ইনসাইড বাংলাদেশ

গণমাধ্যমও সরকারের প্রতিপক্ষ হচ্ছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/02/2021


Thumbnail

গত কয়েক দিনে আক্রান্ত হয়েছে গণমাধ্যম। আর এই আক্রান্তের ঘটনার ফলে গণমাধ্যমের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং অস্থিরতা তৈরি হয়েছে। গণমাধ্যমের অনেক নেতৃস্থানীয় এই বিষয়গুলো নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছেন। অন্যথায় গণমাধ্যম আন্দোলনে যেতে পারে, এমন আশঙ্কার কথাও বলা হচ্ছে। নোয়াখালীতে সাংবাদিক বুরহানের মৃত্যুর পর গতকাল কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যু, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি নিয়ে গণমাধ্যমের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গণমাধ্যমের অনেকেই মনে করছেন যে, সরকারের ভেতরের একটি মহল পরিকল্পিতভাবে গণমাধ্যমকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে। নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতায় নিহত হন সাংবাদিক বুরহান। তার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের ঢেউ ঢাকায়ও এসে পড়েছে। বিভক্ত সাংবাদিক ইউনিয়নের দুটি গ্রুপই ধাপে ধাপে কর্মসূচি নেয়ার পরিকল্পনা নিয়েছেন। এই ঘটনা যখন কেবল পুঞ্জিভূত হচ্ছে সেই সময় একটি বড় আঘাত এসেছে কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুর মধ্য দিয়ে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মুশতাককে আটক করা হয়েছিল এবং গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তাকে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর প্রথমে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মুশতাককে আটক করা হয়েছিল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং চক্রান্তের অভিযোগে। এই অভিযোগে আরও দু`জনকেও গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা ভালো নয় বলে তার পরিবারের সূত্রে জানানো হয়েছে। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ, রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ইসলাম ভূঁইয়া ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর দীর্ঘদিন ধরেই তারা কারাগারে আছেন এবং এই কারাগারে মৃত্যু ঘটলো মুশতাকের। মুশতাকের মৃত্যুকে গণমাধ্যমের কেউ কেউ পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। এটি নিয়ে শুধু সাংবাদিকদের মধ্যে নয়, ছাত্রদের মধ্যে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়ে পড়ছে।

গত কিছুদিন ধরেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং বিভিন্নভাবে গণমাধ্যম কর্মীদের উপর ভয়-ভীতি ইত্যাদি প্রদর্শনের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগেই বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম-এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে, এক ব্যক্তি বিডিনিউজকে কিছু খবর তুলে ফেলার জন্য হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু কিছু ধারা বাতিলের ব্যাপারে গণমাধ্যমের পক্ষ থেকে আবার নতুন করে কথাবার্তা উঠেছে। এই আইনের অপপ্রয়োগ হচ্ছে এবং যথেচ্ছভাবে আইনকে ব্যবহার করা হচ্ছে বলেও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এখন পরপর এই দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে।

অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে সরকারের ভেতরে একটি অশুভ শক্তি ক্রিয়াশীল। এরা নানাভাবে গণমাধ্যমকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাদের ব্যক্তিগত অনিয়ম-দুর্নীতির স্বেচ্ছাচারিতা ঢাকার জন্য তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে। এর ফলে সরকারের সঙ্গে গণমাধ্যমের যে দীর্ঘ দিনের একটি সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কে এক ধরনের টানাপোড়ন তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, গণমাধ্যমকে যদি সরকারের প্রতিপক্ষ বানানো হয়, সেটা সরকারের জন্যে শুভ লক্ষণ হবেনা। গণমাধ্যমে সমালোচনা থাকতেই পারে। কিন্তু সরকারের ভিতর কিছু অতি উৎসাহী ব্যক্তির ন্যূনতম সমালোচনা সহ্য করতে পারছেন না। আর এই প্রেক্ষিতে এই প্রশ্ন উঠেছে যে গণমাধ্যমকে কি সরকারের প্রতিপক্ষ করা হচ্ছে এবং এই প্রতিপক্ষ করার ক্ষেত্রে একটি মহল অতি উৎসাহী?



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭