনসাইড ট্রেড

‘১৪ দল অব্যাহত না রাখলে সরকার বিপদে পড়বে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2019


Thumbnail

১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘১৪ দল অব্যাহত না রাখলে সরকার বিপদে পড়বে’। বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এই মন্তব্য করেন। তিনি বলেন যে, ‘আমরা অপেক্ষা করছি, আমরা দেখছি এবং এখন পর্যন্ত ১৪ দলের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা মনে করি যে, সরকার তার বিবেচনাবোধ থেকে ১৪ দল অব্যাহত রাখবে।’

ওবায়দুল কাদের বলেছেন ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। এ ব্যাপারে তার মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, ‘এটা তার নিজস্ব মতামত। ১৪ দলের আদর্শিক অবস্থান এবং সংগ্রামের ইতিহাস হয়তো ওবায়দুল কাদের জানেন না। সেজন্য তিনি এমন মন্তব্য করেছেন।’

রাশেদ খান মেনন দুঃখ করে বলেন, ‘আওয়ামী লীগ যে বিজয় উৎসব করলো। এ বিজয় তো শুধু আওয়ামী লীগের একার বিজয় নয়। এটা ১৪ দলের বিজয়। ১৪ দল যদি না থাকতো তাহলে আওয়ামী লীগ এ বিজয় অর্জন করতে পারতো কিনা আমার সন্দেহ আছে।’

হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কারণেই কি তারা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তা মনে করি না। আমি জানি যে আওয়ামী লীগের মধ্যে কিছু কিছু শক্তি আছে যারা ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদীদের সঙ্গে আঁতাত করতে চায়। কিন্তু আওয়ামী লীগের যে মূল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতি আমাদের অকুণ্ঠ আস্থা রয়েছে। আমরা মনে করি তিনি যতক্ষণ আছেন, ততক্ষণ ১৪ দল অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ এককভাবে উপজেলা নির্বাচন করবে ইস্যুতে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করাই ভাল। জাতীয়ভাবে নির্বাচন করতে অনেক সমস্যা হয়। আমাদের দুইজন প্রার্থীকে আওয়ামী লীগ হারিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচনেই যখন এত টানাপোড়েন হয়, তখন উপজেলা নির্বাচনে তো আরও অনেক সমস্যা। তাই উপজেলা নির্বাচন আলাদাভাবে হবে এবং আমরাও আলাদাভাবে নির্বাচন করবো।’

আপনারা কি বামদের সঙ্গে কোন ঐক্য করতে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমরা নিজেরাই বাম। অতি বাম হয়ে কোন লাভ নেই। আমরা ১৪ দলে আছি। ১৪ দলে থাকবো। আমরা এটার শেষ দেখতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা খুব শিগগিরই ১৪ দলের মূল নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেবেন। যে আদর্শ এবং নীতির ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল সে নীতি ও আদর্শ রেখে ১৪ দল অব্যাহত রাখবে। কারণ আওয়ামী লীগের স্বার্থেই ১৪ দলকে অব্যাহত রাখা প্রয়োজন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭