ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রাম ওয়াসার দুর্গন্ধ ও ময়লা পানি সরবরাহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2020


Thumbnail

চট্টগ্রাম ওয়াসার পানি পান করা তো দূরের কথা রান্না, গোসল কিংবা কাপড় ধোয়ার কাজেও এটি ব্যবহারের অযোগ্য। এই পানি ব্যবহারে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ দেখা দিচ্ছে নগরীতে। হাজার হাজার মানুষ পানির এই ভোগান্তিতে পড়লেও চট্টগ্রাম ওয়াসা এ ব্যাপারে বরাবরের মতোই নির্বিকার।

নগরীর হালিশহর আই-ব্লক, পাঠানটুলী, বহদ্দারহাট, মাঝির ঘাট, চকবাজার ডিসি রোড, মুরাদপুর, বন্দরটিলাসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে এই সমস্যা দেখা দিয়েছে।

বহদ্দারহাট এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, কিছুদিন ধরে ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ময়লা ও দুর্গন্ধযুক্ত যা পান করা যাচ্ছে না। এই দূষিত পানিতে শিশুদের শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন রকম চর্মরোগ ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগব্যাধি।

হালিশহর বি-ব্লক এলাকার বাসিন্দা সৈকত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কিছুদিন ধরে ওয়াসার পানি আসতেছে কালো কালো। এগুলো খুবই দুর্গন্ধযুক্ত। এই দুর্গন্ধযুক্ত পানিগুলো কোনভাবে ব্যবহার করা যাচ্ছে না। ওয়াসা কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন সমাধান পাইনি। তারা উল্টো বলে ওয়াসার লাইনে কোন সমস্যা নেই।’

মাঝির ঘাট এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে,  গত কিছুদিন ধরে ওয়াসা যে পানি সরবরাহ করছে তা একদমই ব্যবহারের অযোগ্য। এই পানি ব্যবহারের ফলে ঘরের অনেকে ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম  বলেন, নগরীতে আমাদের ওয়াসার ৪০টি পয়েন্ট রয়েছে। প্রতি মাসে তা চেক করা হয়। আমাদের পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি। আর কেউ অভিযোগও করেনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭