ইনসাইড পলিটিক্স

বিএনপি অন্ধকারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/04/2021


Thumbnail

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে তাকে নিয়ে চিন্তিত বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা। তারা খালেদা জিয়াকে ‍উচ্চ ঝুঁকিতে দেখছেন তার উচ্চ রক্তচাপ এবং আর্থাইটিস থাকার কারণে। কিন্তু এই পরিস্থিতিতে বেগম জিয়াকে কোথায় নিয়ে চিকিৎসা করা হবে সে বিষয়ে বিএনপির কোনো নেতাকে জানানো হয়নি তাদের রাখা হয়েছে অন্ধকারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়া পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও জিয়া পরিবার খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতি জড়াতে চাইছেন না।

বেগ খালেদা জিয়াকে কোথায় নিয়ে চিকিৎসা করা হবে এ বিষয়ে জিয়া পরিবার এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা আলোচনা করছেন। সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ইতিমধ্যে লন্ডনের অবস্থানরত তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহামানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে জিয়া পরিবারের একজন সিদ্ধান্ত নেবেন বলে সূত্র নিশ্চিত করেছে। 

বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলেন, আমাদের যে কয়জন নেতা করোনা থেকে সুস্থ আছেন তাদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে কোনো যোগাযোগ করা হচ্ছে না, আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। এ ছাড়া আমরা যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। এমনিতেই দলের যে অবস্থা তার ওপর দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা করোনায় আক্রান্ত এই পরিস্থিতিতে আমরা যারা সুস্থ আছি তারা যদি দলের চেয়ারপার্সনের চিকিৎসার বিষয়ে পাশে থাকতে না পারি এ থেকে দুঃখ্যের কিছু হতে পারে না।

উল্লেখ্য, আজ রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনা শনাক্ত হয়েছেন। আজ তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিপোর্টে খালেদা জিয়ার বাসার ঠিকানা দেওয়া হয়েছে গুলশান-২। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭