ইনসাইড থট

শেখ হাসিনা: যুদ্ধে যুদ্ধে ৭৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

আগামীকাল ২৮ সেপ্টেম্বর। জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। শেখ হাসিনা কোন রাজকন্যা নন। রূপকথার মতো এলাম, দেখলাম জয় করলাম নেই তার জীবনে। সোনার কাঠি, রূপার কাঠির ছোঁয়ায় তার কোন কিছুই অর্জন না। তার সব অর্জন ত্যাগে, রীতিমতো যুদ্ধ করে। যুদ্ধে যুদ্ধেই পেরিয়ে গেল শেখ হাসিনার ৭৫ বছর। জন্মের সময় পিতা পাশে ছিলেন না। ভূমিষ্ঠ হবার ১০ দিন পর পান পিতার সান্নিধ্য। তার শিশুকাল কেটেছে পিতার মুখের অপেক্ষায়। পিতা জেলেই থাকতেন বেশীটা সময়। যে বয়সে শিশুরা পিতার কাছে নানা বায়না ধরে সে বিষয়ে পিতাকে পাওয়াই যেন তার বড় সুখ। ১৯৬৭ তে যখন তার বিয়ে হয় তখনও তার পিতা জেলে। জেলে স্বামীর সংগে গিয়ে পিতার দোয়া নেন। প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয় যখন ভূমিষ্ঠ হয় তখন দেশে যুদ্ধ। শেখ হাসিনা বন্ধী। সেই বন্ধী দশা থেকে ঢাকা মেডিকেলে কোন রকম আড়ম্বর ছাড়াই জন্ম নেয় বড় ছেলে জয়। সেটিও এক যুদ্ধের মধ্যেই যুদ্ধ তারপর ৭৫ এর নৃশংসতম হত্যাকাণ্ড, শেখ হাসিনাকে একলা করে দিলো। একমাত্র ছোট বোন শেখ রেহানা ছাড়া কেউই রইলো না। সন্তান দুটো ছোট। এর মধ্যেই দেশকে মুক্ত করার এক অসম্ভবকে সম্ভব করার যুদ্ধে নেতৃত্ব দিতে ফিরলেন প্রিয় স্বদেশে। বলে রাখা দরকার ৭৫ এর নারকীয় ঘটনার সময় দূরদেশ জার্মানিতে ছিলেন জন্যই তিনি বেঁচে গিয়েছিলেন। এরপর বহুবার তিনি বেঁচেছেন অলৌকিক ভাবেই। সৃষ্টিকর্তা যেন তাকে এদেশের মানুষের সেবা করার জন্যই বাঁচিয়ে রেখেছেন। ৮১র পর থেকে এ পর্যন্ত ১৯ বার তাকে হত্যা চেষ্টা করা হয়। এও যেন এক নিরন্তর যুদ্ধ।

স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এপর্যন্ত যুদ্ধেই কাটছে তার জীবন। 
কখনো অসাম্প্রদায়িক চেতনার পক্ষে যুদ্ধ।
কখনো মুক্তিযুদ্ধের স্বপ্নকে আগলে রাখার জন্য।
যুদ্ধাপরাধী এবং ৭১ এর খাতকদের বিরুদ্ধে লড়াই। 
৭৫ এর খুনিদের বিচারের জন্য লড়াই।
ছদ্মবেশী, মুখোশ পরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নিরন্তর লড়াই।
অসতের সাথে সত্য প্রতিষ্ঠার যুদ্ধ।
অন্যায়ের প্রতিবাদে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম।
যুদ্ধ লড়াই সংগ্রামেই কাটলো তার জীবন। যুদ্ধটা এখনো শেষ হয়নি। এখন চলছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের যুদ্ধ। ৭৫ বছরে কটা দিন তার ভাবনাহীন, অখণ্ড অবসরে কেটেছে? ৭৫ বছরে ক ঘণ্টা তিনি নিশ্চিন্তে নিজের জন্য ভেবেছেন?
জন্মদিনের আগে এ প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে ওঠে।
একটা মানুষ কি করে এতো ভার নিতে পারে?



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭