বাংলা ইনসাইডারের নীতিমালা


বিধিনিষেধ ও শর্তাবলি

বাংলা ইনসাইডার বাংলাদেশ সরকার কতৃক নিবন্ধিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদের সম্মানিত পাঠকদের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। বাংলা ইনসাইডার তার সকল সম্মানিত পাঠক ও দর্শকদের কাছে দেশ ও বিদেশের সকল ধরণের সংবাদ নিত্য নতুনভাবে ডিজিটাল উপায়ে পৌঁছে দেবার জন্য কাজ করে যাচ্ছে।

বাংলা ইনসাইডারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অডিও-ভিডিও কন্টেন্ট ও পরিষেবা গ্রহণের জন্য আমরা পাঠক ও দর্শকদের কিছু নিয়মাবলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

১) আপনি চাইলে বাংলা ইনসাইডারের একাধিক চ্যানেল ব্যবহার করে বিভিন্ন উপায়ে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। www.banglainsider.com ছাড়াও ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম, আরএসএস ফিডসসহ একাধিক ডিভাইস ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২) আপনি কম্পিউটার, মোবাইল ফোন (অ্যান্ড্রোয়েড ও আইওএস) ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বাংলা ইনসাইডারের সেবা গ্রহণ করতে পারবেন।

৩) পাঠক বা দর্শকদের আমাদের লিখিত কন্টেন্ট, ছবিসহ সকল পরিষেবা গ্রহণের জন্য বাংলা ইনসাইডার ব্যবহারের গোপনীয়তার নীতিসহ আমাদের ‘শর্তাবলি’ মেনে চলতে হবে।

৪) বাংলা ইনসাইডার ব্যবহারের ‘শর্তাবলি’ বা গোপনীয়তার নীতির কোনো বিষয়ে কারও আপত্তি থাকলে আমাদের কাছে info@banglainsider.com  এই ঠিকানায় ই-মেইল পাঠিয়ে বিষয়টি উত্থাপন করতে পারেন। তবে বাংলা ইনসাইডার যেকোনো আপত্তি গ্রহণ বা অস্বীকারের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

৫) বাংলা ইনসাইডারের সকল ব্যবহারকারীকে এই ‘শর্ত ও ব্যবহারবিধি’ মেনে চলতে হবে। কেউ এই শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হলে তাঁর অ্যাকাউন্ট স্থগিত বা ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বাংলা ইনসাইডারের ওয়েবসাইটে প্রবেশ এবং বাংলা ইনসাইডারের অ্যাপ্লিকেশন ব্যবহার করে দর্শক/ পাঠকগণের জন্য নিয়মিত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।

৬) বাংলা ইনসাইডারের এই পরিষেবাগুলোর মধ্যে লিখিত, অডিও, ভিডিও, ছবি, মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যান্ড্রোয়েড ও আইওএস) ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

ক. মেধাস্বত্ব অধিকার

পত্রিকার নাম, কনটেন্ট, লোগো, কপিরাইট, ট্রেডমার্কস, পেটেন্টস,ছবি, লেখা, গ্রাফিকস, ডোমেইনের নাম, অডিও, ভিডিওসহ অন্য সবকিছু বাংলা ইনসাইডারের লাইসেন্সের অন্তর্ভুক্ত। বাণিজ্যিক বা যেকোনো ব্যবহারের জন্য কোনো ব্যবহারকারী আমাদের লাইসেন্সকৃত এই সম্পত্তিতে কোনো দাবির আওতার বাইরে থাকবেন। বাংলা ইনসাইডারের ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করতে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে আমাদের যেকোনো কন্টেন্ট (অডিও ও ভিডিও) ব্যবহার করে অন্য কিছু তৈরি করা থেকেও নিরুৎসাহিত করা হচ্ছে। কপিরাইট লঙ্ঘন বা বাংলা ইনসাইডারের মেধাস্বত্বের আওতাধীন যেকোনো সম্পদের ব্যবহার কোথাও হতে দেখলে সম্মানিত ব্যবহারকারীগণ চাইলে info@banglainsider.com  এই ঠিকানায় জানাবার জন্য অনুরোধ রইলো।

খ. আমাদের পরিষেবাগুলোর ব্যবহার

১) বাংলা ইনসাইডারের ওয়েবসাইটের দর্শনার্থী/ পাঠকদের কেবল বৈধ কাজে এবং কেবল পাঠের উদ্দেশ্যে বাংলা ইনসাইডারের পরিষেবাগুলো ব্যবহার করা উচিত।

২) ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে থাকা অডিও ও ভিজ্যুয়াল উপাদানগুলো কেবল শোনা ও দেখার জন্যই ব্যবহার করা যাবে। বাংলা ইনসাইডারের অরিজিনাল কন্টেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকগণকে নিজ প্রোফাইল, গ্রুপ, পেজ বা সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে আমরা উৎসাহিত করছি।

৩) তবে আমাদের পরিষেবার আওতায় থাকা বিভিন্ন কন্টেন্টগুলো অবশ্যই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে হুবহু বা পরিবর্তন করে শেয়ার করা যাবে না।

৪) দর্শনার্থী/ পাঠকেরা ওয়েবসাইট হ্যাক করতে বা আমাদের কন্টেন্টের সুরক্ষা ব্যবস্থা অবৈধ উপায়ে পাবার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

৫) ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান-নির্বিশেষে ব্যবহারকারীদের কেবল পরিষেবাগুলো অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।

৬) বাংলা ইনসাইডারে প্রকাশিত কন্টেন্টগুলো সম্পর্কে ব্যবহারকারী ও পাঠকদের কোনো আগ্রাসী, উসকানিমূলক বা আপত্তিকর ভাষা, ছবি বা মন্তব্য ব্যবহার করা উচিত নয়। তবে গঠনমূলক সমালোচনা ও ভবিষ্যতে বাংলা ইনসাইডারের মানোন্নয়নে আপনাদের উপদেশ আমরা অবশ্যই গ্রহণ করবো।

গ. কনটেন্ট অপসারণ

বাংলা ইনসাইডারের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে যেকোনো সময় তার যেকোনো কনটেন্ট সরিয়ে ফেলার অধিকার রয়েছে। এমন ক্ষেত্রে দর্শক/ পাঠকেরা বাংলা ইনসাইডারের অনুরোধ সাপেক্ষে তাঁদের নিজ নিজ ডিভাইস থেকে সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে নেবার ব্যাপারে সহযোগিতা করবেন।

ঘ. অননুমোদিত ও নিষিদ্ধ কার্যক্রম

১) বাংলা ইনসাইডার মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। আমরা মুক্তবুদ্ধির চর্চা এবং স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। কোনো রাজনৈতিক দল, বর্ণবাদ ও লৈঙ্গিক বৈষম্যের সঙ্গে যুক্ত কোনো বিষয়ের সঙ্গে বাংলা ইনসাইডারকে যুক্ত না করার জন্য পাঠক ও দর্শকদের প্রতি অনুরোধ রইলো।

২) বাংলা ইনসাইডার বা অন্য কোনো ব্যক্তি বা সত্তাকে অপমান করা বা সম্মানহানি করা অথবা আদালতের কার্যক্রম নিয়ে মন্তব্য করা (যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে) থেকে বিরত থাকার জন্য সম্মানিত পাঠক ও দর্শকদের প্রতি অনুরোধ রইলো।

৩) বাংলা ইনসাইডারের কোনো ব্যবহারকারীকে অন্য ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, হুমকি দেওয়া বা বিপর্যস্ত করা কঠোরভাবে নিষিদ্ধ। সম্মানিত পাঠকগণ অবশ্যই আপত্তিজনক বা অস্পষ্ট বা অনৈতিক—এমন কোনো ছবি বা মন্তব্য আপলোড করা থেকে বিরত থাকবেন।

ঙ. ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষা

দর্শক/ পাঠকদের ডিভাইসের সুরক্ষার জন্য তাদের নিজস্ব সতর্কতা ও সুরক্ষাব্যবস্থা গ্রহণ করার আহ্বান রইলো। কারণ কোনো ভাইরাস, ম্যালওয়্যার বা অন্য কোনো ধরনের ক্ষতিকর কিছু দ্বারা আপনার ডিভাইস বা যন্ত্র আক্রান্ত হলে বা ক্ষতির শিকার হলে তার কোনো দায় বাংলা ইনসাইডার গ্রহণ করে না। তৃতীয় পক্ষের কোনো কনটেন্টে প্রবেশের কারণে বা তৃতীয় পক্ষ থেকে আসা কোনো ভাইরাস বা ক্ষতিকর উপাদান দ্বারা ব্যবহারকারীর ডিভাইস বা যন্ত্র আক্রান্ত বা ক্ষতির শিকার হলে, তার কোনো দায় বাংলা ইনসাইডার কোনোভাবেই নেয় না। তৃতীয় পক্ষের কনটেন্টের মধ্যে গুগল থেকে আসা বিজ্ঞাপনও অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি শুধু গুগলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলা ইনসাইডারের তৈরি করা নয় এমন যেকোনো কনটেন্টই তৃতীয় পক্ষের কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে এগুলো বাংলা ইনসাইডারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে প্রকাশিত হচ্ছে কি না, তা বিবেচ্য নয়।

চ. প্রতীক, কনটেন্ট, ছবি ইত্যাদি শেয়ার করা নিষিদ্ধ

বাংলা ইনসাইডারে ব্যবহৃত কোনো প্রতীক, ছবি বা কন্টেন্ট অনুমতি ব্যতীত ব্যবহার করা যাবে না। কোনো ছবি, প্রতীক বা কনটেন্ট ব্যবহারের অনুমতি পেলে তা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে বাংলা ইনসাইডারের স্বত্ব সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়। বাংলা ইনসাইডারের ছবি বা যেকোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশের সময় এর স্বত্ব নিজের বলে দাবি করাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

 

ছ. অন্য ওয়েবসাইটে পুনর্নির্দেশ

বাংলা ইনসাইডারের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় অন্য কোনো থার্ডপার্টি  ওয়েবসাইটে যদি কোনো ব্যবহারকারীকে রিডিরেক্ট বা পুনর্নির্দেশ করা হয়, তবে তার কোনো দায়ভার বাংলা ইনসাইডার নেবে না।

জ. তৃতীয় পক্ষের কনটেন্ট

তৃতীয় পক্ষের কোনো কনটেন্টের দায় বাংলা ইনসাইডার বহন করবে না। তৃতীয় পক্ষের কন্টেন্ট হলো এমন কন্টেন্ট, যা বাংলা ইনসাইডারের তৈরি করা নয়। এর মধ্যে রয়েছে ছবি, টেক্সট, অডিও, ভিডিওসহ নানা ধরনের কন্টেন্ট, যা বাংলা ইনসাইডারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে প্রদর্শিত বা আপলোড করা আছে, কিন্তু যা বাংলা ইনসাইডারের নয়, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সত্তার তৈরি।

ঝ. গোপনীয়তার নীতি

বাংলা ইনসাইডারের গোপনীয়তার নীতির পুরোটাই এর ব্যবহারের শর্তাবলি বা নীতিমালার (Terms of Use) একটি অবিচ্ছেদ্য অংশ। গোপনীয়তার নীতির সব ধারা এখানে সংযুক্ত করা হয়েছে, শুধুমাত্র অনুরূপ বা একই অর্থ বহন করে এমন ধারাগুলো বাদে।

ঞ. বিজ্ঞাপন

বাংলা ইনসাইডারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে প্রদর্শিত বিজ্ঞাপনগুলো মূলত তৃতীয় পক্ষের। এসব প্রতিষ্ঠান যদি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং সংগৃহীত তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করে, তবে তার জন্য বাংলা ইনসাইডার দায়ী নয়। বাংলা ইনসাইডারে প্রকাশিত কোনো বিজ্ঞাপনে থাকা কোনো কনটেন্টের কোনো দায়ও বাংলা ইনসাইডার  বহন করে না।

ট. নীতিমালায় পরিবর্তন

বাংলা ইনসাইডার তার নীতিমালায় থাকা যেকোনো শর্ত যেকোনো সময় বাতিল, পরিবর্তন বা সংস্কার বা সংশোধন বা এতে সংযোজন ও বিয়োজনের সকল অধিকার রাখে। তবে সে ক্ষেত্রে পরিবর্তিত নীতিটি দ্রুততম সময়ে পাঠক ও দর্শকদের জানানো হবে। এমন কোনো পরিবর্তন বা সংশোধনের পর কোনো পাঠক/ দর্শক বা ব্যবহারকারী বাংলা ইনসাইডারের  ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে তিনি আমাদের পরিবর্তিত নীতিমালায় সম্মত হয়েছেন এবং তা মেনে চলবেন বলে ধরে নেওয়া হবে।

ঠ. কুকিজের ব্যবহার

বাংলা ইনসাইডার কুকিজের ওপর ভিত্তি করে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, জমাও রাখে না। আবার বাংলা ইনসাইডার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত কোনো তৃতীয় পক্ষ কুকিজের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে তা নিয়ন্ত্রণও করে না। সুতরাং, তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশের আগে ভালোভাবে যাচাই করে নিন।

ড. বাংলা ইনসাইডারের পক্ষ থেকে যোগাযোগ

বাংলা ইনসাইডার আয়োজিত কোনো ইভেন্ট, প্রচার কার্যক্রম, প্রতিযোগিতা, প্রতিক্রিয়া বা জরিপে আমন্ত্রণ জানাতে আমরা ই-মেইল বা ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে পাঠকের সঙ্গে যোগাযোগ করতে পারি। এক্ষেত্রে পাঠকদের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা কাম্য।

ঢ. ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট

বাংলা ইনসাইডারের ব্যবহারকারীরা মন্তব্য ও ছবিসহ বিভিন্ন কন্টেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ছবিসহ যেকোনো কন্টেন্ট আপলোডের সময় ব্যবহারকারীকেই নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট কন্টেন্টটির মালিকানা তাঁর নিজের বা অন্যের হলে মালিকের কাছ থেকে এটি প্রকাশের অনুমতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কন্টেন্টটি অশ্লীল, হয়রানিমূলক, প্রতারণামূলক, আপত্তিকর, মানহানিকর, জালিয়াতিমূলক, অবৈধ বা অন্যের গোপনীয়তা লঙ্ঘন করে—এমন তথ্য দেওয়াকে বাংলা ইনসাইডার সমর্থন করে না।

বাংলা ইনসাইডারের ওয়েবসাইট ব্যবহারের সময় এর পাঠক/ দর্শক বা ব্যবহারকারীরা নিম্নোক্ত বিষয়গুলোতে আগেই সম্মত হয়েছেন বলে ধরে নেওয়া হয়—

১) ইচ্ছাকৃতভাবে অন্য পাঠকদের বিচলিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু পোস্ট করা যাবে না।

২) কোনো সীমাবদ্ধতা, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জাতি, নৃতাত্ত্বিক পরিচয়, নাগরিকত্ব, বয়স, বৈবাহিক অবস্থা, সামরিক অবস্থান বা অক্ষমতার ভিত্তিতে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অসম্মান, অপমান, হয়রানি, খাটো করে বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, এমন পোস্ট করা যাবে না বা এই উদ্দেশ্যে বাংলা ইনসাইডারের কোনো কনটেন্ট ব্যবহার করা যাবে না।

৩) বাংলা ইনসাইডারের ওয়েবসাইট বা কোনো কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার বা টেলিযোগাযোগ সরঞ্জামের কার্যকারিতা বাধাগ্রস্ত, ধ্বংস বা সীমাবদ্ধ করতে পারে এমন সফটওয়্যার ভাইরাস, কম্পিউটার কোড, ফাইল বা প্রোগ্রাম পোস্ট করা যাবে না।

৪) অপরাধমূলক কাজ বা সামাজিক দায়বদ্ধতা নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি বা উসকে দিতে পারে, এমন কোনো মন্তব্য বা ছবি আপলোড বা আদান-প্রদান করা যাবে না।

বাংলা ইনসাইডারের চাইলে যেকোনো সময় ওয়েবসাইট থেকে যে কারও যেকোনো ধরনের কনটেন্ট বিনা নোটিশে সরিয়ে বা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে। বাংলা ইনসাইডার সাধারণত ওয়েবসাইটের বিষয়বস্তু ফিল্টার করে। আপত্তিকর, অনুচিত ও অযাচিত কোনো আচরণ রোধ করতে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণে বাংলা ইনসাইডার সংশ্লিষ্টদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।

ণ. দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ

দেশের বাইরে থেকে বাংলা ইনসাইডারের ওয়েবসাইটে প্রবেশ করতে সম্মানিত ব্যবহারকারীরা যেসব তথ্য প্রদান করবেন, সেগুলো প্রদত্ত শর্তাবলি বা নীতিমালা ও গোপনীয়তার নীতি অনুসারে প্রক্রিয়া করা হবে।

ত. জবাবদিহিতা

সাংবাদিকতার মহান নীতি অনুসারে আমরা আমাদের সম্মানিত পাঠক ও দর্শকদের প্রতিনিয়ত সঠিক খবর ও সেবা প্রদানে বদ্ধপরিকর। তবে এ ক্ষেত্রে সকল ছবি/ ভিডিওর মতো মাল্টিমিডিয়ার সব সামগ্রীর পরিষেবা প্রদত্ত সমস্ত তথ্য সর্বদা নির্ভুল থাকবে—এই প্রতিশ্রুতি বাংলা ইনসাইডার দিচ্ছে  না। বাংলা ইনসাইডারের কনটেন্টগুলো শুধু তথ্যের উদ্দেশ্যেই করা এবং এটি কোনো পরামর্শ দেওয়ার দায়িত্ব নেয় না। বাংলা ইনসাইডারের সকল সেবা কোনো গ্যারান্টি/ ওয়ারেন্টি প্রদান করে না।

থ. পোস্ট করা ও কনটেন্ট দেখা

বাংলা ইনসাইডারের সকল পাঠক এ বিষয়ে সম্মতি দেন যে যখন তাঁরা বাংলা ইনসাইডারে কোনো কন্টেন্ট পোস্ট করবেন অথবা অন্যের পোস্ট করা কোনো কন্টেন্ট দেখবেন, তার সঠিকতা ও সত্যাসত্য যাচাইয়ের মানদণ্ড ও ঝুঁকি পাঠকের নিজের। কিছু কিছু ক্ষেত্রে বাংলা ইনসাইডার তৃতীয় পক্ষ থেকেও তথ্য সরবরাহ করে। বাংলা ইনসাইডার তৃতীয় পক্ষের কন্টেন্টের ওপর নিয়ন্ত্রণ রাখে না এবং এ বিষয়ে কোনো নিশ্চয়তাও প্রদান করে না।

দ. ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে প্রবেশে বাধা, ক্রস কানেকশন বা খুঁজে না পাওয়া

বাংলা ইনসাইডার তাদের সম্মানিত পাঠকদের সার্বক্ষণিক সেবা চালু রাখার সর্বাত্মক চেষ্টায় বদ্ধপরিকর। তবে বাংলা ইনসাইডারের আওতা বা নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো কারণে (ইন্টারনেটের যান্ত্রিক ত্রুটি) ব্যবহারকারীরা যদি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহারে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা সাময়িক বাধাগ্রস্ত হন, তার জন্য বাংলা ইনসাইডারের দায়ী থাকবে না। অথবা তৃতীয় পক্ষের কোনো কনটেন্ট ডাউনলোড বা এমন কিছুতে অংশ নেওয়া থেকে উদ্ভূত যেকোনো সমস্যার জন্যও বাংলা ইনসাইডার দায় গ্রহণ করবে না। বাংলা ইনসাইডারের সেবা গ্রহণ করতে গিয়ে অথবা ওয়েবসাইটে কোনো কনটেন্ট পোস্ট করতে গিয়ে কোনো ক্ষতির সম্মুখীন হলে তার দায়ও বাংলা ইনসাইডারের নয়।

ধ. অনুসৃত বিধি

বাংলা ইনসাইডারের নীতিমালা ও ব্যবহারকারীদের সঙ্গে এর সম্পর্কের ধরন নিরূপণে  উল্লিখিত বিধিগুলো বাংলাদেশের আইন অনুসারে তৈরি করা হয়েছে। এ নিয়ে যেকোনো বিতর্ক বা বিরোধ, এর তথ্য বা তারিখের ব্যবহার, ধরন, প্রকাশ, ফাঁস বা প্রচার সম্পর্কিত যেকোনো বিরোধ কেবল বিরোধ নিষ্পত্তি আইন, ২০০১-এ বর্ণিত আইন অনুসারে হবে। বিরোধ নিষ্পত্তির স্থান হবে বাংলাদেশে ঢাকা এবং এ সম্পর্কিত বিচারসভা তিন সদস্যের হতে হবে। এ বিষয়ে বাংলাদেশের আদালতে স্বতন্ত্র বিচারের ক্ষমতা থাকবে। অবস্থান, জাতীয়তা, বাসস্থান, ব্যবসার স্থান বা কর্মস্থল-নির্বিশেষে বাংলা ইনসাইডারের ওয়েবসাইট ব্যবহারকারী বা এর যেকোনো সেবা বা এর অ্যাপ্লিকেশন ব্যবহার করা প্রত্যেকেই এই নীতিমালার আওতাভুক্ত বলে বিবেচিত হবেন।

ন. সংযোগ-বিচ্ছিন্নের পদ্ধতি

যদি কোনো সময়ে ব্যবহারকারীরা আমাদের কাছ থেকে বিপণনের তথ্যসংবলিত ই-মেইল গ্রহণের ক্ষেত্রে আগ্রহী না হন, তবে ব্যবহারকারীরা প্রতিটি ই-মেইলের নিচে প্রদত্ত সদস্য বাতিলের প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। যদি ব্যবহারকারীরা নিবন্ধিত অ্যাকাউন্ট আর না রাখতে চান, তবে তাঁরা info@banglainsider.com এই ঠিকানায় ই-মেইল প্রেরণ করে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন।