ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের দলগুলোর পরিচিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2021


Thumbnail

বাংলাদেশ

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর টি-২০ বিশ্বকাপের প্রতিটি পর্বেই বাংলাদেশ অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত বড় কোন সাফল্য অর্জন করতে পারেনি টাইগাররা। বিশ্বকাপের কোন নক আউট পর্বে এখন পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ।

চূড়ান্ত স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শামীম হোসেন পাটোয়ারি।

রিজার্ভ: রুবেল হোসেন।

ভারত

টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের প্রথম বিজয়ী দলের সম্মানটি ভারতের দখলে। তারুণ্য নির্ভর দল নিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্বজয়ীর তকমা হাসিল করে নেয় ভারত। এরপর ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে রানার্স আপ হয় দেশটি।

চূড়ান্ত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ ভুবেনশ্বর কুমার, এবং মোহাম্মদ সামি।

রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল।

পাকিস্তান

বিশ ওভারের সংক্ষিপ্ত আসরের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের রানার্স আপ দল তারা। সে আসরে প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় তারা। তবে পরের আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বিশ্বজয়ীর তকমা গায়ে উঠে পাকিস্তানিদের।

চূড়ান্ত স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

রিজার্ভ: খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।

শ্রীলংকা

এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার। ২০১৪ সালে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে রানার্স আপ এবং ২০১২ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা হেরে রানার্স আপ হয় লঙ্কান বাহিনী।

চূড়ান্ত স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দা, আকিলা ধনাঞ্জয়া।

নিউজিল্যান্ড

২০০৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হয় কেন উইলিয়ামসনদের।

চূড়ান্ত স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।

রিজার্ভ: অ্যাডাম মিলনে

দক্ষিণ আফ্রিকা

সারা জীবন চোকারের তকমা দখল করে রাখা আফ্রিকার এর দেশটি ওয়ানডের মত টি-২০ তেও এখন পর্যন্ত বড় কোন সাফল্য পায়নি। 

চূড়ান্ত স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।

রিজার্ভ: জর্জ লিন্ডে, এন্ডি ফেলুকুওয়াও, লিজাড উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেট টি-২০ তে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ক্যারিবিয়ানরা। তারা এখন পর্যন্ত দুইটি ফাইনাল খেলে দুটিতেই বাজিমাত করে চ্যাম্পিয়ান হয়।

চূড়ান্ত স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, লেন্ডল সিমন্স, রবি রামপল, আন্দ্রে রাসেল, ওশানে থমাস, হেডেন ওয়ালস জুনিয়র।

রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেইন।

অস্ট্রেলিয়া

ক্রিকেটের পাওয়ার হাউজ খ্যাত অস্ট্রেলিয়া এই খেলার সবগুলো ফরম্যাটেই শক্তিশালী এবং সফল দল হলেও টি-২০ তে এখন পর্যন্ত কোন সাফল্য অর্জন করতে পারেনি। মাইক হাসির বিধ্বংসী ব্যাটিং-এ পাকিস্তানকে সেমি ফাইনালে হারিয়ে ফাইনালে পৌছলেও ইংল্যান্ডের হেরে শিরোপা অধরাই থেকে গেছে অজিদের। 

চূড়ান্ত স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।

রিজার্ভ: ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান এলিস, ড্যানিয়েল সামস।

ইংল্যান্ড

ক্রিকেটের জনক এই দেশটির এই খেলায় এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য ধরা দেয় ২০১০ সালের টি২০ বিশ্বকাপ জয়। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জয় করে নেয় কলিংউডের দল।

চূড়ান্ত স্কোয়াড: ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: লিয়াম ডসন, জেমস ভিন্স এবং রিচ টপলি।

ওমান

ওমান দলের চূড়ান্ত স্কোয়াড: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দার সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌদ, নেস্টার ধাম্বা, কালেমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফয়েজ বাট, খুররম নওয়াজ খান।

আফগানিস্তান

চূড়ান্ত স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাসমতউল্লাহ শাহিদী, আসগর আফগান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক।

রিজার্ভ: শরাফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকী।

আয়ারল্যান্ড

চূড়ান্ত স্কোয়াড: এন্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক আইডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, কেভিন ও ব্রায়েন, নেইল রক, সিমিং সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

রিজার্ভ: শেন গেটকেট, গ্রাহাম কেনেডি এবং ব্যারি ম্যাকার্থি।

নামিবিয়া

চূড়ান্ত স্কোয়াড: জেরার্ড ইরাসমুস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বিরকেস্টোক, মিচাও ডু পেরেজ, জন ফ্র্যাইলিঙ্ক, জানে গ্রিন, নিকোল লফি এটন, বার্নার্ডো স্কল, বেন সিকাঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রাম পেলমান, মিচেল ভ্যান লিনগেন, ডেভিড ভিসে, ক্রেইগ উইলিয়ামস এবং পিক্কি ইয়া ফ্রান্স।

রিজার্ভ: মারিশিয়াস এনগুপিতা।

নেদারল্যান্ডস

চূড়ান্ত স্কোয়াড: পিটার সেলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপ বোইসেভেইন, বেন কুপার, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, স্টিফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, রায়ান টেন ডেসকাট, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগেন, রিওলফ ভ্যান ডার মিরউই, পল ভ্যান মিকিরিন।

রিজার্ভ: শেন স্নেটার, টোবিয়াস ভিসে।

পাপুয়া নিউগিনি

চূড়ান্ত স্কোয়াড: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সায়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপলিং ডোরিগা, টনি উরা, হিরি হিরি, গৌদি তোকা, সেস বাউ, ডমিয়েন রাভু, কাবুয়া ভগি-মোরিয়া, সাইমন আতাই, জেসন কিলা, চাদ সোপার, জ্যাক গার্ডনার।

স্কটল্যান্ড

চূড়ান্ত স্কোয়াড: কাইল কোয়াটেজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বুজ, ম্যাথিউ ক্রস, জস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রীভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

রিজার্ভ: মাইকেল জোন্স, ক্রিস সোল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭