কালার ইনসাইড

সপ্তাহ জুড়ে বিচ্ছেদ, ভালো খবর বলিউডের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2017


Thumbnail

তারকাদের বিচ্ছেদের খবরটা নিয়মিত হয়ে যাচ্ছে। বিচ্ছেদ হয়ে গেল অভিনেত্রী নোভা ও পরিচালক রায়হান খানের। ২০১১ সালের ১১ নভেম্বর তারা বিয়ে করেছিলেন। এরপর ২০১৩ সালের ২৮ জুলাই তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে। তার নাম রাখা হয় রাফাজ সান্নিধ্য রায়হান। কিন্তু নিয়মিত ঝগড়া ও মতের অমিলে শেষমেষ প্রায় পাঁচ বছর সংসার করা পর আর টিকিয়ে রাখতে পারেনি।

অন্যদিকে ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও মডেল কৃষাণেরও বিচ্ছেদ হয়ে গেল। গতবছর ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। বছর না পেরুতেই এমন সিদ্ধান্ত। তবে কারো বিপক্ষে কোন অভিযোগ করেনি।

কিন্তু মিলার সংসারে তো রীতিমতো আগুন জ্বলছে। ভালোবেসেই প্রিয় মানুষটির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। পারভেজ সানজারি ও মিলার প্রেমের বয়স ছিল ১০ বছর। আর সংসারের বয়স মাত্র পাঁচ মাস। অর্ধ বছর পূর্ণ হবার আগেই মিলা ও পারভেজের সংসারে বিচ্ছেদের সানাইয়ের সুর বেজে ওঠে। স্বামীর পরকীয় ও শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণেই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পরবর্তীতে তার উপর অত্যাচার করা ছবিও প্রকাশ করে। যেখানে দেখা যায় মিলার হাত ব্যান্ডেজ করা। কপালে সিগারেটের পোড়া দাগ।

গেল সপ্তাহে শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন ব্যন্ড ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়েও মিডিয়া পাড়ায় বেশ হট্টগোল হয়। তুহিন ও শিরোমহীনের সদস্যরা অভিযোগ পাল্টা অভিযোগ তোলে। আপাতত তার কোন সুরহা হয়নি। তবে তুহিন যে শিরোনামহীনে আর নেই সেটা শিওর হয়ে বলা সম্ভব।

ঢালিউডের খবরও মন্দ নয়। অবাক হলেও সত্যি, ১৫ বছর পর চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে ফিরলেন এটিএম শামসুজ্জামান। ‘চালবাজ’ সিনেমার শুটিংয়ের জন্য ভারত গেলেন শাকিব খান। অপু বিশ্বাস নতুন সিনেমার ঘোষনা দিলেন।  এ বছরের সবচেয়ে জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’র নামে ছবিটির নামকরণ করা হয়েছে। তার বিপরীতে অভিনয় করবেন শাহরিয়াজ। রিয়াজের সঙ্গেও অপুর অন্য একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে কথা চলছে।

শাকিবের বিরুদ্ধে কথা বলে পুরস্কার মিলেছে নিপুনের। নির্বাচন না করেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে পদ পেলেন চিত্রনায়িকা নিপুন। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন মৌসুমী। তিনি পদত্যাগ করায় এবার শূন্য চেয়ারটি এলো নিপুনের দখলে।

মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৯৭১ এর সংঘবদ্ধ যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন গিয়াসউদ্দিন সেলিম।

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান এবার সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ভাওয়াল সন্ন্যাসী’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর এ ছবিতে ভাওয়ালের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ভাওয়াল সন্ন্যাসী চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।

মঞ্চ নাটক নিয়ে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গীতিকবি জাভেদ আখতার ও বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ‘কাইফি আওর ম্যায়’ শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ করবেন এই তারকা দম্পতি। শাবানার বাবা কবি কাইফি আজমি’র জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি।

বলিউড

আজ ১৩ অক্টোবর বিখ্যাত অভিনেতা অশোক কুমারের জন্মদিন।  ১৯১১ সালের এই দিনে তিনি জন্মগ্রহন করেন। এমনই দিনে ১৯৮৭ মৃত্যুবরণ করেন তার ছোট ভাই বিখ্যাত গায়ক কিশোর কুমার। দুই ভাই,সমৃদ্ধ করে গেছেন বলিউডের জগতকে। ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাই আর জন্মদিন পালন করেন নি,তাঁর ১৪ বছর পর তিনিও পরলোকগমন করেন।

অমিতাভ বচ্চন সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে কনফার্ম করেছেন ববি দেওল। সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্দেজ-এর পাশাপাশি `রেইস থ্রি`-তে থাকছেন ববি দেওল! পরিচালক রেমো ডি সুজা। মুক্তি পাবে ঈদ ২০১৮। তবে সালমানের ‘টাইগার জিন্দা হে’ মুক্তি পাবে এবছর দেওয়ালিতেই। আগামী সপ্তাহে অফিসিয়াল পোষ্টার প্রকাশ পাবে। সালমানের রয়েছে আরও খবর। বন্ধুত্বের খাতিরে অক্ষয় ও করন জোহরের ছবি ‘কেছারি’ থেকে নিজেকে সরিয়ে নিলেন। কারণ অজয় দেবগন একই প্রেক্ষাপটে ছবি নির্মান করছেন। অজয়ের সঙ্গে দ্বন্ধে জড়াতে রাজি নন সালমান। করণ জোহার প্রযোজিত ভারতের বিখ্যাত `সারাগারির যুদ্ধের` উপর নির্মিত `কেছারি` রিলিজ হবে হোলি ২০১৯ এ। প্রধান চরিত্রে অক্ষয় কুমারকে দেখা যাবে। পরিচালনা করবেন অনুরাগ সিং।

হৃতিক রোশানের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চলতি সময়ের আলোচিত অভিনেত্রী বাণী কাপুর। কিন্তু তার চেয়েও হট টপিক হচ্চে দুজনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন পার্টি, রেস্টুরেন্ট  এমনকি সমুদ্র সৈকতেও তাদের একসঙ্গে দেখা মিলছে।

ধর্মা প্রডাকশন ও ফক্স ইন্ডিয়া আরও একটি বড় প্রোজেক্ট `ব্রাহ্মস্ত্র ট্রিজলি` নিয়ে আসছে। এই ফ্যান্টাসি, এ্যাডভেঞ্চার, লাভ স্টোরির প্রধান চরিত্রে অমিতাভ বচ্চন, রনবীর কাপুর ও আলিয়া ভাট কে দেখা যাবে।  পরিচালনা করবেন অয়ন মুখার্জি। প্রথম পর্ব রিলিজ হবে ১৫ আগস্ট ২০১৯।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭