ইনসাইড পলিটিক্স

দেরি করে ফেলেছে জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2019


Thumbnail

জামাতের সবকিছু অনেক দেরি হয়ে গেছে। জামাত এখন যেটা করছে সেটা অনেক আগেই করা উচিৎ ছিল। এখন এসব করে কোন লাভ হবে না বলে মনে করেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ।

বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপচারিতায় আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সময়ের সঙ্গে জামাতের যে পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল জামাত সেভাবে পরিবর্তন হতে পারেনি। এজন্যই এখন তাদের মূল্য দিতে হচ্ছে। একাত্তরের ভূমিকার জন্য অনেক আগেই তাদের ক্ষমা চাইতে হতো। পরিবর্তিত রাজনীতির সঙ্গে যদি একটি দল পরিবর্তিত হতে না পারে, সেক্ষেত্রে সে দলের কী অবস্থা হতে পারে জামাত তার প্রকৃষ্ট উদাহরণ।’ তিনি বলেন, ‘এতো সুযোগ পাওয়ার পরও তারা ক্ষমা চায়নি। অনেক যুদ্ধাপরাধীদের বিষয়ে তাদের অবস্থান সুষ্পষ্ট করে ব্যক্ত করা উচিৎ ছিল।’

২০ দলের ঐক্যজোটের ব্যাপারে পার্থ বলেন, ‘এখানে জামাত কোন ফ্যাক্টর না। আমরা বিএনপির সঙ্গে ঐক্য করেছি। কাজেই এখানে জামাত থাকলো কি থাকলো না, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’ তিনি মনে করেন, জামাত যদি নতুন রূপে আবির্ভূত হয় বা আগের মতোই থাকে, বাংলাদেশের রাজনীতিতে জামাত কোন বড় ফ্যাক্টর না। বাংলাদেশের মানুষ জামাতকে নিয়ে কোন বড় স্বপ্ন দেখে না।’

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭