ইনসাইড পলিটিক্স

খালেদা মঈনকে বললেন ‘এসব কি হচ্ছে?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2021


Thumbnail

মামুন গ্রেপ্তার হবার খবর অস্থির করে তারেক জিয়াকে। তারেক বুঝতে পারে, মামুন যদি সব তথ্য প্রকাশ করে, তাহলে তার (তারেক জিয়ার) বিপদ হতে পারে। আর একারণেই মামুনকে ছাড়ানোর জন্য মায়ের উপর চাপ সৃষ্টি করে তারেক। বেগম জিয়া এমনিতেই দুর্নীতি বিরোধী অভিযানে ঘাবড়ে গিয়েছিলেন। পরে তার ভাই সাঈদ ইস্কান্দার তাকে আপাতত: চুপ চাপ থাকার পরামর্শ দেয়। সেই পরামর্শে বেগম জিয়া দলের নেতা-কর্মীদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। ফালু গ্রেপ্তার হবার পর বেগম জিয়া আরো নার্ভাস হয়ে পরেন। এসময় নিজেই এক অনিশ্চয়তার মধ্যে ছিলেন বেগম জিয়া। তবুও পুত্রের চাপে জেনারেল মঈনকে ফোন করার সিদ্ধান্ত নেন খালেদা। কয়েকদফা চেষ্টার পর জেনারেল মইনকে পেলেন অনেক রাতে। বেগম জিয়া ক্ষুদ্ধ হয়েই বললেন ‘ তোমাকে ফোনেও পাওয়া যায় না। তুমি কি আমাকে এভয়েড করছো।’ মঈন শান্ত ভাবেই উত্তর দিলেন ‘না, ম্যাডাম আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম।’ এরপর বেগম জিয়া সরাসরি প্রসঙ্গে এলেন ‘ তোমরা নাকি মামুনকে এরেস্ট করেছো, এরেস্ট করলে কোর্টে নিচ্ছো না কেন? এসব কি হচ্ছে?’ জেনারেল মঈন বললেন ‘ম্যাডাম, এসব প্রসঙ্গে আলোচনা না করাই ভালো।’ বলে ফোন কেটে দেন জেনারেল মঈন। এটাই ছিলো বেগম খালেদা জিয়ার সঙ্গে মঈনের শেষ আলাপ। এরপর এই দুজনের আর কোনদিনই কথা হয়নি। জেনারেল মঈন বেগম জিয়ার ফোনকে অনেক বেশী গুরুত্বের সঙ্গে নেন। এনিয়ে রাতেই মঈন তার ঘনিষ্ঠ দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেন। এই বৈঠকে, একটি বিষয়ে তিন সেনাকর্মকর্তা ঐক্যমতে পৌঁছেন, তা হলো, তারেক কে গ্রেপ্তার করতেই হবে। তারেক কে গ্রেপ্তার না করলে একদিকে যেমন সেনাবাহিনীতে দুর্নীতি বিরোধী অভিযান গ্রহণযোগ্যতা পাবে না, অন্যদিকে তারেক নানা কারসাজি করবে। এমনকি সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টিরও চেষ্টা করতে পারে বলে ঐ বৈঠকে মতামত দেয়া হয়। পরদিন সকালে, জেনারেল মঈন তার ভাবনা বিগ্রেডিয়ার বারী এবং আমিনকে বলেন। তারাও এই মতের সঙ্গে একমত হন। কিন্তু বিগ্রেডিয়ার আমিন তারেকের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন। তার মতে ‘শুধু তারেককে গ্রেপ্তার করলে আওয়ামী লীগ আপার হ্যান্ড পাবে। ব্যালেন্স নষ্ট হবে।’

আগামীকাল পর্ব ১৬: শেখ হাসিনা বললেন ‘আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭