ইনসাইড বাংলাদেশ

ঘণ্টা হিসাবে গরু কাটেন তারা, নেন ২০ হাজার টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2019


Thumbnail

সাভারের ধামরাই এলাকার একটি গ্রামের বাসিন্দা আব্দুল হাই। পেশায় রাজমিস্ত্রী। তবে আজকের জন্য তিনি হয়েছেন কসাই। কোরবানির গরু কাটতে ধানমন্ডির একটি সড়কে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাকে। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তির নাম আবু শায়েখ। দুজনে মিলে মাত্র দুই ঘণ্টায় একটি গরু কেটে ফেলেছেন।

ধানমন্ডির একই সড়কে অপর একটি গরু কাটতে দেখা যায় আবুল, মোমিন ও ছালেক নামের তিন ব্যক্তিকে। তাদের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানায়। প্রত্যেকেই গ্রামের ক্ষেতে-খামারে দিন মজুরের কাজ করে সংসার চালান। তবে আজকের জন্য তারাও কসাই বনেছেন।

শুধুমাত্র সাভার ও জয়পুরহাটের এই পাঁচজনই নয় এমন শত শত মানুষ ঢাকায় এসেছেন অন্যের কোরবানির গরু কেটে মাংস প্রস্তুত করে দিতে। বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা ও কোরবানির গরুর কিছু মাংস পান।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর ঈদের সময় বিভিন্ন পেশার শত শত মানুষ ঢাকায় আসেন শুধুমাত্র কোরবানির পশু কাটাকাটি করে টাকা রোজগার করতে। তাদেরকে অনেকে মৌসুমি কসাই বলেও ডাকেন।

এই মৌসুমি কসাইরা ঈদের দুই-তিন দিন আগে থেকে ঢাকার বিভিন্ন পশুর হাটে এবং পাড়ার মহল্লায় ঘুরে গরুর মালিকের সঙ্গে কথা বলেন। এরপর গরু কেটে দেওয়ার দরদাম ঠিক করেন।

আব্দুল হাই নামের ওই মৌসুমী কসাই বলেছেন, তারা মূলত গরুর মূল্য এবং সাইজ অনুযায়ী গরু কাটার পারিশ্রমিক চান। তবে দর কসাকসি করে গড়ে তিন হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত গরু কাটার পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানিয়েছেন তিনি

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭