৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বিশেষ মঞ্চে ওঠার আগে ‘প্যালেস দে
ফেস্টিভ্যাল’-এর
সিঁড়িতে দাঁড়িয়ে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছিলেন তিনি। আর
সেই সময়ই নজরে আসে ‘হাঙ্গার গেম্স’ খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্সের পায়ের চটিজোড়া। পরনে তার লাল গাউন। কিন্তু পায়ে হিল জুতোর বদলে কালো স্ট্র্যাপ দেয়া চপ্পল। তা দেখেই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জাস্টিন ট্রেট পরিচালিত ছবি ‘অ্যানাটমি অফ
আ ফল’-এর
প্রিমিয়ার
অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জেনিফার। তবে তার জুতো নিয়ে হাসির রোল যতই উঠুক না
কেন, অনুরাগীরা কিন্তু তার পক্ষ নিয়েই কথা বলেছেন। এক জন লিখেছেন, “খুবই স্বাভাবিক। এমন উঁচু হিল পরা পা
দেখতে ভাল লাগলেও পা এবং কোমরের প্রভূত ক্ষতিও করে। তাই তার যা ইচ্ছে তিনি পরতেই পারেন।” অন্য আর
এক জনের মন্তব্য, “আমি জেনিফারকে পছন্দ করি। তাই তার সাজগোজ নিয়ে আমার কিছু বলার নেই।”
সম্প্রতি জেনিফার লরেন্স অভিনীত এবং প্রযোজিত তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেজ’ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ।এই ছবির মূল উপজীব্য তালিবানি শাসনের পুনরুত্থানের পর তিন নারীর জীবনের গল্প ।
জেনিফার লরেন্স কান চলচ্চিত্র উৎসব
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
‘দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে’ হলিউড নায়ক ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার বিশেষ অভিজ্ঞতার কথা টাইমস অব ইন্ডিয়াকে এভাবেই বলেছেন বলিউড অভিনেত্রী সারা
আলি খান। তিনি বলেন, একমাত্র কান উৎসবের কারণেই সম্ভব হয়েছে তাকে সামনাসামনি দেখা এবং কথা বলা। তবে ডিক্যাপ্রিও তার অত্যন্ত পছন্দের হলেও আরেক হলিউড অভিনেতা রায়ান গসলিংয়ের সঙ্গে পর্দা ভাগাভাগিতেই বেশি আগ্রহ
তার।
এবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ডিক্যাপ্রিওর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রিমিয়ার হয়। যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসি
পরিচালিত ওই সিনেমায় ডিক্যাপ্রিওর সহঅভিনেতা ছিলেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, ট্যান্টু কার্ডিনাল, কারা জেড মায়ার্সসহ অনেকে। ওই শোয়ের পর দর্শকরা টানা ৯ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান। ২০১৭ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন স্কোরসেসি।
ফ্রান্সে আয়োজিত কানের ৭৬তম আসর নিয়ে সারা বলেন, ‘‘কেবল রেড কার্পেটে হাঁটা নয়। ওই উৎসবে ভারতের সংস্কৃতি, সিনেমা ও শিল্প নিয়ে আমার নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ এসেছে, যা আমি উপভোগ করেছি।’’
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সারা অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিটি। সারা কানে তার সিনেমার প্রচারও চালিয়েছেন। বলিউডের নির্মাতা জুটি শচীন-জিগরের পরিচালনায় এ সিনেমায় সারার নায়ক
হিসেবে থাকছেন ভিকি কৌশল।
মন্তব্য করুন
আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে। বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে...
‘দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে’ হলিউড নায়ক ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার বিশেষ অভিজ্ঞতার কথা টাইমস অব ইন্ডিয়াকে এভাবেই বলেছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। তিনি বলেন, একমাত্র কান উৎসবের কারণেই সম্ভব হয়েছে তাকে সামনাসামনি দেখা এবং কথা বলা। তবে ডিক্যাপ্রিও তার অত্যন্ত পছন্দের হলেও আরেক হলিউড অভিনেতা রায়ান গসলিংয়ের সঙ্গে পর্দা ভাগাভাগিতেই বেশি আগ্রহ তার।