ইনসাইড বাংলাদেশ

‘স্যার না হলে আমি পার্থ হতাম না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2020


Thumbnail

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন ‘স্যার ব্যারিস্টার রফিক-উল হক না থাকলে আমি পার্থ হতাম না। আমার জীবনে বেড়ে ওঠা এবং আজকের এই অবস্থার জন্য আমি পুরোপুরি তার কাছে ঋনী’ ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুর পর, বাংলা ইনসাইডার কে দেয়া এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার পার্থ একথা বলেন।

স্মৃতিচারণ করে পার্থ বলেন ‘৯১ সালে আমি এসএসসি পাশ করে ফ্যা ফ্যা করে ঘুরছি। এসময় রফিক স্যার আমাকে ডেকে পাঠালেন। বললেন, ব্যারিস্টার পরার জন্য লন্ডনে যেতে। নিজের পাসপোর্ট গ্যারান্টি দিয়ে আমার ভিসা করালেন। নিজের ভাইকে সাথে করে আমাকে লন্ডনে পাঠালেন। পার্থ বলেন ‘ব্যারিস্টার পাশ করে আসার পর আমি চার বছর তার চেম্বারে কাজ শিখেছি।’ পার্থ বলেন ‘আমার জীবন তিনি গড়ে দিয়েছেন। এই যে টকশো করা, এটাও তার কারণেই। আন্দালিব রহমান বলেন ‘তার মতো একজন মানুষ খুজে পাওয়া কঠিন।’

আরও পড়ুন: নীরব দানবীর এজন মানুষ

আরও পড়ুন: ‘স্যার না হলে আমি পার্থ হতাম না’

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার বিচার ও জননেত্রীর মুক্তির ক্ষেত্রে ব্যারিস্টার রফিকুল হকের অবদান স্মরণীয়



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭