ইনসাইড পলিটিক্স

ছাত্রলীগের কমিটিতে ৪২ জনের নাম অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/04/2019


Thumbnail

এক বছর হয়ে গেছে ছাত্রলীগের এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয় সাধারণত সর্মনিম্ন ২৭১ জন থেকে সর্বোচ্চ ৩০১ জনের। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ জনের নাম চূড়ান্ত করেছেন। এই ৪২ জনের নাম যেকোনো সময় ঘোষণা করা হবে।  প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তিনদিনের সফরে ব্রুনেই যাচ্ছেন। তিনি সেখান থেকে দেশে ফেরার পর বাকি নামগুলো নিয়ে কাজ করবেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এর আগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে কমিটি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা ঐক্যমত্যে আসতে পারেননি। এজন্য প্রধানমন্ত্রী নিজেই তার নিজস্ব টিম দিয়ে এই ৪২ জনের নাম চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। যারা এখন পর্যন্ত ছাত্রলীগের কমিটিতে নিশ্চিত জায়গা পেয়েছেন, তারা হলেন-

১. সায়েম খান – গোপালগঞ্জ
২. শেখ ওয়ালী হামিদ ইনান – বরিশাল
৩. ইয়াজ আল রিয়াদ – ভোলা
৪. ইশরাত তাসমিয়া ইরা – কিশোরগঞ্জ
৫. মেহেদী হাসান রনি – টাঙ্গাইল
৬. রাকিব হাসান – বগুড়া
৭. রকিব আহমেদ রাসেল- গাজীপুর
৮. আল নাহিয়ান খান – বরিশাল
৯. মো. সোহান খান- ময়মনসিংহ
১০. আমিনুল ইসলাম বুলবুল – গোপালগঞ্জ
১১. শওকাতুল হাসান সৈকত- মাগুরা
১২. আল মামুন – গাইবান্ধা
১৩. মোঃ রনি – ফরিদপুর
১৪. আপেল মাহমুদ – নওগাঁ
১৫. সোলায়মান ইসলাম মুন্না – বরিশাল
১৬. মামুন বিন সাত্তার – পিরোজপুর
১৭. বিদ্যুৎ শাহরিয়ার কবির- ফরিদপুর
১৮. মাহাবুব খান – সুনামগঞ্জ
১৯. শারমিন ইতি – মুন্সীগঞ্জ
২০. আরিফুজ্জামান ইমরান- বরগুনা
২১. ইমরান জামাদ্দার – ঝালকাঠি
২২. বেনজির হোসেন নিশি – মাগুরা
২৩. রকিবুল ইসলাম বাধন- কুষ্টিয়া
২৪. ফুয়াদ হোসেন শাহাদত- শরীয়তপুর
২৫. বরকত হোসেন – পিরোজপুর
২৬. আবু সাইদ কনক – পাবনা
২৭. হায়দার হোসেন জিতু – রংপুর
২৮. খাজা খায়ের সুজন – নোয়াখালী
২৯. মোবারক হোসেন- কিশোরগঞ্জ
৩০. খাদিমুল বাশার জয়- বরিশাল
৩১. শুভ্র জ্যোতি শিকদার – প্রকৌশল বিশ্ববিদ্যালয়
৩২. মিয়া মোহাম্মদ রুবেল – ময়মনসিংহ
৩৩. মাসুদ লিটন – ময়মনসিংহ
৩৪. শ্রাবনী শায়লা – রাজশাহী
৩৫. শহীদ জামান শাহীন- রাজশাহী
৩৬. মহিউদ্দিন- গোপালগঞ্জ
৩৭. শাহাদাত হোসেন- শরীয়তপুর
৩৮. ইশরাত সাদিয়া মিলি- শরীয়তপুর
৩৯. মাহমুদুল রহমান মিঠু- শরীয়তপুর
৪০. তামান্না তাসনিম তমা- শরীয়তপুর
৪১. আসিকুর রহমান রাজীব- ঢা. বি.
৪২. পরশ রহমান- ঢা. বি.

বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭