কালার ইনসাইড

তাদের কিসের এত ভয়?


প্রকাশ: 06/12/2021


Thumbnail

গেল দুই দিন ধরে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে। মন্ত্রীত্ব গ্রহণের পর থেকেই নানা সময় নানা অনুষ্ঠানে  বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসেন তিনি। কখনও বিরোধী দলের নেতাকর্মী নিয়ে আবার কখনওবা চলচ্চিত্র জগতের লোকদের নিয়ে বিরূপ মন্তব্য করছেন।

সম্প্রতি নায়িকা মাহির সাথে এক ফোন আলাপ ফাঁস হওয়াতে নেট দুনিয়া থেকে শুরু করে সর্বস্তরে সমালোচনার ঝড় উঠে তাকে নিয়ে। এক ফোন কলের আলাপচারিতাই কাল হলো তার।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া  অডিও ক্লিপটিতে যেকথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। তবে এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী কিংবা মাহিয়া মাহির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকে সর্বস্তরে প্রতিবাদ লক্ষ করা যায়। তবে বিষয়টি নিয়ে তেমন সরব ছিলেন না শোবিজের অনেক তারকাই

চুপ ছিলেন। এমনকি চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনও। শুধু তাই নয় যেই দুই জন শিল্পীকে নিয়ে ঘটনা তাদের নিয়েও কোন বিবৃতি পাওয়া যায়নি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খবরটি পৌঁছালে তিনি প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। আর এরপর থেকেই সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। এবার প্রশ্ন উঠেছে শোবিজ তারাকাদের নিয়ে শুরুতে কেনো তারা চুপ ছিলেন? কেন তারা কোন প্রতিবাদ করেননি?

সামাজিক যোগাযোগমাধ্যমে একটু চোখ দিলেই দেখা যাচ্ছে সাধারণ জনগণ অনেকেই আঙুল তুলছেন শোবিজ তারাকাদের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া অনেক শোবিজ তারকাদের পোস্টে মানুষ কমেন্ট করছেন শুরুতে কেন তারা চুপ ছিলেন?

শুরু এই ঘটনাই নয় প্রায়ই দেখা যায় কোন মন্ত্রী আকলাকে নিয়ে কিছু হলে শুরুতে সবাই চুপ থাকেন কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসার পর সবাই ধন্যবাদ জানান। তাহলে শুরুতে কেনো তারা প্রতিবাদ না করে চুপ থাকেন? কিসের এত ভয় তাদের?



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭