ইনসাইড বাংলাদেশ

করোনা সংক্রমণকে খাটো করে দেখছি কী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩০ পিএম, ০৩ এপ্রিল, ২০২০


Thumbnail

গতকাল ও আজকের করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের খবর দেখে অনেকেই আঁতকে উঠছেন। পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামার পরেও মানুষের জটলা খুব একটা কমেনি। দেশের বিভিন্ন স্থানে মানুষের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। যেখানে সন্দেহভাজন কেউ মারা যাচ্ছে সেখানেই লক-ডাউন করা হচ্ছে। যদিও তাঁদের সবার মধ্যে না হলেও মৃত কারো কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে, সবার না। তবুও কেন লক-ডাউন হচ্ছে, আতংকে না সন্দেহে।

অন্যদিকে খবর বেরিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালানো যাবে। শিল্পকারখানা বন্ধের সিদ্ধান্ত সরকার থেকে আসেনি। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী সংগঠনের নেতা, মন্ত্রীপরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে এক সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা কারখানা চালাতে চান, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে কারাখানা চালাবেন।’

বাংলাদেশের কারখানা শ্রমিক বাদই দিলাম শ্রমিকরা স্বাস্থ্যবিধি সম্পর্কে কতটুকু জানেন! তাঁরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এটা তো দীর্ঘ অভ্যাসের ব্যাপার। রাতারাতি কী কারো জীবনাচরণ পরিবর্তন সম্ভব! তাই যদি হতো তাহলে পুলিশ, সেনা সদস্যদের এত নিষেধ স্বত্বেও মানুষ কেন অহেতুক ঘুরাঘুরি করছে। এখানে অনেক মানুষ আছে যারা কাজ ফেলে সময় নষ্ট করে আবার সময় নষ্ট করার মত সময় আছে অনেকেরই। তা না হলে রাস্তায় বাঁদর নাচ বা সাপ খেলা দেখতে ৪/৫ শ’ লোক তো জড় হবার কথা নয়!  যেখানে সেখানে থুতু কেলা, কলার খসা বা ময়লা ফেলা আমাদের অধিকাংশের অভ্যাস। সেখানে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালান কি বাস্তব সম্মত!

উইকিপিডিয়া সূত্র বলেছে, ইতালিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ বছর ৩১শে জানুয়ারি। এত দিনেও সেখানে ভাইরাসের মৃতের ভয়াবহতা তাঁরা রুখতে পারেন নি। যদিও জ্ঞান বিজ্ঞানে তাঁরা অনেক উন্নত। স্পেনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে চলতি বছর ৩১শে জানুয়ারি। এখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। এত দিন পার হবার পরে সেখানে দলে দলে মানুষ মরছে। বলা যায় চলছে মৃত্যুর মিছিল, ইতালির মত। এখন যে সংখ্যা দেবো, এই খবর পড়তে পড়তে সেই সংখ্যা আর ঠিক থাকবে না। জ্ঞান বিজ্ঞান, অর্থে বিত্তে, শক্তিতে বিশ্বের মহা শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। সেখানে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২০শে জানুয়ারি ২০২০। এখনো সেখানে মৃত্যুর মিছিল, আক্রান্তের সংখ্যা অনেক আগে দুই লাখ ছাড়িয়েছে । যুক্তরাজ্য, ইরান বা অন্য দেশে করোনাভাইরাসের ভয়াবহতার কথা নাইবা বললাম। এটা সবার জানা।         

আমাদের দেশে মার্চ মাসের ৮ তারিখে ৩ জনের দেহে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ২৬শে মার্চ আমরা চীন থেকে করোনা মোকাবিলার কিছু উপকরণ হাতে পায়। সেই হিসেবে মাত্র ২৭ দিন আগে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যেও করোনা সংক্রমিত দেশ থেকে মানুষ আসা বন্ধ হয় নি। যে পরিমাণ লোক করোনাভাইরাস সংক্রমিত দেশ থেকে এসেছেন তাতেই আমাদের রেমিটেন্স কমেছে প্রায় ১২%। আরও হয়তো কেউ কেউ আসতেও পারেন বিভিন্ন উপায়ে। দেশের দিন দিন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ধীরে হলেও বাড়ছে। 

তাই যারা ভাবছেন করোনা ভাইরাস প্রায় রুখে দিয়েছি আমরা, তাঁদের কী ভুল হচ্ছে না! অনেকে ভাবছেন করোনাভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত। কারণ ইনকিউবেশন পিরিয়ড ১৪ দিন। সেই ১৪ দিন অনেক আগেই পার হয়ে গেছে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ কিন্তু থেমে নেই আক্রান্তের সংখ্যা কম করে হলেও ৬০ এর বেশি।     

তাই ইতালির রাতো শহরের মত নিজে নিজে ঘরের মধ্যে আটকে থাকা, না হয় সেনাবাহিনী দিয়ে কঠোরভাবে মানুষকে ঘরের মধ্যে আটকে রাখা ছাড়া কী কোন বিকল্প আছে! আমরা কী করোনাভাইরাসের সংক্রমণকে খুব খাট করে দেখছি! 



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ওমরাহ হজ্জ করতে সৌদি পৌঁছেছেন বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশ: ১০:৫৩ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যে এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-১৩৭ যোগে পরিবারের সদস্যদের নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। রাতে সৌদি আরব পৌঁছান মন্ত্রী।

পাটমন্ত্রী মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও ওমরাহ পালন ছাড়াও মক্কা ও মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজরিত বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। 

ওমরাহ পালন শেষে আগামী ৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।


ওমরাহ হজ্জ   সৌদি আরব   বস্ত্র ও পাটমন্ত্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১০:৩০ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সাঁথিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হলেন, সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপ্যাল অফিসার আবু জাফর, ওই ব্যাংকের ব্যবস্থাপক সুজানগর দুর্গাপুর গ্রামের হারুন বিন সালাম ও ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবর্তীর ছেলে। টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ওই শাখার ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী।

সাঁথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে ৫ কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অডিটে আসেন অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায়। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তা সাঁথিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যের অডিট টিম ব্যাংকে অডিট শুরু করেন। সেখানে দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন পুলিশসহ অডিট কর্মকর্তারা। পরে রাতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের ৫৪ ধারা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়গুলো দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


অগ্রণী ব্যাংক   গ্রেপ্তার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশ: ০৯:২২ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো ওমর রাতে তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। তবে অন্যান্য রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানক্ষেতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে ওমরের ওপর আক্রমণ চালায়।

এসময় তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে হত্যা করে হাতির দল। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমরকে দেখতে না পেয়ে ঘটনাস্থলে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এদিকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান। ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  


বন্যহাতি   কৃষক   মৃত্যু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

প্রকাশ: ০৮:৩৮ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

সাজাপ্রাপ্ত মামলার আসামি চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। মাসুদুল ইসলাম কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃত সরাফত আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাসুদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানার জিআর মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


জামায়াত   সেক্রেটারি   গ্রেপ্তার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ০৮:২২ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানি সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা ও রানির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে, এদিন সকালে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয়দিনের সরকারি সফরে থাইল্যান্ডে যান। ২৪ থেকে ২৯ এপ্রিল সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কয়েকটি সহযোগিতার নথিতে স্বাক্ষর করবে।

বাংলাদেশ এবং থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে পারে। শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুইটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করতে পারে দুই দেশ।


থাইল্যান্ড   প্রধানমন্ত্রী   সৌজন্য সাক্ষাৎ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন