ইনসাইড বাংলাদেশ

‘এতিম বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/09/2017


Thumbnail

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সময়ের পার্থক্য ছয় ঘণ্টা। বিএনপির তরুণ এক নেতা দিক নির্দেশনার জন্য ফোন করলেন তারেক জিয়াকে। লন্ডনে বাজে সকাল আটটা। অপরপ্রান্ত থেকে এলো ভয়েস মেইল বক্সের আওয়াজ। নেতা ভাবলেন ভাইয়া বোধহয় এখনো ঘুমিয়ে। বাংলাদেশ সময় বিকাল ৪টা লন্ডন সময় সকাল ১০টা। এবারও ভয়েস মেইল বক্স। নেতা এবার মেইল বক্সে বললেন ‘ভাইয়া আমরা এতিমের মতো অবস্থায় আছি। একটা কিছু ডিরেকশন দেন। এভাবে দুই দিন ১০ বার ফোন করলেন নেতা, ৬ বার ভয়েস মেইল বক্সে জানালেন নানা আকুতি। দুই দিন পর, তার ফোনে ফোন এলো ভাইয়ার ‘কী হয়েছে বার বার ফোন করছ কেন?’ ‘ভাইয়া কিছুইতো হচ্ছে না, আমরা কী করব?’ নেতার আর্তনাদ। অপরপ্রান্ত থেকে নিস্পৃহ কণ্ঠে ‘ চেষ্টা চলছে। অপেক্ষা করো।’ নেতা বললেন ‘অপেক্ষাতো করছি দশ বছর। আরতো পারছিনা।’ ভাইয়া এবার উত্তেজিত হলেন একটু ধমক দিয়ে বললেন ‘না পারলে, আওয়ামী লীগে যোগ দাও।’ নেতাও নাছোড়বান্দা। জানালেন ‘সেই পথওতো এখন বন্ধ। বিএনপি থেকে যাব কেন, এত কষ্ট করলাম। ভাইয়া আমি বলছিলাম কিছু কর্মসূচি টর্মসূচি যদি দেন। কর্মীরা প্রোগ্রাম চায়।’ ভাইয়া এবার আরও একটু উত্তেজনার মিটার বাড়ালেন। বললেন ‘কর্মসূচি দিলেতো আন্ডা পারো। কাউকেতো মাঠে পাওয়া যায় না। এখন রোহিঙ্গা নিয়ে কিছু কর। নেতা বললেন ‘এখন কর্মসূচি দেন, ইস্যু দেন। দেখেন ফাটায় দেব। আর রোহিঙ্গা। আমাদের অবস্থাতো রোহিঙ্গার চেয়েও খারাপ। বিএনপিইতো এখন রোহিঙ্গা।’ তারেক বলল, ‘ঠিক আছে বসে বসে বাদাম চিবাও। আমি এখন একটু জিমে যাব। কিছু হলে তোমাদের জানিয়ে দেব, কী করতে হবে। একটা কিছু হবে।’

নেতা তরুণ, একসময় ছাত্রদলের নেতা ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদল থেকে বহিস্কৃত হয়েছিলেন। তাঁর এলাকা থেকে একবার আর ঢাকা থেকে একবার নির্বাচন করে, দুবারই হেরেছেন। এখন ১৫৩টি মামলা মাথায় নিয়ে ঘুরছেন। হঠাৎই তার বিশ্ববিদ্যালয়ের তারুণ্য টগবগিয়ে উঠল বললেন, ‘ভাইয়া একটা কথা বলি।’ ওপার থেকে ‘বলো’। ‘আপনিতো ভালোই আছেন জিম করছেন খাচ্ছেন দাচ্ছেন। আর আমাদের গালি দিচ্ছেন। একটা কাজ করেন, ‘আপনি দেশে এসে একটু ফাটায় দেন না, না হলে আমাদের লন্ডনে নিয়ে যান। ওখান থেকে লেকচার দেওয়া সহজ। দেশে আইস্যা দেখান আপনি কেমন ব্যাটা। আর আমরা বাদাম খাব, আপনি খাবেন শ্যাম্পেন?’ এরপর তারেক ফোন কেটে দিলো। এটা আরও এক সপ্তাহ আগের কথা। এরপর বিএনপির প্রধান দুই নেতা বেগম জিয়া এবং তারেক জিয়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই কেন্দ্রীয় নেতাদের। নেতারাও রোহিঙ্গাদের মতো অপেক্ষায় আছেন।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭