ইনসাইড ট্রেড

করোনা আক্রান্ত চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/04/2021


Thumbnail

করোনায় আক্রান্ত হয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এই পরিচালক। 

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে তিনি বলেন, `আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই, এমনকি করোনার তেমন কোনো লক্ষণও নেই। শুধু সর্দি ও হালকা গলাব্যথা হওয়ার কারণে গত ৫ এপ্রিল করোনা পরিক্ষা করি। রাতে রিপোর্ট পজিটিভ আসে।`

গত বছরের শেষ দিকে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র `বিশ্বসুন্দরী`। পরীমনি-সিয়াম অভিনীত এ ছবিটি টানা কয়েক মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছে।

এরই মধ্যে শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত, অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও তার স্ত্রী রোজী সিদ্দিকী, প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি, নায়িকা কবরী, শহীদুজ্জামান সেলিম ও রোজি সেলিমসহ অনেকেই।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭