ওয়ার্ল্ড ইনসাইড

জুলাই এর আগে থামছে না করোনার তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/04/2020


Thumbnail

যত দিন গড়াচ্ছে, করোনার থাবা আরও বেশি ভয়াবহ শক্তিশালী হচ্ছে। মৃত এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সেই সঙ্গে বাড়ছে আমাদের উদ্বেগ আর উৎকণ্ঠা। স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব, সমাজ, রাষ্ট্র এবং অর্থনীতি। এ থেকে পরিত্রাণের উপায় আপাতত কারো জানা নেই। গবেষণা চলছে, কিন্তু কবে নাগাদ করোনা তার ধ্বংসলীলা থামাবে, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই বিশ্ববাসীর।

বিভিন্ন গবেষণা, বিভিন্ন ভবিষ্যদ্বাণী বলছে এক এক কথা। এগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না আসলে করোনার তাণ্ডব কবে থামবে। বিশ্বের প্রায় সবদেশ এবং অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে পড়া করোনার আঘাতে মৃতের সংখ্যা যেকোনো সময় লাখ ছাড়াবে। সংক্রমণ ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। আসলে কবে তাণ্ডব থামবে তা নিয়ে সঠিক ধারণা করা না গেলেও আপনাদের সামনে একটি বিশেষ গবেষণা দাড় করাচ্ছি। যা থেকে কিছুটা ধারণা স্পষ্ট হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠন বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) পূর্বাভাস বলছে, খুব তাড়াতাড়ি পরিস্থিতি থেকে পরিত্রাণ পাচ্ছে না বিশ্ব। বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোয় সংক্রমণের তীব্রতা এ বছরের জুলাই পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে বৈশ্বিক সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের তৈরি পোশাক, রেমিট্যান্স, ভোগ্যপণ্য, আর্থিক খাত ও ক্ষুদ্র ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করা হয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) এক নিবন্ধে।

নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশে লকডাউনের সম্ভাব্য সময় নিয়ে সম্প্রতি একটি পূর্বাভাস দিয়েছে বিসিজি। বিশ্বে প্রতিদিন কভিড-১৯-এর নতুন কেস এবং মোট আক্রান্তের তথ্যের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দিয়েছে তারা। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য।

বিসিজির বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ মে মাসের প্রথম সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। এখনো পুরোপুরি লকডাউন শুরু না হলেও স্বল্পমেয়াদে জুনের দ্বিতীয় সপ্তাহে এবং দীর্ঘমেয়াদে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেশটিতে লকডাউন থাকতে পারে।

জার্মানিতে সংক্রমণ মে মাসের প্রথম সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। দেশটিতে স্বল্পমেয়াদে জুনের দ্বিতীয় সপ্তাহ আর দীর্ঘমেয়াদে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত লকডাউন স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে বিসিজি।

আর যুক্তরাজ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে মে মাসের তৃতীয় সপ্তাহে। আর দেশটিতে স্বল্পমেয়াদে লকডাউন থাকতে পারে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত, যা দীর্ঘমেয়াদে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে গড়াতে পারে। ফ্রান্সে মে মাসের তৃতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে সংক্রমণ। স্বল্পমেয়াদে লকডাউন থাকতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহ আর দীর্ঘমেয়াদে জুলাইয়ের চতুর্থ সপ্তাহ পর্যন্ত।

নভেল করোনাভাইরাসের কারণে এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন ও ইতালি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হালনাগাদ তথ্যমতে, গতকাল পর্যন্ত ইতালিতে ১৫ হাজার ৩৬৫ ও স্পেনে ১২ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিসিজির পূর্বাভাস বলছে, এটিই শেষ নয়। স্পেনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এপ্রিলের চতুর্থ সপ্তাহে। আর স্বল্পমেয়াদে লকডাউন থাকতে পারে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত, যা দীর্ঘমেয়াদে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে গড়াতে পারে। ইতালিতে এপ্রিলের তৃতীয় সপ্তাহে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। দেশটিতে স্বল্পমেয়াদে লকডাউন থাকতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। দীর্ঘমেয়াদে দেশটিতে লকডাউন অব্যাহত থাকতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত।

কানাডায় মে মাসের প্রথম সপ্তাহে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। দেশটিতে স্বল্পমেয়াদে জুনের চতুর্থ সপ্তাহ পর্যন্ত লকডাউন থাকতে পারে। দীর্ঘমেয়াদে যা থাকতে পারে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। বেলজিয়ামে নভেল করোনাভাইরাসের সংক্রমণ মে মাসের তৃতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। দেশটিতে স্বল্পমেয়াদে লকডাউন বলবৎ থাকতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, আর দীর্ঘমেয়াদে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে।

ভারতের বিষয়ে বিসিজির বিশ্লেষণ বলছে, দেশটিতে জুনের তৃতীয় সপ্তাহে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। স্বল্পমেয়াদে লকডাউন থাকতে পারে জুনের চতুর্থ সপ্তাহ পর্যন্ত, দীর্ঘমেয়াদে যা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে।

ঠিক এই পরিস্থিতিতে করোনা খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। সেক্ষেত্রে বৈশ্বিক অর্থনীতি কোথায় গিয়ে দাড়াবে তা নিয়ে বিসিজি নিজেও উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। বিশ্ব থেমে আছে এক নিদারুণ অনিশ্চয়তায়। আগামী জুলাইতেও যদি শেষ হয় তাণ্ডব, সেই পথেরও এখনো অনেকটা বাকি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭