কালার ইনসাইড

কারাগারের ভিতরে অনেক শান্তিতে ছিলাম: মাহি

প্রকাশ: ০৯:০২ পিএম, ১৮ মার্চ, ২০২৩


Thumbnail

কারাগারের ভিতরে অনেক শান্তিতে ছিলাম বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, আমি কারাগারের ভিতরে অনেক শান্তিতে ছিলাম। আমাকে যখন বিমান থেকে নিয়ে আসে তখন ইমিগ্রেশনের পুলিশ আমাকে কারও সঙ্গে কথা বলতে দিবে না, পুরো এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে।

শনিবার (১৮ মার্চ) রাতে গাজীপুর জেলা কারাগার থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় জামিনে মুক্তি পেয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহিয়া মাহি বলেন, আমি ভীতসন্ত্রস্ত। আমি মাহিয়া মাহি আমাকে যে মানসিক নির্যাতন করা হয়েছে। আমাকে একটা গাড়িতে আনা হয়েছে সেটা অনেক গরম ছিল। আমি পানি ঠাণ্ডা পানি চাচ্ছিলাম। একটু পরপর আমার তৃষ্ণা পাচ্ছিল। তারা একটা পানি কিনে দিতে এক ঘণ্টা সময় নিয়েছে।

তিনি বলেন, আমি নয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে মানবিকতা পাইনি। আমার স্বামী দেশে আসলে, তার বিরুদ্ধেও তো এই মামলাটা আছে। তার সঙ্গে কি হবে? আমি আমার স্বামীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এর আগে শনিবার বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকা মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলে নায়িকার। বিকেল ৫টায় দিকে মাহিকে জামিন দেন আদালত।

গর্ভবতী ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার।

শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এ মামলা করেন।

এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন, ‘হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তবা আমরা অ্যারেস্ট হতে পারি। যা হবার হবে, আমরা ফেস করব।’

মাহিয়া মাহি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

যে দুই প্রাক্তনকে ইনস্টাগ্রামে ফলো করেন সালমান

প্রকাশ: ১১:০০ এএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

ইনস্টাগ্রামে সালমানের ফলোয়ারের সংখ্যা ৫৯.৫ মিলিয়ন। তবে তিনি ফলো করেন মাত্র ৩৬ জনকে। আর এই ৩৬ জনের মাঝে দুইজন অভিনেতার প্রাক্তন প্রেমিকা!

সালমান ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের ফলো করেন। এছাড়াও জ্যাকুলিন, ডেইজি শাহ্‌, সুরোজ পাঞ্চোলি, লুলিয়া ভেন্তুরকে ফলো করেন। আর ফলো করেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও সঙ্গীতা বিজলানিকে।

সালমান ও সঙ্গীতার বাগদান হয়ে গিয়েছিল। তাদের বিয়ের দিনক্ষণও ঠিক করা হয়েছিল। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কার্ডও ছাপানো হয়েছিল। কিন্তু সঙ্গীতা যখন জানতে পারেন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির প্রেমে মজেছেন অভিনেতা, তখন বিয়ের মাত্র এক মাস আগে সম্পর্ক ভেঙে দেন সঙ্গীতা।

সালমান ক্যাটরিনা সম্পর্কও মাত্র কয়েক বছর টিকেছিল। সালমান এবং ক্যাটরিনার সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিলেন রণবীর কাপুর। ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্কের কারণেই নাকি সালমানের সঙ্গে তার প্রেম ভেঙে যায় বলে শোনা যায়। তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন তারা।


সালমান খান   ইনস্টাগ্রাম   ক্যাটরিনা কাইফ   সঙ্গীতা বিজলানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

যে দুই কথা মনে রাখতে বললেন পর্দার ওসি হারুন!

প্রকাশ: ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ, ২০২৩


Thumbnail

২০২১ সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। সমকালীন সমাজ ও রাজনীতির সাহসী গল্প নিয়ে কাজ করায় প্রশংসিত হয়েছিলেন নির্মাতা আশফাক নিপুণ। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে অন্যরকম দর্শকপ্রিয়তার দেখা পেয়েছিলেন মোশাররফ করিম।

পর্দার সেই ওসি হারুন আবারও ফিরছেন ‘মহানগর’ এর অন্তিম পর্ব নিয়ে। দর্শক যা আগামি ঈদুল ফিতরে ভারতীয় প্লাটফর্ম হইচইতে দেখতে পারবেন। এ তথ্য পুরনো। কিন্তু তার আগে দর্শকের উদ্দেশে নতুন বার্তা নিয়ে এলেন ওসি হারুন।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ‘মহানগর’ এর নতুন টিজার প্রকাশিত হয়েছে। যেখানে ভয়েস ওভারে সাহসী সংলাপে পাওয়া যায় ওসি হারুনকে! সিরিজটির অন্তিম পর্বে কোন কাহিনী থাকবে, সেটা এখনও প্রকাশ করেননি নির্মাতা। তবে এই টিজারে কিছুটা আভাস দিয়েছেন।

ওসি হারুনের কণ্ঠে শোনা যায় দারুণ কিছু সংলাপ। তিনি বলেন, ঢাকা মহানগর। মহানগরের রাস্তায়, ফুটপাতে, ওলিতে গলিতে, কতো শত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় উঠার গল্প, ক্ষমতার সাথে পেরে না উঠার গল্প। মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিসে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সাথে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।

টিজারের শেষে সেই চেনা ভঙ্গিতে ‘দুইটা কথা মনে রাখার’ পরামর্শ নিয়ে উপস্থিত হন ওসি হারুন। ওসি হারুন বলেন, ‘দুইটা কথা মনে রাখবেন। এক. নামটা হচ্ছে হারুন। দুই. হারুন এতো সহজে হারে না।’

২০২১ সালে ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।

আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করে গত জানুয়ারিতে অন্তিম পর্বের ঘোষণা দেয় হইচই। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিম ছাড়া প্রথম পর্বের আর কেউ আছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।


ওসি হারুন   আশফাক নিপুণ   মোশাররফ করিম  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার ১৩ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে প্রভাকে আইনি নোটিশ

প্রকাশ: ০৮:১৬ পিএম, ২৫ মার্চ, ২০২৩


Thumbnail

সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।

ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা। এবার সেই স্ক্যান্ডাল বিতর্ক নিয়ে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।৭ দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করারও ঘোষণা দেন ওই আইনজীবী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে প্রাপ্তি স্বীকারপত্রসহ প্রভার রাজধানী গুলশানের বাসার ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়। 

লিগ্যাল নোটিশ পাঠানো জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। 

লিগ্যাল নোটিশ গ্রহীতার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতু বিপথগামী করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।   

জয়নাল আবেদীন বলেন, আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি। তার (প্রভার) এমন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে প্রলুব্ধ হয়ে সমাজের নারী-পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে। তাই অভিনেত্রী প্রভাকে আমার এ নোটিশ দেওয়া। তিনি যদি নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জবাব না দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচলিত আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে সাদিয়া জাহান প্রভার মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। 

উল্লেখ্য ২০১০ সালে রাজিব হাসানের সঙ্গে বাগদান হয় সাদিয়া জাহান প্রভার। কিন্তু এক পর্যায়ে অভিনেতা অপূর্বকে বিয়ে করেন তিনি। বিয়ের পর রাজিবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ২০১০ সালের ভিডিওকে কেন্দ্র করে ১৩ বছর পর এই অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো।  

সাদিয়া জাহান প্রভা   স্ক্যান্ডাল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সালমানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা!

প্রকাশ: ০৮:১০ পিএম, ২৫ মার্চ, ২০২৩


Thumbnail

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন।

এবার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের কাজ চলছে। এর মাঝে জোর গুঞ্জন উড়ছে, সালমান খানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা। ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধুর একটি টুইটকে কেন্দ্র করে এ গুঞ্জনের সূচনা।

উমাইর সান্ধু লিখেছেন, ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ আমার শেষ সিনেমা। ভবিষ্যতে তার সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না।’ ভিকি কৌশল ভাইজানের সঙ্গে সিনেমা করতে বারণ করেছেন।

এ টুইট করার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা। তবে টুইটকে কেন্দ্র করে আলোচনা বেশ জমে উঠেছে। কারণ নেটদুনিয়ায় ভাগ হয়ে গেছেন সালমান-ক্যাটরিনার ভক্তরা। আবার অনেকে টুইটকারীকে আক্রমণ করে মন্তব্য করেছেন। তাদের মতে এই তথ্য মিথ্যা।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। সুপার স্পাই জোয়া চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। আর খলনায়কের ভূমিকায় হাজির হবেন ইমরান হাশমি। আর একটি ক্যামিও চরিত্রে থকবেন শাহরুখ খান। চলতি বছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


সালমান   ক্যাটরিনা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘মায়ের বিয়ে’তে মায়ের চরিত্রে স্পর্শিয়া

প্রকাশ: ০৮:০৩ পিএম, ২৫ মার্চ, ২০২৩


Thumbnail

অর্চিতা স্পর্শিয়া বর্তমানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েছেন। ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’র মতো সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। 

সম্প্রতি ‘মায়ের বিয়ে’ নামে নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে স্পর্শিয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, ইতোমধ্যেই ‘মায়ের বিয়ে’ নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটি আসছে ঈদুল ফিতরের আয়োজনে কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান আহসানের সঙ্গে । কিন্তু পরে ২০১৭ সালে আলাদা হয়ে যান যান তারা। এরপরে একাই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন স্পর্শিয়া। বর্তমানে সংখ্যার চেয়ে কাজের মানে গুরুত্ব দিয়ে ক্যারিয়ারে এগোচ্ছেন এই অভিনেত্রী। 

স্পর্শিয়া   মা   বিয়ে  


মন্তব্য করুন


বিজ্ঞাপন