ইনসাইড বাংলাদেশ

আজ থেকে টিসিবিতে আলু বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2020


Thumbnail

সরকার নির্ধারিত ২৫ টাকা কেজি দরে আজ বুধবার (২১ অক্টোবর) থেকে টিসিবিতে আলু বিক্রি শুরু হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে এই বিক্রি হবে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রীর নির্দেশে আলুর বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি আলু কিনতে পারবেন। আলুর পাশাপাশি পেঁয়াজ, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রির স্বাভাবিক কার্যক্রমও চলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭