কালার ইনসাইড

শুভর কাছে কোয়ারেন্টাইন নতুন কিছু নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/03/2020


Thumbnail

এ এক নতুন অভিজ্ঞতা। হঠাৎ করেই চার দেয়ালের মধ্যে এক অন্য জীবনে প্রবেশ করেছেন তারকারা। ২৪ ঘণ্টা একঘেয়ে জীবনযাপনকে আনন্দময় করতে ভিন্ন ভিন্ন পথও খুঁজছেন কেউ কেউ। শুধু ঘুমিয়ে দিন–রাত পার করছেন না। পাশাপাশি সিনেমা, বই, ঘর গোছানো ও শরীরচর্চার মতো কাজগুলোকে তাঁরা নিত্যদিনের তালিকায় যোগ করে নিয়েছেন। কেমন কাটছে এ জীবন। জানালেন আরেফিন শুভ;

‘আমার কাছে কোয়ারেন্টাইন নতুন কিছু না। আমার সম্পর্কে যারা জানেন তারা বুঝবেন কথাটার অর্থ।যারা আমাকে কাছ থেকে পর্যবেক্ষণ করে তারা বুঝবে। যদি আমার কাজের রেকর্ড দেখা হয় যদি ফিল্মের কথা বলি। আমার তো খুব বেশি কাজ করা হয় না। প্রিপারেশনের জন্য একটা বড় সময় আমার থাকে।আমি কোয়ারেন্টাইনে অনেক আগ থেকেই থাকতে অভ্যস্ত।আমি ব্যক্তিগতভাবেও ইন্ট্রোভার্ট। নিজের মধ্যে বাড়িতে থাকতে ভালোবাসি। আমার খুব একটা সমস্যা হচ্ছে না। গত ১১ মাসে একটা কাজই করেছি মিশন এক্সট্রিম। সেটার জন্য নয় মাসের ট্রেনিং ছিল। সেই নয়মাসে অন্য কোন কাজ করিনি। শুধুমাত্র ট্রেনিং আর বাড়িতেই ছিলাম।লাইফস্টাইলও ডিফারেন্ট ছিল। শুধু মায়ের ডাক্তার আর বাজার করাটা অসুবিধা হচ্ছে। যেহেতু ড্রাইভার বডিগার্ডসহ বাসায় যারাই ছিল হেল্প করার জন্য সবাইকে ছুটি দেওয়া হয়েছে। এটা একটু স্ট্রেচ হচ্ছে আমার। আমি দুবার করে ব্যায়াম করছি। সকালে একবার ছাদে ব্যায়াম করছি। সন্ধ্যাবেলা করছি। অনেকগুলো বই জমে ছিল। পড়ার নেশা আগে থেকেই ছিল। সেই বইগুলো পড়া শেষ করছি।প্রচুর ডুবে আছি বইয়ের মধ্যে। ফেলুদা পড়েছি আবার।আমার টাইম ঠিকঠাকই যাচ্ছে। তবে এটা নিয়ে টেনশন হচ্ছে দেশের মানুষগুলোর কি অবস্থা। আমি ইতিমধ্যে বাসায় কথা হচ্ছে যে কি করতে পারি। আমাদের পুরো পৃথিবীটা তো একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্য থেকে যাচ্ছে। এর মধ্যে অন্যকে সাহায্য করা অবশ্যই উচিত। আমার মা ছোটবেলায় আমাকে শিখিয়েছিল এক হাত দিয়ে সাহায্য করলে যেন অন্য হাত না জানে। আমার মা যখন স্কুলে নিয়ে যেত, তখন মাকে দেখতাম কেউ এসে সাহায্য চাইলে তাকে সাহায্য করতেন। কিন্তু যখন জিজ্ঞাস করতাম কয়টাকা দিয়েছেন তিনি বলতেন না। বলতেন এক হাত দিয়ে সাহায্য করলে যেন অন্যহাত না জানে। আমি সারাজীবন মানুষের পাশে থাকার চেষ্টা করবো। সেটা এভাবেই চেষ্টা করবো।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭