ইনসাইড বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: নিয়োগ নিয়ে উপাচার্য ভবনের সামনে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2021


Thumbnail

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিনে নিয়োগকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপাচার্য ভবনের সামনে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য এম আব্দুস সোবহান ১৭০ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন এমন গুঞ্জন ওঠে। একে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকে উপাচার্য ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও চাকরি প্রত্যাশীরা অবস্থান নেয়। বেলা সোয়া ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চড়াও হয় ও বেধড়ক পেটাতে থাকে। 

এসময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। পরে হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়। এই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রিড়াবিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল, হবিবুর হলের সেকশন অফিসার আবদুল্লাহ আল মাসুদসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত সবার নাম ও পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও উপাচার্য তার মেয়াদের শেষ দিনে ১৭০ জনকে নিয়োগ দিলেন। একে কেন্দ্র করেই এই হামলা হয়। এই ব্যাপারে বক্তব্য জানতে চাইলে প্রক্টর লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭