ইনসাইড সাইন্স

ট্রাম্পের নতুন সামাজিক নেটওয়ার্ক ‘ট্রুথ সোশ্যাল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2021


Thumbnail

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজে) ‘ট্রুথ সোশ্যাল’ নামে ওই সামাজিক নেটওয়ার্ক পরিচালনা করার কথা ঘোষণা করেছে। আগামী মাসে ‘আমন্ত্রিত অতিথিদের’ জন্য এর বেটা সংস্করণ চালু হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল বুধবার (২০ অক্টোবর) নিজস্ব সামাজিক নেটওয়ার্ক চালুর পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প নিজে।

ট্রাম্প বলেছেন, বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য কমাতেই তিনি টিএমটিজে ও ট্রুথ সোশ্যাল চালু করছেন। তিনি আরও বলেন, ‘টুইটারে তালেবানের বড় অংশের উপস্থিতি রয়েছে। কিন্তু এ বিষয়ে আপনাদের পছন্দের মার্কিন প্রেসিডেন্ট নীরব। এটা অগ্রহণযোগ্য।’

টিএমটিজে সাবস্ক্রিপশন ভিডিও চালুরও পরিকল্পনা করেছে। এতে বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে।

টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বাতিল করার পর ট্রাম্প এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। গত মে মাসে তিনি ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামে একটি ব্লগ চালু করেন। অবশ্য এক মাস পর ইন্টারনেট থেকে তিনি এটি সরিয়েও নেন।

ট্রাম্পের সাবেক কর্মকর্তা জ্যাসন মিলার এ বছরের শুরুতে একটি সামাজিক নেটওয়ার্ক চালু করেন। তবে ট্রাম্প সেখানে যোগ দেননি।

উল্লেখ্য গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭