ইনসাইড ইকোনমি

স্টাইল ক্রাফটের দাপট, ৪৯% দাম বেড়েছে মেট্রো স্পিনিংয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে বস্ত্র খাতের স্টাইল ক্রাফট ও মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। এছাড়া দর বাড়ার কোনো কারণ ছাড়াই ৯ কার্যদিবসে প্রায় ১৯ শতাংশ বেড়ে যায় ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম।

গত সপ্তাহেই দ্বিগুণ হয়ে গেছে বস্ত্র খাতের কম মূলধনের কোম্পানি স্টাইল ক্রাফটের শেয়ারের দাম। ১১ অক্টোবর কোম্পানির লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে এ কোম্পানির শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ বেড়ে যায়। একদিনেই শেয়ারটির দাম এক হাজার ২৯ টাকা বেড়ে ২ হাজার ৭৫০ টাকায় দাঁড়ায়। যা গত ২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ডিএসইর ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২ অক্টোবর থেকেই বাড়ছিল স্টাইল ক্রাফটের শেয়ার দর। এর মধ্যে ১১ অক্টোবর লভ্যাংশ ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী শেয়ারের দামের ওপর কোন সীমা আরোপ করা ছিল না। ফলে এক লাফেই আকাশ ছোঁয়া দাম বেড়ে যায়।আর এতেই সপ্তাহ শেষে ৬৪ দশমিক ২ শতাংশ দাম বেড়ে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে আসে কোম্পানিটি। মাত্র সাড়ে ৫ কোটি টাকা মূলধনের এ কোম্পানির শেয়ার সংখ্যা সাড়ে ৫ লাখ। এর মধ্যে আবার উদ্যোক্তা-পরিচালকদের হাতেই রয়েছে ৩ লাখ শেয়ার।বাকি শেয়ার প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এদিকে এক বছর পর লভ্যাংশ ঘোষণা করেই গত সপ্তাহে ৪৯ দশমিক ৩৭ শতাংশ দর বেড়েছে জেড ক্যাটাগরির কোম্পানি মেট্রো স্পিনিংয়ের।২০১৬ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ায় দুর্বল মৌল ভিত্তির  হিসেবে জেড ক্যাটাগরিতে নেমে যায় কোম্পানিটি। এবারো ১০ অক্টোবর মাত্র ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেই একদিনে শেয়ারের দাম  ২৯ শতাংশ বেড়ে যায়।ওই দিন প্রতিটি শেয়ার ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

গেল সপ্তাহেই ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দামও বেড়ে যায় অস্বাভাবিক হারে।আর এজন্য ১১ অক্টোবর দাম বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই।তবে বরাবরের মতোই দাম বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল কারণ নেই বলে দায়সারা জবাব দিয়েছে কোম্পানিটি। ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর থেকেই টানা দর বাড়ছে এ কোম্পানির।দুই সপ্তাহ আগেও এ কোম্পানির শেয়ারের দাম ছিল ৩৬ টাকা ৭০ পয়সা। তবে ১৯ শতাংশ দাম বেড়ে গত সপ্তাহের শেষ দিন শেয়ারের দর দাঁড়ায় ৪৪ টাকা ৩০ পয়সায়।  

এদিকে, শেয়ারবাজারে আইনি সীমার বেশি বিনিয়োগের জন্য সাত ব্যাংককে বড় অঙ্কের জরিমানার ঘটনায় গত সপ্তাহে পাঁচ কার্য দিবসের মধ্যে তিন দিনই দরপতন হয়েছে।এতে করে সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমেছে ১৩৭.৯০ পয়েন্ট।বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগের কারণে জরিমানার করায় ব্যাংক খাতে কিছুটা ভীতির সঞ্চার হয়েছে। এতে অন্যান্য ব্যাংকও সতর্ক হয়ে যায়। ফলে বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।তবে সূচক কমলেও গত সপ্তাহে লেনদেন বেড়েছে ২৫ দশমিক ৯৫ শতাংশ।এসময় ডিএসইতে ৪ হাজার ৬২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের সপ্তাহের চেয়ে ৯৫২ কোটি ৪৫ টাকা বেশি।আগের সপ্তাহে ৩ হাজার ৬৭০ কোটি ৮ লাখ টাকা লেনদেন হয়েছিল। এ সপ্তাহেও লেনদেনে এগিয়ে ছিল ব্যাংকিং খাত।লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ৭টিই ছিল ব্যাংক খাতের দখলে। গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জেও সার্বিক সূচক কমেছে ২ দশমিক ৪৪ শতাংশ।আর লেনদেন হয়েছে ২৩২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭