ইনসাইড পলিটিক্স

নিজের ছবি নামিয়ে নেয়ার নির্দেশ দিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2020


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রমন্ত্রী ওবায়দুল কাদের তার ছবি সংবলিত ফেস্টুন নামিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে বিজয় সরণি ও সংসদ ভবন এলাকা থেকে ফেস্টুন নামিয়ে ফেলা হয়েছে। 

উল্লেখ্য, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগ ঢাকা শহরে যে ফেস্টুন, ব্যানারগুলো সাজিয়েছিলো সেগুলোতে ওবয়াদুল কাদেরের একক ফেস্টুন ছিলো। এই ফেস্টুন নিয়ে বাংলা ইনসাইডার প্রতিবেদন প্রকাশ করেছিলো। প্রতিবেদনটি ছিলো: কাদেরের আত্মপ্রচার কেন?

প্রতিবেদনটি ওবায়দুল কাদেরের নজরে আসে। তার অগোচরে সড়ক ও জনপথ বিভাগের অতিউৎসাহি কিছু কর্মকর্তা-কর্মচারীরা এই ফেস্টুন লাগিয়েছেন বলে জানা গেছে।

এই প্রচারণায় ওবায়দুল কাদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ওই ছবি নামিয়ে ফেলার নির্দশ দেন। ওবায়দুল কাদের বলেন যে, আমার প্রচারণার দরকার নেই কারণ এই মন্ত্রণালয়ের সব কৃতিত্বের সাফল্য প্রধানমন্ত্রীর। তার নির্দেশনা পেয়ে ছবিগুলো নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭