ইনসাইড বাংলাদেশ

‘বছরে ৯ লক্ষ্য লোকের স্বাভাবিক মৃত্যু হয় বাংলাদেশে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/04/2020


Thumbnail

১৬টি হাসপাতালে গিয়েছিলেন রাশেদ নামে একজন তার আত্মীয় রোগীকে নিয়ে। চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে। কেন তার ও এমন অনেক রোগীর ভুগতে হচ্ছে। সেই প্রশ্নের উত্তর দিতে বেসরকারী এক টেলিভিশনে উপস্থিত হয়েছিলেন চিকিৎসা সংশ্লিষ্ট কয়েকজন। বেসরকারী হসপিটাল কেন চিকিৎসা দিচ্ছে না সেই উত্তরে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীম বলেন, তাদের করোনা টেস্ট করার উপায় নেই। তাদের কাছে কিট নেই। এই প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সব হাসপাতালে আমরা করোনার চিকিৎসা দিবো না। যেমন কুর্মিটোলায় যে রোগী ছিল তা সরিয়ে নিয়েছি। সেখানটা এখন পুরো খালি। করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে সেখানে। কুয়েত মৈত্রী, গ্যাস্ট্রোলিভার, রেলওয়েসহ আরো বেশ কয়েকটি হাসপাতাল আছে। যেসব জায়গায় করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে। তবে সরওয়ার্দি, ঢাকা মেডিকেলসহ হসপিটালগুলোতে সাধারণ চিকিৎসা চলবে। যদি সেখানে অনুভূত হয় যে সে করোনা আক্রান্ত। তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, পিপিই, কিটের কিছু কমতি ছিল। আরো চিকিৎসা সংক্রান্ত সিস্টেমটা পুরোপুরি তৈরী হতে সময় লেগেছে কিছুটা। জেলা পর্যায়েও আমরা করোনা রোগীকে সাধারণভাবে রাখিনি। আলাদা আলাদাভাবে তাদের রাখা হয়েছে।’  

ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীম কিছু প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে অন্যতম ছিল তাদের টেস্টের ব্যবস্থা করে দেওয়া হোক। এর উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  ‘আমরাও সংকটে ছিলাম। সেটা বাইরে থেকে ইনপুট করেছি। বেসরকারী হসপিটালেরও তো উচিত ছিল ব্যবস্থা করা। আপনারা যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমরা যতটা পারি সাহায্য করবো। রোগী যেন চিকিসা পায় সেটাই বড় ব্যাপার। তবে আমার পরামর্শ হলো কিটস সরাসরি যেন আপনারা বাহির থেকে আনার ব্যবস্থা করুন। সেভাবে আপনারা আমাদের রোগীর পাশে দাড়ান।’

স্বাস্থমন্ত্রী বলেন, ‘সোয়া চারশো ভেন্টিলেটর অর্ডার দেওয়া আছে। বেসরকারী হাসপাতালকেও কেউ মানা করেনি। চায়নাতে যদি পাওয়া যায় আমরা আরো অর্ডার করবো। আপনারাও ইনপুট করুন, রোগীকে কিভাবে সেবা দিতে পারেন সেই চেষ্টা করুন।’

তিনি বলেন,‘এই দু:সময়ে আপনাদের পাশে থাকতে হবে। ব্যবস্থা না থাকলে প্লিজ করে রাখুন। তালা দিয়ে রাখবেন না। স্বাভাবিক সেবাটাও তো বন্ধ হয়ে যায়। আমাদের পক্ষ থেকে সাহায্য করবো। আমি তালিকা তৈরী করতে বলেছি। আমি শাস্তি দেওয়ার জন্য বলিনি। আমি আপনাদের অনুরোধ করবো সেবা দিন মানুষকে। সেটা নিশ্চিতের জন্যই তালিকা তৈরী করতে বলেছি। সেটা যদি নিশ্চিত না হতে পারি তাহলে ব্যবস্থা তো নিতেই হবে।’

তিনি যোগ করেন, ‘বছরে ৯ লক্ষ্য লোকের স্বাভাবিক মৃত্যু হয়। আমাদের দেশে ক্যান্সারের রোগী সবচেয়ে বেশি হয়। তারপরই শ্বাসজনিত কারণে রোগী মারা যায়। তাই বলে যার মৃত্যু হবে সেই করোনা রোগী ছিল না। এখানে অস্বাভাবিক মৃত্যু এখন পর্যন্ত খুব বেশি হয়নি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭