ইনসাইড সাইন্স

নাম বদলে আবারও ভারতে আসছে টিকটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2021


Thumbnail

ভারত থেকে বিদায় নিয়েছিল টিকটক। চীনের সাথে সম্পর্কের তিক্ততা বাড়ায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়ে চলে গিয়েছিল। ফলে টিকটকের ব্যবহারকারীরা বিকল্প অ্যাপের দিকে ঝুঁকেছিল। অনেকে দেশী অ্যাপের দিকেও ঝুঁকে গিয়েছিল ভিডিও বানাবার জন্য। তবে প্রায় ১৩০ কোটি মানুষের দেশে আবারও ফিরছে টিকটক।

টিকটকের নির্মাতা বাইট ডান্স সংস্থা ট্রেডমার্ক বদলে ভারতে টিকটক ফেরানোর উদ্যোগ নিয়েছে। গত ৬ জুলাই বানান বদলে (TickTock) নাম নিয়ে এই অ্যাপকে ফেরাতে ট্রেডমার্ক অ্যাপলিকেশনও করেছে বাইট ডান্স।

নতুন করে করা এই আবেদনে বলা হয়েছে, TickTock অ্যাপটি প্রযুক্তিগতভাবে এবং ডিজাইনে TikTok অ্যাপের থেকে আলাদা হবে। চীনা প্রতিষ্ঠানটিই যে আবার ফিরে আসছে, এমন ভাবার কারণ নেই। কিন্তু এর ফিচারগুলো একই হবে। আগে যেমন ব্যবহারকারীরা ভিডিও তৈরি করতে পারতেন, এবারও তাই পারবেন।  

জানা গেছে, টিকটককে ভারতীয় বাজারে ফেরাতে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে কথাও বলেছে বাইট ডান্স। এমনকি ভারতীয় প্রযুক্তি আইন মেনে কাজ করার আশ্বাসও দিয়েছে চীনা সংস্থাটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭