কালার ইনসাইড

সপ্তাহ জুড়ে বিচ্ছেদ, ভালো খবর বলিউডের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১৩ অক্টোবর, ২০১৭


Thumbnail

তারকাদের বিচ্ছেদের খবরটা নিয়মিত হয়ে যাচ্ছে। বিচ্ছেদ হয়ে গেল অভিনেত্রী নোভা ও পরিচালক রায়হান খানের। ২০১১ সালের ১১ নভেম্বর তারা বিয়ে করেছিলেন। এরপর ২০১৩ সালের ২৮ জুলাই তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে। তার নাম রাখা হয় রাফাজ সান্নিধ্য রায়হান। কিন্তু নিয়মিত ঝগড়া ও মতের অমিলে শেষমেষ প্রায় পাঁচ বছর সংসার করা পর আর টিকিয়ে রাখতে পারেনি।

অন্যদিকে ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও মডেল কৃষাণেরও বিচ্ছেদ হয়ে গেল। গতবছর ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। বছর না পেরুতেই এমন সিদ্ধান্ত। তবে কারো বিপক্ষে কোন অভিযোগ করেনি।

কিন্তু মিলার সংসারে তো রীতিমতো আগুন জ্বলছে। ভালোবেসেই প্রিয় মানুষটির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। পারভেজ সানজারি ও মিলার প্রেমের বয়স ছিল ১০ বছর। আর সংসারের বয়স মাত্র পাঁচ মাস। অর্ধ বছর পূর্ণ হবার আগেই মিলা ও পারভেজের সংসারে বিচ্ছেদের সানাইয়ের সুর বেজে ওঠে। স্বামীর পরকীয় ও শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণেই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পরবর্তীতে তার উপর অত্যাচার করা ছবিও প্রকাশ করে। যেখানে দেখা যায় মিলার হাত ব্যান্ডেজ করা। কপালে সিগারেটের পোড়া দাগ।

গেল সপ্তাহে শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন ব্যন্ড ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়েও মিডিয়া পাড়ায় বেশ হট্টগোল হয়। তুহিন ও শিরোমহীনের সদস্যরা অভিযোগ পাল্টা অভিযোগ তোলে। আপাতত তার কোন সুরহা হয়নি। তবে তুহিন যে শিরোনামহীনে আর নেই সেটা শিওর হয়ে বলা সম্ভব।

ঢালিউডের খবরও মন্দ নয়। অবাক হলেও সত্যি, ১৫ বছর পর চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে ফিরলেন এটিএম শামসুজ্জামান। ‘চালবাজ’ সিনেমার শুটিংয়ের জন্য ভারত গেলেন শাকিব খান। অপু বিশ্বাস নতুন সিনেমার ঘোষনা দিলেন।  এ বছরের সবচেয়ে জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’র নামে ছবিটির নামকরণ করা হয়েছে। তার বিপরীতে অভিনয় করবেন শাহরিয়াজ। রিয়াজের সঙ্গেও অপুর অন্য একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে কথা চলছে।

শাকিবের বিরুদ্ধে কথা বলে পুরস্কার মিলেছে নিপুনের। নির্বাচন না করেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে পদ পেলেন চিত্রনায়িকা নিপুন। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন মৌসুমী। তিনি পদত্যাগ করায় এবার শূন্য চেয়ারটি এলো নিপুনের দখলে।

মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৯৭১ এর সংঘবদ্ধ যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন গিয়াসউদ্দিন সেলিম।

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান এবার সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ভাওয়াল সন্ন্যাসী’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর এ ছবিতে ভাওয়ালের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ভাওয়াল সন্ন্যাসী চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।

মঞ্চ নাটক নিয়ে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গীতিকবি জাভেদ আখতার ও বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ‘কাইফি আওর ম্যায়’ শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ করবেন এই তারকা দম্পতি। শাবানার বাবা কবি কাইফি আজমি’র জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি।

বলিউড

আজ ১৩ অক্টোবর বিখ্যাত অভিনেতা অশোক কুমারের জন্মদিন।  ১৯১১ সালের এই দিনে তিনি জন্মগ্রহন করেন। এমনই দিনে ১৯৮৭ মৃত্যুবরণ করেন তার ছোট ভাই বিখ্যাত গায়ক কিশোর কুমার। দুই ভাই,সমৃদ্ধ করে গেছেন বলিউডের জগতকে। ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাই আর জন্মদিন পালন করেন নি,তাঁর ১৪ বছর পর তিনিও পরলোকগমন করেন।

অমিতাভ বচ্চন সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে কনফার্ম করেছেন ববি দেওল। সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্দেজ-এর পাশাপাশি `রেইস থ্রি`-তে থাকছেন ববি দেওল! পরিচালক রেমো ডি সুজা। মুক্তি পাবে ঈদ ২০১৮। তবে সালমানের ‘টাইগার জিন্দা হে’ মুক্তি পাবে এবছর দেওয়ালিতেই। আগামী সপ্তাহে অফিসিয়াল পোষ্টার প্রকাশ পাবে। সালমানের রয়েছে আরও খবর। বন্ধুত্বের খাতিরে অক্ষয় ও করন জোহরের ছবি ‘কেছারি’ থেকে নিজেকে সরিয়ে নিলেন। কারণ অজয় দেবগন একই প্রেক্ষাপটে ছবি নির্মান করছেন। অজয়ের সঙ্গে দ্বন্ধে জড়াতে রাজি নন সালমান। করণ জোহার প্রযোজিত ভারতের বিখ্যাত `সারাগারির যুদ্ধের` উপর নির্মিত `কেছারি` রিলিজ হবে হোলি ২০১৯ এ। প্রধান চরিত্রে অক্ষয় কুমারকে দেখা যাবে। পরিচালনা করবেন অনুরাগ সিং।

হৃতিক রোশানের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চলতি সময়ের আলোচিত অভিনেত্রী বাণী কাপুর। কিন্তু তার চেয়েও হট টপিক হচ্চে দুজনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন পার্টি, রেস্টুরেন্ট  এমনকি সমুদ্র সৈকতেও তাদের একসঙ্গে দেখা মিলছে।

ধর্মা প্রডাকশন ও ফক্স ইন্ডিয়া আরও একটি বড় প্রোজেক্ট `ব্রাহ্মস্ত্র ট্রিজলি` নিয়ে আসছে। এই ফ্যান্টাসি, এ্যাডভেঞ্চার, লাভ স্টোরির প্রধান চরিত্রে অমিতাভ বচ্চন, রনবীর কাপুর ও আলিয়া ভাট কে দেখা যাবে।  পরিচালনা করবেন অয়ন মুখার্জি। প্রথম পর্ব রিলিজ হবে ১৫ আগস্ট ২০১৯।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

ঢাকাই সিনেমায় অভিনয় করতে চাইলেন নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ’র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’।

চার যুগ আগে ‘মন্থন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা। যেটি ছিল অভিনেতার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এই শ্যাম বেনেগালই নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এই অভিনেতার অভিনয় বেশ মনে ধরেছে বলিউডের বিখ্যাত এই তারকার।

নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি। খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

এ সময় বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি। পেলে খুব খুশি হতাম। যদিও আমি দুইবার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা।’


ঢাকা   সিনেমা   অভিনয়   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না: শাহরুখ খান

প্রকাশ: ০৭:৫১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না বলিউডের এই বাদশাহ। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। যেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।

ভিডিওটিতে শাহরুখের কাছে প্রশ্ন রাখা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য আপনার পারিশ্রমিক কেমন?’। উত্তরে শাহরুখ বলেন, ‘আমি বিভিন্ন শো’র জন্য পারিশ্রমিক নেই, এন্ডোর্সমেন্টের জন্য নেই, লাইভ শো’র জন্য নেই। কিন্তু কখনোই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না। গেল ২০ বছরে কোনো নির্মাতা এই কথা বলতে পারবে না যে, আমি সিনেমায় অভিনয়ের জন্য তাদের কাছে অর্থ চেয়েছি। আমি নির্মাতাদের বলি- আপনারা সিনেমায় আমাকে নিন। যদি লাভ হয় আমাকে দিয়েন। না হলে আমাকে দেওয়ার প্রয়োজন নেই।’

এমন উত্তরের পর তার কাছে জানতে চাওয়া হয়, ‘তাহলে তার আয়ের উৎস কী?’। এ সময় অভিনেতা আরও বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য আমি পারিশ্রমিক না নিলেও আমি সিনেমার বাইরে এত কাজ করি যে, তা দিয়েই আমার সংসার চলে যায়। কারণ সিনেমায় অভিনয় আমার কাছে পূজা করার মতো। এই কাজ করে আমি কখনোই পারিশ্রমিক নেই না।’


সিনেমা   অভিনয়   পারিশ্রমিক   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মারা গেছেন ডা. খোদেজা বেগম মৃধা

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বিশিষ্ট ডা. খোদেজা বেগম মৃধা মৃত্যুবরণ করেছেন। গত রবিবার (১২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত ডা. খোদেজা বেগম মৃধা কবি, সাহ্যিতিক ও গীতিকার জোবেদা খাতুনের জেষ্ঠ্য কন্যা ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

মরহুমার ভাই তবলা বাদক জাহাঙ্গীর মির্জা বাবুলের মহাখালীর নিজ বাড়িতে তার কুলখানি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কুলখানিতে দেশের বহু ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন মরহুমার ভাগনি আঁখি আলমগীর, কবি খোশনূর আলমগীর, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ডা. খোদেজা বেগম মৃধা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফারিণের সঙ্গে নতুন গান গাইতে আগ্রহী তাহসান

প্রকাশ: ০৫:০০ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সংগীতশিল্পী তাহসান খান গান গেয়েছিলেন। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ। এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

ফারিণের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান জানান, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি।

সংগীতশিল্পী তাহসান বলেন, আমাকে এবং তাসনিয়া ফারিণকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ জানাই তিনি সুযোগটা করে দিয়েছিলেন। আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করবো তবে এখন না। আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখন আমরা কাজ করবো।

রঙে রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ। কারণ আমাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে, ভাই গানটা খুব ভালো লেগেছে। তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে আমার নতুন গান আসবে।


ফারিণ   তাহসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের পৃথিবীর মঞ্চ ছাড়ার সময়ে ঢাকার মঞ্চে মোনালি

প্রকাশ: ০৩:০৪ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ভারতীয় সংগীতশিল্পী অভিনেত্রী মোনালি ঠাকুর। জীবন থেকে কঠিন এক শিক্ষা পেলেন তিনি। ঢাকার মঞ্চে তিনি যখন গান গাইছেন। তখন পৃথিবীর মঞ্চ ছেড়ে তার মা মিনতি ঠাকুর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বিষয়টি জানতে পেরেও গান থামান নি এই শিল্পী। শ্রোতাদের গেয়ে শুনিয়েছেন মায়ের প্রিয় গানতুমি রবে নীরবে

চলতি বছরের এপ্রিল মাসের শেষে মোনালির মাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটো কিডনিই কাজ করছিল না, ডায়ালাইসিস চলছিল। শুক্রবার (১৭ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মায়ের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মোনালি লিখেছেন, ‘শেকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান।

বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘গুডনাইট’ (দিল কাবাডি), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘গোলামাল’ (গোলমাল থ্রি) প্রভৃতি। শুধু গান নয়, বলিউডের বেশকিছু সিনেমাতে অভিনয়ও করেছেন এই গায়িকা।

এর আগে একটি কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশে এসেছিলেন মোনালি। রাজারবাগ পুলিশ লাইনসের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি অনেক আগেই ঠিক হয়ে ছিল।


মা   পৃথিবী   মোনালি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন