ইনসাইড বাংলাদেশ

তুমি মহারাজ সাধু হলে আজ…

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2017


Thumbnail

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের গাড়ি চলল উল্টো পথে। একজন সচিব গাড়িতে থাকা অবস্থায় গাড়ি কীভাবে চলবে তা অবশ্যই তিনি নির্ধারন করবেন। কিন্তু তা যদি না হয়, তার মানে গাড়ির চালকের ওপর সচিবের কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই। যদি তাই হয়ে থাকে তাহলে তো তাঁর সচিব থাকাই উচিত নয়। আর যদি সচিব নিজেই প্রশাসনের লোক হয়ে এভাবে আইন ভঙ্গ করে থাকেন তাহলে কেন শুধু চালককেই অব্যাহতি দেওয়া হলো? সে ক্ষেত্রে কি সচিবও দোষী নয়?

গত রোববার রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে যাওয়ার সময় সচিব মাফরুহা সুলতানার গাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। পরদিন বাংলামোটরে উল্টো পথে গিয়ে আবার ধরা পড়েন মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মিয়া। উল্টো পথে গাড়ি চালানোর দায়ে গাড়িচালককে ইতিমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তাকে। পাশাপাশি গাড়িকে জরিমানা করেছে পুলিশ।

সচিব গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি এবং চালককে নিয়ন্ত্রণের দায় দায়িত্ব সচিবের। কিন্তু কেন শুধু চালককে অব্যাহতি দেওয়া হলো? এ নিয়ে শুধু প্রশাসনেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রায় সর্বত্রই সমালোচনা হচ্ছে।

গত সোমবার থেকেই চালককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

উল্টোপথে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবও সমান দোষী। তাই শুধু চালকের চাকরি নয় তাঁরও চাকরি যাওয়া উচিত নয় কি?

পর পর দুবার গাড়ি উল্টো পথে, দুবারই গাড়িতে সচিব ছিলেন। কিন্তু সচিবকে শোকজ না করে করা হয়েছে শুধু চালককে। প্রভাবশালীরা প্রশ্রয় দেয় বলেই, চালকরা এভাবে আইন ভাঙ্গার সাহস পায়। উল্টো পথে যাওয়ার জন্য কে তাঁকে উৎসাহিত করেছিল? অবশই সচিব তাঁকে মানা করেনি, অথবা হয়ত সেই তাঁকে উল্টা পথে গাড়ি চালাতে বলেছিল। আসলে কি হয়েছে তা হয়ত জানা যাবে না, কিন্তু এই ঘটনায় শুধু একা চালক দোষী নয়, দোষী গাড়িতে অবস্থানরত সচিবও বটে। তাহলে তার কি শাস্তি হবে? নাকি আইন ভঙ্গের শাস্তি কি শুধু গরীবের জন্য?

বাংলা ইনসাইডার/আরএ/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭