কালার ইনসাইড

‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল চিত্রনায়িকা পলি


প্রকাশ: 04/12/2021


Thumbnail

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম গানটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউটিউব ও ফেসবুক থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্রত্যেকটি প্ল্যাটফর্মে নজর কাড়ছে গানটি। এই ট্রেন্ডে অনেক তারকাকেও দেখা যাচ্ছে। 

এবার ভাইরাল এই গানে নাচলেন নব্বই দশকের শেষের দিকের আলোচিত চিত্রনায়িকা পলি। গতকাল তিনি ‘কাঁচা বাদাম’ গানে সঙ্গে নেচে তা ভিডিও করে সামাজিকমাধ্যমে আপ করেছেন। তার ধারণকৃত ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। পলি অনেক ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। 

জানা গেছে,  স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বাস করছেন পলি। তাকে শোবিজে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তার সরব উপস্থিতি রয়েছে। লাইকিতে নিত্যনতুন ভিডিও প্রকাশ করছেন। লাইকিতে তার ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। কাঁচা বাদাম গানে নেচে ভক্তদের অসংখ্য লাইক-কমেন্টে ভাসছেন এই নায়িকা।

উল্লেখ্য, মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন পলি। তারপর অনেক সিনেমায় কাজ করেছেন। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। ২০১২ সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামি’।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭